সাদিয়া ইসলাম মৌ
সাদিয়া ইসলাম মৌ

আমার কাছে নাচ সহজ, অভিনয় ভীষণ কঠিন: মৌ

দেশের মডেলিং অঙ্গনে অনন্য নাম সাদিয়া ইসলাম মৌ। মাঝেমধ্যে অভিনয়েও দেখা মেলে তাঁর। তিন দশকের পথচলায় নাটকের সংখ্যা তাঁর খুবই কম। তবে যখনই অভিনয় করেন, তাঁকে ঘিরে চলে আলোচনা। কয়েক দিন ধরে আবারও আলোচনায় তিনি। অভিনয় অঙ্গনের মানুষের কাছে যেমন, তেমনি ভক্ত–শুভাকাঙ্ক্ষীরাও তাঁকে নিয়ে ফেসবুকে লিখছেন নানা কথা। ওটিটিতে মুক্তি পাওয়া ওয়েব সিরিজ ‘সিক্স’–এর কারণেই মৌকে ঘিরে যত আলোচনা।

সাদিয়া ইসলাম মৌ

‘সিক্স’ ওটিটিতে মৌয়ের প্রথম কাজ। এরই মধ্যে অনেকে এটি দেখে ইতিবাচক প্রতিক্রিয়া দিয়েছেন। কেউ এমনও বলছেন, ‘সিক্স’ দেখার অনেকগুলো কারণের মধ্যে একটি সাদিয়া ইসলাম মৌ। অভিনয়ের পাশাপাশি পর্দায় তাঁকে উপস্থাপনও ভালো লেগেছে বলে জানালেন কেউ কেউ। মৌ জানালেন, সিরিজটি এখনো দেখার সুযোগ হয়নি তাঁর, তবে শিগগিরই দেখে ফেলবেন। তবে কেউ কেউ তাঁকে কাজটি সম্পর্কে জানিয়েছেন।

সাদিয়া ইসলাম মৌ

১৯৯৫ সালে ‘অভিমানে অনুভবে’ নাটকের মাধ্যমে অভিনয় অঙ্গনে যাত্রা শুরু করেন মৌ। তাঁর আগেই মডেলিংয়ে অভিষেক। ছোটবেলা থেকেই তিনি নাচের সঙ্গে জড়িত। নাচের অনুষ্ঠানে মৌ যতটা নিয়মিত, অভিনয়ে ততটা নন। তিনি জানালেন, চরিত্র ও পছন্দসই গল্প হলে তবেই কাজ করেন। সেই ধারাবাহিকতায় ‘সিক্স’ করা।

সাদিয়া ইসলাম মৌ

প্রথম ওয়েব সিরিজে কাজের অভিজ্ঞতাও দারুণ বলে জানালেন মৌ। কথায় কথায় তিনি বললেন, ‘সাধারণ নাটকের শুটিং যেমন করি, ওয়েবেও তেমন। তবে এখানে খুব ধরে ধরে কাজ হয়। অনেকগুলো দৃশ্য যে একসঙ্গে হয়, তা নয়। টেকনিক্যালি অনেক বেশি সমৃদ্ধ হয়। অনেক কষ্টও করা হয়। কোনো আপস করা হয় না। এই যেমন ছোট একটা দৃশ্যের জন্য আমাকে চট্টগ্রামও যেতে হয়েছে।’

সাদিয়া ইসলাম মৌ

মৌ জানালেন ‘সিক্স’ সিরিজের বেশির ভাগ শুটিং হয়েছে ঢাকার সদরঘাটে। তিনি বললেন, ‘করোনার প্রকোপ কমার পর সিরিজের শুটিং করেছি। তখন পরিস্থিতি অতটা খারাপ ছিল না। তবে কাজ হচ্ছিল কম। অনুমতি নিয়ে কাজ করেছি। ১ দিন কাজ করে আবার ১০ দিন পর শুটিং করেছি। এতে সুবিধাও হয়েছে। অনেক দিনের শিডিউলে দরকার হলে আমি কাজ করতে পারিও না। আমি তো আসলে নাচের শিল্পী। একজন মা, একজন স্ত্রীও। বাসায় অনেক ধরনের কমিটমেন্ট থাকে। নাচের ক্ষেত্রে দেখা যায়, সারা দিনের সব কাজ সেরে বিকেলে নাচের মহড়ায় যাওয়া যায়। নাটকের কাজে সারা দিনই সময় দিতে হয়। আমি অভিনয়শিল্পী নই। তবে এটা আমার প্যাশন। তাই ধীরে ধীরে কাজ করতে পছন্দ করি।’
ওয়েব সিরিজে আরও নিয়মিত হতে চান। তবে গল্প হতে হবে ভালো লাগার, চরিত্রটাও পছন্দের।

