অপেক্ষার পালা শেষ, এবার ‘স্কুইড গেম’–এর দ্বিতীয় মৌসুম দেখার পালা। বহুল প্রতীক্ষিত সিরিজটি মুক্তি পাচ্ছে ২৬ ডিসেম্বর।
এর আগে সিরিজের পোস্টার প্রকাশ করেছে নেটফ্লিক্স। পোস্টারের ট্যাগলাইনে লেখা ছিল, ‘খেলা শেষ হবে না’।
২০২১ সালের সেপ্টেম্বরে ‘স্কুইড গেম’–এর প্রথম মৌসুম মুক্তির পর বিশ্বজুড়ে আলোচনার ঝড় ওঠে, মুক্তির মাত্র ২৮ দিনের ব্যবধানে ১ দশমিক ৬ বিলিয়ন ঘণ্টা দেখা হয় সিরিজটি। এমিসহ বেশ কিছু পুরস্কারও পেয়েছে সিরিজটি।
থ্রিলার সিরিজটি রচনা ও পরিচালনা করেছেন হোয়াং ডং-হিউক। প্রথম মৌসুমের মতো দ্বিতীয় মৌসুমেও মূল চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা লি জাং জে। এ ছাড়া প্রথম মৌসুমের অনেকেই থাকবেন।
পাশাপাশি আই এম সিওয়ান, কাং হা নেউল, লি জিন উক, পার্ক গিয়ু ইয়ংসহ আরও অনেকে যুক্ত হয়েছেন।
এর আগে গত আগস্টে নেটফ্লিক্স জানিয়েছিল যে সিরিজটির তৃতীয় মৌসুমেরও কাজ চলছে। সেটি আগামী বছর মুক্তির পরিকল্পনা রয়েছে।