তিন বছর পর আসছে সিনেমাটির ‘ফির আয়ি হাসিন দিলরুবা’র পোস্টার থেকে। আইএমডিবি
তিন বছর পর আসছে সিনেমাটির  ‘ফির আয়ি হাসিন দিলরুবা’র পোস্টার থেকে। আইএমডিবি

কী দেখবেন, কোথায় দেখবেন

প্রতি সপ্তাহে ওটিটিতে যুক্ত হচ্ছে নতুন নতুন কনটেন্ট। চলতি সপ্তাহে মুক্তি পাওয়া ও মুক্তির অপেক্ষায় থাকা নতুন ওয়েব সিরিজ, সিনেমা, প্রামাণ্যচিত্র ও রিয়েলিটি শোর খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন।

‘ফির আয়ি হাসিন দিলরুবা’
ধরন: সিনেমা
স্ট্রিমিং: নেটফ্লিক্স
দিনক্ষণ: চলমান
২০২১ সালে ওটিটিতে মুক্তির পর রীতিমতো ঝড় তুলেছিল বিনিল ম্যাথুর সিনেমা ‘হাসিন দিলরুবা’। সিনেমাটিতে ‘রানি’ চরিত্রে অভিনয় করে বিপুল জনপ্রিয়তা পেয়েছিলেন তাপসী পান্নু। এবার এসেছে ছবিটির সিকুয়েল।

‘ফির আয়ি হাসিন দিলরুবা’ সিনেমাটিতে ‘রানি’ চরিত্রে দেখা যাবে তাপসী পান্নুকে। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

রোমান্টিক থ্রিলার ঘরানার সিনেমাটিতে আগের মতোই ‘রানি’ চরিত্রে দেখা গেছে তাপসীকে। এ ছাড়া আছেন আগের কিস্তির বিক্রান্ত ম্যাসি। এবার নতুন করে যুক্ত হয়েছেন জিমি শেরগিল ও সানি কৌশল। ছবিটি পরিচালনা করেছেন জয়প্রাদ দেশাই।

‘টার্বো’
ধরন: সিনেমা
স্ট্রিমিং: সনি লিভ
দিনক্ষণ: চলমান
মালয়ালম তারকা মামুত্তি অভিনীত অ্যাকশন–কমেডি ঘরানার সিনেমাটি পরিচালনা করেছেন বিশাক। গত ২৩ মে প্রেক্ষাগৃহে মুক্তির পর সমালোচকদের কাছে মিশ্র প্রতিক্রিয়া পেলেও ব্যবসায়িক সাফল্য পায় সিনেমাটি। এতে এক জিপচালকের চরিত্রে অভিনয় করেছেন মামুত্তি। অন্যান্য চরিত্রে দেখা গেছে অঞ্জনা জয়প্রকাশ, রাজ বি শেঠি প্রমুখকে।

‘লিসা ফ্রাঙ্কেনস্টাইন’
ধরন: সিনেমা
স্ট্রিমিং: জিও সিনেমা
দিনক্ষণ: চলমান
জেলডা উইলিয়ামসের হরর–কমেডি সিনেমাটি চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রেক্ষাগৃহে মুক্তি পায়। এবার ছবিটি এসেছে ওটিটিতে। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ক্যাথরিন নিউটন, কোলে স্প্রাউজ, লিজা সোবেরানো প্রমুখ। আশির দশকের হরর–কমেডি সিনেমার ভক্তরা ছবিটি পছন্দ করতে পারেন, এমন মত দিয়েছেন অনেক সমালোচক।

‘দ্য ইনস্টিগ্রেট’–এর পোস্টার

‘দ্য ইনস্টিগ্রেটর’
ধরন: সিনেমা
স্ট্রিমিং: অ্যাপল টিভি প্লাস
দিনক্ষণ: চলমান
কমেডিধর্মী এই ওয়েব সিনেমাটি বানিয়েছেন গাড লারম্যান। তারকাবহুল সিনেমাটিতে দেখা গেছে ম্যাট ডেমন, কেসি অ্যাফ্লেককে। এটি ২ আগস্ট সীমিত আকারে যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃহে মুক্তি পায়। গতকাল শুক্রবার থেকে দেখা যাচ্ছে অ্যাপল টিভি প্লাসে। সিনেমার গল্প দুই ডাকাতকে নিয়ে। বড় এক দাঁও মারার পরিকল্পনা করেন দুজন, কিন্তু কিছুই পরিকল্পনামাফিক হয় না। অগত্যা পালাতে হয় তাঁদের। এই পলায়ন পর্বে ঘটতে থাকে মজার মজার সব ঘটনা।

‘দ্য জোন: সারভাইভ্যাল মিশন’
ধরন: রিয়েলিটি শো
স্ট্রিমিং: ডিজনি প্লাস হটস্টার
দিনক্ষণ: চলমান
কোরীয় রোমাঞ্চধর্মী রিয়েলিটি শোটি প্রথম মুক্তি পায় ২০২২ সালে। ব্যাপক জনপ্রিয়তার কারণে দ্রুতই আসে পরের কিস্তি। এবার মুক্তি পেয়েছে সিরিজটির তৃতীয় মৌসুম। এই অনুষ্ঠানে মূলত কঠিন অবস্থার মধ্যে প্রতিযোগীদের টিকে থাকার চ্যালেঞ্জ নিতে দেখা যায়। এবার অনুষ্ঠানটিতে দেখা যাবে ইয়ো জে-সাক, উন ইউ-রি প্রমুখকে।

‘দ্য মালোরকা ফাইলস’–এর দৃশ্য। ছবি: আইএমডিবি

‘দ্য মালোরকা ফাইলস’
ধরন: সিরিজ
স্ট্রিমিং: অ্যামাজন প্রাইম ভিডিও
দিনক্ষণ: চলমান
পুলিশি তদন্তের ওপর ভিত্তি করে নির্মিত এই ব্রিটিশ ড্রামা সিরিজটি নির্মিত হয়েছে স্প্যানিশ দ্বীপ মালোরকার প্রেক্ষাপটে। ২০২১ সালে মুক্তি পায় সিরিজটির প্রথম মৌসুম। এবার মুক্তি পেল এটির তৃতীয় মৌসুম। সিরিজের গল্প ওয়েলশ ও জার্মানির দুই গোয়েন্দার তদন্ত নিয়ে। এটির প্রধান চরিত্রগুলোতে দেখা যাবে এলেন রিচ, হুলিয়ান লুম্যান, মারিয়া ফার্নান্দেজ প্রমুখ।