মিশন: ইমপসিবল-ডেড রেকনিং পার্ট ১–এর দৃশ্য। ছবি: আইএমডিবি
মিশন: ইমপসিবল-ডেড রেকনিং পার্ট ১–এর দৃশ্য। ছবি: আইএমডিবি

এই সপ্তাহে ওটিটিতে কী দেখবেন

প্রতি সপ্তাহে ওটিটিতে যুক্ত হচ্ছে নতুন নতুন কনটেন্ট। চলতি সপ্তাহে মুক্তি পাওয়া ও মুক্তির অপেক্ষায় থাকা নতুন ওয়েব সিরিজ, সিনেমা, প্রামাণ্যচিত্র, রিয়েলিটি শোর খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন।

সুলতান অব দিল্লি
ধরন: সিরিজ
স্ট্রিমিং: ডিজনি প্লাস হটস্টার
দিনক্ষণ: ১৩ অক্টোবর
আগে ‘ওয়ানস আপন আ টাইম ইন মুম্বাই’, ‘দ্য ডার্টি পিকচার’-এর মতো সিনেমা বানিয়েছেন মিলান লুথরিয়া। এবার তিনি হাজির পিরিয়ড ক্রাইম থ্রিলার সিরিজ নিয়ে। এতে তাঁর সঙ্গে পরিচালক হিসেবে আসেন সূপর্ণ ভার্মা।

‘সুলতান অব দিল্লি’র পোস্টার। ছবি: আইএমডিবি

১৯৬২ সালে দিল্লির পটভূমিতে নির্মিত সিরিজটি তৈরি হয়েছে অর্ণব রায়ের লেখা বই অবলম্বনে। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তাহির রাজ ভূষণ, মৌনি রায়, বিনয় পাঠক প্রমুখ।

মিশন: ইমপসিবল-ডেড রেকনিং পার্ট ১
ধরন: সিনেমা
স্ট্রিমিং: অ্যামাজন প্রাইম ভিডিও
দিনক্ষণ: ১৩ অক্টোবর
চলতি বছরের জুলাইয়ে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ক্রিস্টোফার ম্যাকুইরির সিনেমাটি। সমালোচকদের ব্যাপক প্রশংসা, দর্শকের পছন্দ মিলিয়ে ২০২৩ সালে অন্যতম ব্যবসাসফল ও আলোচিত সিনেমা এটি। প্রেক্ষাগৃহের পর অবশেষে ওটিটিতে আসছে ‘মিশন: ইমপসিবল’ ফ্র্যাঞ্চাইজির সপ্তম কিস্তিটি। টম ক্রুজ ছাড়াও এতে দেখা যাবে হেইলি অ্যাটওয়েল, সাইমন পেগ, রেবেকা ফার্গুসন, ভানেসা কিরবি প্রমুখ।

‘মিশন: ইমপসিবল-ডেড রেকনিং পার্ট ওয়ান’–এ অভিনয় করেছেন টম ক্রুজ। ছবি: আইএমডিবি

সিনেমাটিতে দেখা যাবে, আবারও বিপজ্জনক এক মিশনে নেমেছে ইথান হান্ট ও তাঁর দল। লক্ষ্য, বিপজ্জনক এক অস্ত্র ভুল হাতে পড়া থামানো। তারা কি সেটা পারবে? সেটা নিয়েই এগিয়েছে গল্প।

পাস্ট লাইভস
ধরন: সিনেমা
স্ট্রমিং: লায়নসগেট প্লে
দিনক্ষণ: ১৩ অক্টোবর
নোরা ও হে ছোটবেলার বন্ধু। ২০ বছর পর আবার দেখা হয় তাঁদের। দুজনের সম্পর্কের গল্প নিয়েই নির্মিত হয়েছে সিনেমাটি। রোমান্টিক সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির পর বিশ্বব্যাপী ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল।

‘পাস্ট লাইভস’ সিনেমার দৃশ্য। আইএমডিবি

চলমান বুসান চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে সেলিন সং পরিচালিত সিনেমাটি। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন গ্রিটা লি, তেও ইয়ো, জন মাগারো প্রমুখ।

দ্য ফল অব দ্য হাউস অব আশার
ধরন: সিরিজ
স্ট্রিমিং: নেটফ্লিক্স
ধরন: চলমান
এডগার অ্যালান পোর বহুল পঠিত ছোটগল্পের প্রেরণায় হরর ড্রামা সিরিজ। হরর সিনেমা, সিরিজ নির্মাণের জন্য খ্যাত মাইক ফ্লানাগন বানিয়েছেন এটি। আট পর্বের সিরিজটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কারলা গুগিনো, ব্রুস গ্রিনউড, ম্যারি ম্যাকডনেল প্রমুখ।

শান্তি ক্রান্তি
ধরন: সিরিজ
স্ট্রিমিং: সনি লিভ
দিনক্ষণ: ১৩ অক্টোবর
৩০ ছুঁই ছুঁই তিন বন্ধুর গল্প। সবাই মিলে বেরিয়ে পড়ে গোয়ার উদ্দেশে। চাওয়া একটাই, বাইরের নানা সমস্যা থেকে মুক্তি লাভ। কিন্তু আদৌ কি তা হয়? এমন গল্প নিয়েই নির্মিত হয়েছে কমেডি সিরিজটি। প্রথম সিজন মুক্তির পর ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল মারাঠি সিরিজটি।

‘শান্তি ক্রান্তি’ সিরিজের পোস্টার। আইএমডিবি

এবার আসছে দ্বিতীয় কিস্তি। সারাং সাথায়ি ও পাওলা ম্যাকগ্লিন পরিচালিত সিরিজটিতে অভিনয় করেছেন অভয় মহাজন, ললিত প্রভাকর, সাগর যাদব।