‘রুমি’ সিরিজে সিরিজে চঞ্চল চৌধুরীকে সিআইডি কর্মকর্তা রুমির চরিত্রে দেখা গেছে
‘রুমি’ সিরিজে সিরিজে চঞ্চল চৌধুরীকে সিআইডি কর্মকর্তা রুমির চরিত্রে দেখা গেছে

এসে গেছে ‘রুমি’

হইচইয়ের ‘তাকদীর’, ‘কারাগার’ সিরিজে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। এই ঈদুল ফিতরে অন্ধ গোয়েন্দা চরিত্রে হাজির হলেন তিনি।
বৃহস্পতিবার বাংলাদেশে ঈদ পালন করা হবে। ঈদের আগের দিন আজ বুধবার মুক্তি পেয়েছে ভিকি জাহেদের ওয়েব সিরিজ ‘রুমি’। এবারই প্রথম ভিকির কাজে দেখা দিলেন চঞ্চল।

বুধবার সকালে হইচই বাংলাদেশের পেজে এক ঘোষণায় লিখেছেন, ‘অপেক্ষার পালা শেষ হলো, রুমি এবার চলেই এল।’

এই সিরিজের চঞ্চল ছাড়াও রিকিতা নন্দিনী শিমু, সজলসহ অনেককেই দেখা গেছে

সিরিজে চঞ্চল চৌধুরীকে সিআইডি কর্মকর্তা রুমির চরিত্রে দেখা গেছে। যিনি এক দুর্ঘটনায় চোখ হারান, এরপর অদ্ভুত সব স্বপ্ন দেখতে থাকেন।

তাঁর স্বপ্নের সূত্র ধরেই একটি হত্যা মামলা সমাধানে নামেন রুমি। সেই সূত্র মামলার সমাধান করবে, নাকি আরও জট পাকাবে—প্রশ্নের উত্তর পেতে সিরিজটি দেখতে হবে।
এই সিরিজে চঞ্চল ছাড়াও রিকিতা নন্দিনী শিমু, সজলসহ অনেককেই দেখা গেছে।