কী দেখবেন, কোথায় দেখবেন

প্রতি সপ্তাহে ওটিটিতে যুক্ত হচ্ছে নতুন নতুন কনটেন্ট। নতুন ওয়েব সিরিজ, সিনেমা, প্রামাণ্যচিত্র, রিয়েলিটি শোর খবর নিয়ে আমাদের এ নিয়মিত আয়োজন।

হ্যারি অ্যান্ড মেগান
ধরন: তথ্যচিত্র
স্ট্রিমিং: নেটফ্লিক্স
দিনক্ষণ: ৮ ডিসেম্বর
ব্রিটিশ রাজপুত্র প্রিন্স হ্যারি ও রাজবধূ মেগান মার্কলের দাম্পত্যজীবন, রাজপরিবারের সঙ্গে সম্পর্কসহ নানা বিষয়ের খোলামেলা বয়ান নিয়ে বহুল প্রতীক্ষিত তথ্যচিত্র।

ছয় পর্বের তথ্যচিত্র ‘হ্যারি অ্যান্ড মেগান’

ছয় পর্বের তথ্যচিত্রটি দুই কিস্তিতে মুক্তি পাচ্ছে নেটফ্লিক্সে। প্রথম কিস্তি মুক্তির পর প্রশংসা পাচ্ছে, দ্বিতীয়টি মুক্তি পাবে ১৫ ডিসেম্বর।

‘যশোধা’র পোস্টারে সামান্থা

যশোধা
ধরন: সিনেমা
স্ট্রিমিং: আমাজন প্রাইম ভিডিও
দিনক্ষণ: ৯ ডিসেম্বর
সামান্থা রুথ প্রভুর তেলেগু অ্যাকশন-থ্রিলার ছবিটি গত নভেম্বরে প্রেক্ষাগৃহে মুক্তি পায়। প্রেক্ষাগৃহে মোটামুটি ব্যবসা করলেও মুক্তির আগেই নানা সত্ত্ব থেকে বাজেটের চেয়ে বেশি অর্থ তুলে নেয় হরি-হরিষ পরিচালিত এই সিনেমা। এবার ওটিটিতে মুক্তি পেয়েছে সিনেমাটি।

‘ব্লার’ দিয়ে প্রযোজক হিসেবে অভিষেক হয়েছে তাপসী পান্নুর

ব্লার
ধরন: সিনেমা
স্ট্রিমিং: জিফাইভ
দিনক্ষণ: ৯ ডিসেম্বর
২০১০ সালে মুক্তি পাওয়া স্প্যানিশ ছবি ‘জুলিয়াজ আইজ’-এর হিন্দি রিমেক। অজয় বেহেল পরিচালিত এই হরর-থ্রিলার দিয়েই প্রযোজক হিসেবে অভিষেক হয়েছে তাপসী পান্নুর। ছবিটি সরাসরি ওটিটিতে মুক্তি পেয়েছে। ছবিটিতে প্রযোজনার পাশাপাশি অভিনয়ও করেছেন তাপসী। এ ছাড়া দেখা যাবে গুলশান দেবাইয়াকে।

‘সাউথ সাইড’–এর পোস্টার

সাউথ সাইড
ধরন: সিরিজ
স্ট্রিমিং: এইচবিও ম্যাক্স
দিনক্ষণ: ৮ ডিসেম্বর
মার্কিন সিচুয়েশন কমেডি সিরিজটির তৃতীয় সিজন মুক্তি পেয়েছে গত বৃহস্পতিবার। স্নাতক শেষ করা দুই বন্ধু ব্যবসায় সাফল্য পেতে নানা ফন্দি করে। শেষ পর্যন্ত কি তারা সফল হয়? এটি নিয়েই সিরিজটির গল্প। প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন সুলতান সালাহউদ্দিন ও করিমি ইয়ং।