প্রতি সপ্তাহে ওটিটিতে যুক্ত হচ্ছে নতুন নতুন কনটেন্ট। সম্প্রতি মুক্তি পাওয়া, মুক্তির অপেক্ষায় থাকা নতুন ওয়েব সিরিজ, সিনেমা, প্রামাণ্যচিত্র, রিয়েলিটি শোর খবর নিয়ে আমাদের এ নিয়মিত আয়োজন।
উনিশ২০
ধরন: সিনেমা
স্ট্রিমিং: চরকি
দিনক্ষণ: চলমান
সম্পর্কে নয়, কিছু প্রেম বিচ্ছেদে জন্মায়—এই ট্যাগলাইন নিয়ে ১৩ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে আরিফিন শুভ ও বিন্দুর সিনেমা ‘উনিশ২০’। ‘নেটওয়ার্কের বাইরে’খ্যাত নির্মাতা মিজানুর রহমান আরিয়ানের এটি দ্বিতীয় সিনেমা। এটি দুই মেরুর দুই মানুষের গল্প। একজন অন্যজনের থেকে একদম আলাদা। উনিশ-বিশ নয়, তাঁরা যেন উনিশ-উনচল্লিশ। এই রকম দুজন মানুষ যখন সম্পর্কের বাঁধনে ধরা পড়ে, যখন এক ছাদের নিচে আসে, তখন কী হয়? অমিলটাই যেন তাঁদের মিল! বিচ্ছেদটাই যেন তাঁদের প্রেমের সূচনাবিন্দু!
দিলখুশ
ধরন: সিনেমা
স্ট্রিমিং: হইচই
দিনক্ষণ: ১৭ ফেব্রুয়ারি
‘দিলখুশ’ একটি ডেটিং অ্যাপ। এ অ্যাপের মাধ্যমে এক বৃদ্ধের একলা জীবনের সঙ্গে মিলে যায় এক বৃদ্ধার একাকিত্বের গপ্পো। ধীরে ধীরে সামনে আসতে থাকে আরও চরিত্র, বাড়তে থাকে জটিলতা। রাহুল মুখার্জির ছবিটিতে অভিনয় করেছেন অভিষেক চট্টোপাধ্যায়, খরাজ মুখোপাধ্যায়, অপরাজিতা আঢ্য, পরাণ বন্দ্যোপাধ্যায় প্রমুখ।
কার্নিভ্যাল রো
ধরন: সিরিজ
স্ট্রিমিং: আমাজন প্রাইম ভিডিও
দিনক্ষণ: ১৭ ফেব্রুয়ারি
২০১৯ সালে প্রথম কিস্তি মুক্তির প্রায় চার বছর পর মুক্তি পেয়েছে দ্বিতীয়টি। এটিই হতে যাচ্ছে নিও-নোয়া ফ্যান্টাসি ঘরানার সিরিজটির শেষ কিস্তি। ট্র্যাভিস বিচাম ও রেনে ইচেভারিয়ার সিরিজটির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন অরল্যান্ডো ব্লুম ও কারা ডেলেভিন।
দ্য নাইট ম্যানেজার
ধরন: সিরিজ
স্ট্রিমিং: ডিজনি প্লাস হটস্টার
দিনক্ষণ: ১৭ ফেব্রুয়ারি
২০১৬ সালে মুক্তির পর ব্যাপক জনপ্রিয়তা পায় বিবিসির মিনি সিরিজ ‘দ্য নাইট ম্যানেজার’। গতকাল মুক্তি পেয়েছে সিরিজটির হিন্দি রিমেক। সন্দ্বীপ মোদির সিরিজটিতে অভিনয় করেছেন অনিল কাপুর, আদিত্য রায় কাপুর, শোভিতা ধুলিপালা, তিলোত্তমা সোম, শাশ্বত চ্যাটার্জি। প্রেমিকার মৃত্যুর প্রতিশোধ নিতে মরিয়া এক সেনাসদস্যের গল্প নিয়ে এই সিরিজ।
পুওর ডেভিল
ধরন: অ্যানিমেশন সিরিজ
স্ট্রিমিং: এইচবিও ম্যাক্স
দিনক্ষণ: ১৭ ফেব্রুয়ারি
স্ট্যান বছর আঠারোর তরুণ। বাবা তাকে দুনিয়ায় পাঠায় পৃথিবী ধ্বংস করতে। কিন্তু জীবন নিয়ে তার অন্য রকম কিছু পরিকল্পনা আছে। এমন গল্প নিয়েই তৈরি হয়েছে স্প্যানিশ সিরিজটি।