সাদিয়া ইসলাম মৌ

এর মধ্যে কারও সঙ্গে কোনো কথা হয়েছে কি না, জানতে চাইলে বললেন, ‘আমি তো মাসখানেক দেশের বাইরে ছিলাম। আগস্টের শেষে ফিরেছি। ফিরে আবার নাচের মহড়া নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। তাই কারও সঙ্গে কথা হয়নি।’

যুক্তরাষ্ট্রের হিউস্টনে নৃত্যনাট্য ‘চিত্রাঙ্গদা’ পরিবেশন করেন সুনান ও মৌ

গত আগস্টে মৌ ছিলেন যুক্তরাষ্ট্রের হিউস্টনে। সেখানে তিনি নাচের অনুষ্ঠানে অংশ নিয়েছেন। দেশের বাইরে বেসরকারি উদ্যোগে নাচের অনেক অনুষ্ঠানে অংশ নিলেও কখনো নৃত্যনাট্য করা হয়নি তাঁর। এবার সেই অভিজ্ঞতা হয়েছে। হিউস্টনে নৃত্যনাট্য ‘চিত্রাঙ্গদা’ পরিবেশন করেছেন।

সাদিয়া ইসলাম মৌ

মৌ বললেন, ‘এটা আমার জন্য অপূর্ব একটা অভিজ্ঞতা ছিল। নাচের কোরিওগ্রাফি করেছে সুনান, সে আবার অর্জুন চরিত্রে অভিনয়ও করেছে। ওয়াশিংটনে থাকা আমার নৃত্যশিল্পী বন্ধু রোজমেরী মিতু কুরূপা আর আমি করেছি সুরূপা চরিত্রে। এমন একটি আয়োজনের জন্য আয়োজকদের পাশাপাশি সুনানকে অনেক ধন্যবাদ। ও এত কষ্ট করেছে, বলে বোঝানো যাবে না। হিউস্টনে আড়াই মাস মহড়া করেছে। তারপর আমি ঢাকায় আর মিতু ওয়াশিংটন থেকে ভার্চ্যুয়ালি নিয়মিত আলোচনা করেছি। যুক্তরাষ্ট্রে যাওয়ার পর টানা পাঁচ দিন মহড়া করেছি।’

সাদিয়া ইসলাম মৌ

মডেলিংয়ে অনেকের প্রিয়, নৃত্যশিল্পী আর অভিনয়শিল্পী হিসেবেও প্রশংসিত মৌ। সবার কাছ থেকে প্রশংসা পেলেও মা–বাবাকে কখনো খুশি করতে পারেননি তিনি। এসবে কষ্টও পেতেন না। তিনি চেষ্টা করতেন মা–বাবার সন্তুষ্টি আদায়ের। মৌ বললেন, মা–বাবা সব সময় গঠনমূলক সমালোচনা করতেন। মেয়ে ও ছেলের ক্ষেত্রে এখন তেমনটাই ঘটে মা মৌয়ের। মেয়ে পুষ্পিতা দেশের বাইরে উচ্চশিক্ষায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। আর ছেলে পূর্ণ ও–লেভেল শেষ করেছে। মেয়ে পড়াশোনায় বেশি মনোযোগী।

সাদিয়া ইসলাম মৌ

মৌ বললেন, ‘মেয়ের পড়াশোনায় বেশি আগ্রহ। আর ছেলের পড়াশোনার পাশাপাশি ফুটবল খেলা ও গাড়ি চালানো পছন্দ। মায়ের চাওয়া, দুজনই বড় হয়ে সভ্য, ভদ্র ও মানবিক মানুষ হয়ে উঠুক। দয়ামায়া থাকুক।’ তিনি বললেন, ‘আমি যেন শুনি, ওরা খুবই সুন্দর মানুষ হয়েছে। অনেক টাকাপয়সার মালিক হওয়ার চেয়ে এই কথা শুনতেই বেশি ভালো লাগবে।’

সাদিয়া ইসলাম মৌ

মডেলিং, নৃত্য ও অভিনয়ের মানুষ মৌ আলাপের একেবারে শেষ পর্যায়ে এসে বললেন, নাচ অনেক বেশি সহজ, অভিনয় কঠিন। কঠিন ও সহজ—দুটিকে সঙ্গী করেই সামনের দিনগুলো কাটাতে চান তিনি। ইরোস নাও বাংলার প্রথম কনটেন্ট হিসেবে মুক্তি পেয়েছে ‘সিক্স’। তানিম পারভেজ পরিচালিত ওয়েব সিরিজটিতে আরও অভিনয় করেছেন তারিক আনাম খান, ইফতেখার আহমেদ ফাহমি, অপর্ণা ঘোষ, সোহেল মণ্ডল, ইয়াশ রোহান প্রমুখ।