দুই দশকের বেশি অভিনয়জীবন অপূর্বর। এই দীর্ঘ সময়ে একটি মাত্র চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। ‘গ্যাংস্টার রিটার্নস’ নামের সেই ছবির অভিজ্ঞতা অপূর্বর জন্য মোটেও সুখকর ছিল না। তবে এরপর তাঁকে নিয়ে একাধিক প্রযোজক পরিচালক চলচ্চিত্র বানানোর আগ্রহ প্রকাশের খবর শোনা গিয়েছিল। কিন্তু কোনোটিকে হ্যাঁ বলেননি। গত বছরের সেপ্টেম্বরে যখন রাজি হলেন, তা আর বাংলাদেশে ছিল না। ভারতের পশ্চিমবঙ্গের প্রযোজক ও পরিচালকের আগ্রহে সেখানকার ছবিতে কাজের জন্য কথাবার্তা বলেন অপূর্ব। এরপর গল্প পছন্দ হলে ছবিটিতে অভিনয় করতে সম্মত হন। এবার জানা গেল, ছবিটি মুক্তির জন্য পুরোপুরি প্রস্তুত। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ডিসেম্বরে ‘চালচিত্র’ নামের এই ছবি মুক্তি পাবে।
পশ্চিমবঙ্গের পরিচালক প্রতীম ডি গুপ্তর ‘চালচিত্র’ সিনেমা দিয়েই টালিউডে অভিষেক হচ্ছে ঢাকার অপূর্বর। গত বছর শুটিং শেষ হলেও এত দিন সিনেমাটির মুক্তি নিয়ে কোনো তথ্য পাওয়া যাচ্ছিল না। অবশেষে সুখবরটি ‘চালচিত্র’ সিনেমার প্রযোজক ফিরদৌসুল হাসান এভাবেই জানিয়েছেন, এ বছরের বড়দিনে পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ইনভেস্টিগেটিভ থ্রিলারটি। ‘চালচিত্র’ ছবিতে পুলিশ কর্মকর্তার ভূমিকায় দেখা যাবে চার অভিনয়শিল্পী টোটা রায়চৌধুরী, অনির্বাণ চক্রবর্তী, শান্তনু মাহেশ্বরী ও ইন্দ্রজিৎ বসু। আরও আছেন রাইমা সেন ও স্বস্তিকা দত্ত। গতকাল প্রকাশ করা হয় এসব চরিত্রের ফার্স্টলুক। এতে অপূর্বকে দেখা যাচ্ছে লাল পাঞ্জাবিতে, গালভর্তি দাড়ি। কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে আছেন।
জানা গেছে, ‘চালচিত্র’ সিনেমায় অপূর্ব অভিনয় করেছেন একটি রহস্যময় চরিত্রে। নির্মাতা প্রতীম জানিয়েছেন, সিনেমার গল্প কলকাতা শহরকে কেন্দ্র করে। পূজার আগে শহরে একের পর এক মেয়ে খুন হচ্ছে। কলকাতা পুলিশের গোয়েন্দা শাখার একদল অফিসার এ সিরিয়াল কিলিংয়ের তদন্তে নামে। তদন্ত করতে গিয়ে দেখা যায়, খুনের পরে যেভাবে শরীরগুলো সাজিয়ে রাখা হচ্ছে, তার সঙ্গে ১২ বছরের পুরোনো এক মামলার মিল খুঁজে পাওয়া যায়। রহস্য উদ্ঘাটনে সাহায্যের হাত বাড়িয়ে দেয় এক রহস্যময় পুরুষ। এমনই একটি চরিত্রে অভিনয় করেছেন অপূর্ব।
সিনেমাটি নিয়ে অপূর্ব সংবাদমাধ্যমকে বলেন, ‘এটা তো থ্রিলার। একধরনের লুকোচুরি খেলা চলতে থাকবে গল্পজুড়ে। গল্প নিয়ে কিছু বলা নিষেধ আছে। শুধু এটুকু বলি, অসাধারণ গল্প। দারুণ টিম। আমরা চমৎকার পরিবেশে কাজ করেছি। এ ধরনের একটি বড় কাজে যুক্ত হতে পেরে আমি খুবই খুশি। যেন নিজের অভিনয় দিয়ে বাংলাদেশের মান রাখতে পারি, দর্শকের মন জয় করতে পারি।’ নির্মাতা জানিয়েছেন, ‘চালচিত্র’ থ্রিলার হলেও পারিবারিক সম্পর্ক আর আবেগের প্রতি বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। সিনেমার অ্যাকশনের দিকেও দেওয়া হয়েছে বিশেষ মনোযোগ। প্রযোজক ফিরদৌসুল হাসান বলেন, ‘মূলত “কপ” মুভির মতো তৈরি করতে চেয়েছি “চালচিত্র”।’