কী দেখবেন, কোথায় দেখবেন

প্রতি সপ্তাহে ওটিটিতে যোগ হচ্ছে নতুন নতুন কনটেন্ট। নতুন ওয়েব সিরিজ, সিনেমা, প্রামাণ্যচিত্র, রিয়েলিটি শোর খবর নিয়ে আমাদের এ নিয়মিত আয়োজন।

‘ব্রানসন’–এর পোস্টার
ছবি : সংগৃহীত

ব্রানসন
ধরন: তথ্যচিত্র
স্ট্রিমিং: এইচবিও ম্যাক্স
দিনক্ষণ: ১ ডিসেম্বর
ব্রিটিশ ধনকুবের ও উদ্যোক্তা রিচার্ড ব্রানসনের জীবন নিয়ে নির্মিত তথ্যচিত্র সিরিজ। গত বছরের জুলাইতে ব্রানসন প্রথম যাত্রী হিসেবে নিজের মহাকাশ যান নিয়ে মহাশূন্যে যাত্রা করে ইতিহাস গড়েন। চার পর্বের সিরিজে নিজের উদ্যোগ, স্বপ্ন, ঝুঁকি ইত্যাদি নানা প্রসঙ্গে কথা বলেছেন তিনি।

‘সুরাল: দ্য ভোরটেক্স’–এর পোস্টার

ভাধান্ধি: দ্য ফেবল অব ভেলোনি
ধরন: সিরিজ
স্ট্রিমিং: আমাজন প্রাইম ভিডিও
দিনক্ষণ ২ ডিসেম্বর
‘বিক্রম বেদা’খ্যাত ভারতের আলোচিত নির্মাতা দম্পতি পুষ্কর ও গায়েত্রী। চলতি বছর ব্যাপক জনপ্রিয়তা পায় তাঁদের লেখা সিরিজ ‘সুরাল: দ্য ভোরটেক্স’। আবারও একই প্ল্যাটফর্মের জন্য নতুন মিস্ট্রি, থ্রিলার সিরিজ নিয়ে হাজির তাঁরা। আট পর্বের এই সিরিজেও মার্ডার-মিস্ট্রি ঘরানার। অ্যান্ড্রু লুইস পরিচালিত সিরিজে দেখা যাবে এস জে সূর্য, লায়লা, সাঞ্জানকে। তামিল ছাড়াও তেলেগু, হিন্দি, কন্নড় ও মালয়লামে মুক্তি পাবে সিরিজটি।

‘দ্য মাস্কড স্ক্যামার’–এর পরিচালনা করেছেন ডোমিনিক সিভইয়ার ও ইভান ইগাচি

দ্য মাস্কড স্ক্যামার
ধরন: তথ্যচিত্র
স্ট্রিমিং: নেটফ্লিক্স
দিনক্ষণ: ১ ডিসেম্বর
নানা কৌশলে ফরাসি অভিজাত শ্রেণির লাখ লাখ ইউরো হাতিয়ে নিয়েছেন এক প্রতারক। সত্যিকারের এ অপরাধের ঘটনা নিয়ে নির্মিত তথ্যচিত্র। পরিচালনা করেছেন ডোমিনিক সিভইয়ার ও ইভান ইগাচি।

‘ইন্ডিয়া লকডাউন’ পরিচালনা করেছেন মধুর ভান্ডারকর

ইন্ডিয়া লকডাউন
ধরন: সিনেমা
স্ট্রিমিং: জি ফাইভ
দিনক্ষণ: ২ ডিসেম্বর
মধুর ভান্ডারকর পরিচালিত ড্রামা ঘরানার সিনেমাটি সরাসরি ওটিটিতে মুক্তি পাচ্ছে। এতে অভিনয় করেছেন শ্বেতা বসু প্রসাদ, আহানা কুমরা, প্রতীক বাব্বর।