কোভিডের কারণে লকডাউন চলছে। তখনই ওটিটি প্ল্যাটফর্ম হুলুতে মুক্তি পায় মিনি সিরিজ ‘নরমাল পিপল’। ২০২০ সালের ২৬ এপ্রিল মুক্তির পর ব্রিটিশ সিরিজটি ব্যাপক জনপ্রিয়তা পায়। সারা দুনিয়ার তরুণেরা বুঁদ ছিলেন সিরিজটিতে। ‘নরমাল পিপল’ এতটাই জনপ্রিয় যে মুক্তির চার বছর পরও সিরিজটি নিয়ে কথা বলতে হয় এর অভিনয়শিল্পীদের। এবার সিরিজটিতে নগ্ন দৃশ্যে অভিনয় করা নিয়ে কথা বললেন পল মেসক্যাল। খবর ভ্যারাইটির
‘নরমাল পিপল’ দিয়ে রাতারাতি তারকা বনে যান পল মেসক্যাল আর ডেইজি এগার-জোন্স। মেসকালের ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেয় সিরিজটি। রোমান্টিক সিরিজটিতে বেশ কয়েকটি ঘনিষ্ঠ দৃশ্য ছিল, একটি দৃশ্যে পুরোপুরি নগ্ন দেখা যায় ডেইজি এগার-জোন্স আর পল মেসক্যালকে।
এই আইরিশ অভিনেতা এখন আলোচনায় ‘গ্ল্যাডিয়েটর ২’ সিনেমায় অভিনয় করে। সম্প্রতি জনপ্রিয় টিভি অনুষ্ঠান ‘স্যাটারডে নাইট লাইভ’ সঞ্চালনা করেন মেসক্যাল। অনুষ্ঠানের ৫০তম মৌসুমে বিশেষ অতিথি হিসেবে সঞ্চালনা করেন তিনি, সেখানেই কথা বলেন ‘নরমাল পিপল’-এর নগ্ন দৃশ্য নিয়ে।
অনুষ্ঠানের একপর্যায়ে নিজের কাজ নিয়ে একটি সংকলিত ভিডিও দর্শকদের দেখান মেসক্যাল। এর মধ্যে ছিল ‘নরমাল পিপল’-এর কিছু দৃশ্যও।
যা দেখতে দেখতে তিনিও হেসে ওঠেন, হাসি সংক্রমিত হয় দর্শকদের মধ্যেও।
পল মেসক্যাল বলেন, ‘আপনারা বুঝতেই পারছেন আবেগের দৃশ্য করতে আমি অস্বস্তিতে ভুগি না। যেকোনো ধরনের আবেগের দৃশ্য, অন্তরঙ্গ দৃশ্য বা পর্দায় নগ্ন হওয়া নিয়ে আমি ভীত নই।
তবে আমার সাম্প্রতিক সিনেমা “গ্ল্যাডিয়েটর ২” ভিন্ন ধরনের। এবার আমি বড় পরিসরের একটি অ্যাকশন সিনেমায় অভিনয় করেছি।’
মেসক্যাল জানান, ‘স্যাটারডে নাইট লাইভ’ অনুষ্ঠানটি তাঁর নিজেরও খুব পছন্দের। ছোটবেলা থেকে অনুষ্ঠানটি দেখে আসছেন, সেই অনুষ্ঠান সঞ্চালনার সুযোগ পেয়ে তিনি খুবই আনন্দিত।