এই সময়ের বন্ধুত্বের গল্পে বিঞ্জ অরিজিনাল সিরিজ ‘ফ্রেঞ্জি’ নির্মাণ করেছেন তরুণ নির্মাতা জাহিদ প্রীতম। সিরিজটি ২০ নভেম্বর মুক্তি পাবে।
এর আগে ‘বুকপকেটের গল্প’, ‘তিলোত্তমা’ নির্মাণ করে পরিচিতি পেয়েছেন নির্মাতা জাহিদ প্রীতম। এবার ফ্রেঞ্জি নিয়ে আসছেন তিনি। গতকাল প্রথম আলোকে তিনি বলেন, ‘ফ্রেঞ্জি মানে উন্মাদনা, পাগলামো। গল্পটা এখনকার বন্ধুত্বের গল্প। বন্ধুত্বের পাশাপাশি এই গল্পে দেখা মিলবে নতুন কিছু চরিত্রের।’
সিরিজে একদল তরুণের জীবনের সুখ-দুঃখের পাশাপাশি রিলেশনশিপ, সিচুয়েশনশিপকেও পর্দায় তুলে আনছেন তিনি। হাসিব হাসান চৌধুরীর ‘ফ্ল্যাট ১৪৩’ গল্প অবলম্বনে সিরিজের চিত্রনাট্যও করেছেন জাহিদ প্রীতম। এটি প্রযোজনা করেছেন উম্মে খাইরুন ইসলাম।
নির্মাতা বলেন, ‘নতুনত্ব সব সময় আমাকে টানে। এই প্রথম আমি আমার কমফোর্ট জোনের সিচুয়েশনাল স্যাটায়ার, ফিল গুড জনরায় কাজ করলাম। এটি আমার কাছে একমদই নতুন অভিজ্ঞতা।’
এই সিরিজে আইশা খান, আবু হুরায়রা তানভীর, পার্থ শেখ, মীর রাব্বি, সাবরিন আজাদ, বুশরা, টুইংক ক্যারল, রেহনুমা ঐশী, অঙ্কিতা বর্মণ, আহমেদ ইশতিয়াক, শাহেদ আলী, দীপা খন্দকার, শোয়েব মনির, মিলি বাশারসহ অনেক অভিনেতা রয়েছেন।