ছুটির দিনে ঘরে বসেই দেখে নিতে পারেন রহস্য-রোমাঞ্চে ভরপুর এই সিরিজগুলো। কোলাজ
ছুটির দিনে ঘরে বসেই দেখে নিতে পারেন রহস্য-রোমাঞ্চে ভরপুর এই সিরিজগুলো। কোলাজ

ছুটির দিনে দেখে নিন রহস্য-রোমাঞ্চে ভরপুর এই দেশি সিরিজগুলো

ছুটির দিনে ঘর থেকে বের হতে ইচ্ছে করছে না? আবার কিছু না করেও বসে থাকতে মন চাচ্ছে না। তাহলে ঘরে বসেই দেখে নিতে পারেন রহস্য-রোমাঞ্চে ভরপুর এই সিরিজগুলো। চরকি, হইচই, আইস্ক্রিনে মুক্তি পাওয়া চলতি বছরের এই প্রশংসিত সিরিজগুলো মোটেও আপনার দিনটি মাটি হতে দেবে না।

‘রঙিলা কিতাব’
হঠাৎ খুন হয়ে যান এলাকার এমপি সাজু মিয়া। খুন হওয়ার দায়ে ফেঁসে যায় এককালের জাঁদরেল সন্ত্রাসী প্রদীপ। কিন্তু প্রদীপ অনেক আগেই ছেড়ে দিয়েছে অন্ধকার এ পথ। স্ত্রী সুপ্তিকে নিয়ে সে সুখের সংসার শুরু করে। ঘটনার জেরে খুনের দায় মাথায় নিয়ে শুরু হয় সুপ্তি আর প্রদীপের নতুন এক যুদ্ধ। গর্ভবতী সুপ্তির জন্য এ যাত্রা হয়ে ওঠে আরও কঠিন। কিন্তু বিপদ যেন পিছু ছাড়ে না তাদের।

‘রঙিলা কিতাব’ সিরিজে প্রদীপ ও সুপ্তির চরিত্রে অভিনয় করেছেন মোস্তাফিজ নুর

শেষ পর্যন্ত কী হয় জানতে হলে দেখতে হবে কিঙ্কর আহসানের উপন্যাস থেকে নির্মিত অনম বিশ্বাসের ক্রাইম থ্রিলার ‘রঙিলা কিতাব’। মুখ্য চরিত্রে অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান ও পরীমনি। দেখতে পারবেন স্ট্রিমিং প্ল্যাটফর্ম হইচইয়ে। টান টান নির্মাণের সঙ্গে এই সিরিজের বড় পাওয়া অ্যাকশন দৃশ্য।

‘চক্র’
ভিন্নধর্মী ডার্ক থ্রিলার ঘরানার সিরিজ ‘চক্র’। ময়মনসিংহের আদম পরিবারের ৯ সদস্য একসঙ্গে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। রহস্যজনক এ ঘটনার পেছনের কারণ খুঁজতে থাকেন মনোবিজ্ঞানের শিক্ষক হুমায়ূন।

‘চক্র’ সিরিজের দৃশ্য। নির্মাতার সৌজন্যে

এদিকে তাঁর ছাত্রী লুবনার পরিবার ধীরে ধীরে জড়িয়ে পড়তে থাকে ভয়ংকর আর অনৈতিক সব কাজে। নিজের পরিবারের লোকজনকেই যেন আর চিনতে পারে না লুবনা। পরিবারকে বাঁচাতে লুবনা সাহায্য চায় হ‌ুমায়ূনের। লুবনা কি পারে তার পরিবারকে বাঁচাতে নাকি নিজেই হয়ে যায় সেই ভয়ংকর দুনিয়ার শিকার? ভিকি জাহেদ পরিচালিত এ সিরিজের মুখ্য চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব ও তাসনিয়া ফারিণ। এটা দেখতে পারেন ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে। ডার্ক ঘরানার সিরিজ নির্মাণে সিদ্ধহস্ত ভিকি, ‘চক্র’ তারই প্রমাণ। এর মধ্যেই এসেছে সিরিজটির দ্বিতীয় মৌসুমের ঘোষণা।

‘গোলাম মামুন’–এ কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব। ছবি: ফেসবুক

‘গোলাম মামুন’
গোলাম মামুন পুলিশ অফিসার। সহকর্মী ও বন্ধু সাকিবের কথামতো এক জায়গায় তার সঙ্গে দেখা করতে যায় সে। পরদিন সকালে পাওয়া যায় সাকিবের বউ তানিয়ার লাশ। অন্য জায়গায় পাওয়া যায় আরেকটি লাশ। সবাই ধারণা করতে থাকে, গোলাম মামুনই খুনি। আবার তার পরদিন তার বন্ধু সাকিবের লাশও পাওয়া যায়। সন্দেহের সব তির মামুনের দিকে থাকায় সে বারবার বোঝানোর চেষ্টা করেও ব্যর্থ হয়—সে নির্দোষ। মামুন কি পারবে নিজেকে নির্দোষ প্রমাণ করতে, নাকি অতীতের কোনো ঘটনার সঙ্গে যুক্ত তাকে ফাঁসিয়ে দেওয়ার এ চেষ্টা? জানতে হলে দেখতে পারেন শিহাব শাহীন পরিচালিত এই সিরিজ। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন অপূর্ব ও সাবিলা নূর। ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে দেখা যাবে সিরিজটি। গত বছর একই প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া ‘বুকের মধ্যে আগুন’-এর স্পিন-অব সিরিজ এটি। গল্প চেনা ছকে এগোলেও টান টান নির্মাণ, অ্যাকশন আর অপূর্ব-সাবিলার অভিনয়ের গুণে জনপ্রিয়তা পায় সিরিজটি।

‘আধুনিক বাংলা হোটেল’
‘আধুনিক বাংলা হোটেল’ সিরিজটিতে রয়েছে তিনটি ভিন্ন স্বাদের ভূতের গল্প। ভূতের গল্প হলেও অহেতুক ভয় দেখানোর কোনো উপাদান নেই এই সিরিজে। এখানে কোনো গল্প আপনাকে নিয়ে যাবে ছোটবেলার সেই গা ছমছমে গ্রামীণ পরিবেশে। কোনোটা দেখে মনে হবে, শহুরে ভূতেরা বুঝি এ রকম হয়! আবার কোনোটার কাহিনি ভূতের গল্পের চেয়েও ভয়ংকর।

‘হাঁসের সালুন’–এর দৃশ্য। চরকি

তিনটি গল্পেই প্রধান চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। কাজী আসাদের পরিচালনায় সিরিজটি দেখতে পারবেন ওটিতে প্ল্যাটফর্ম চরকিতে। শরীফুল হাসানের গল্প অবলম্বনে নির্মিত সিরিজটির বড় পাওয়া মোশাররফ করিমের অভিনয়।

‘রুমি’
‘রুমি’ দৃষ্টিশক্তি হারিয়ে ফেলা গোয়েন্দার গল্প। তিনি এক দুর্ঘটনায় চোখ হারান। পরে তিনি দেখতে থাকেন অদ্ভুত সব স্বপ্ন। সেসব স্বপ্নের সূত্র ধরে একটি হত্যা মামলার সমাধানে নামেন রুমি। তিনি কি পারেন সে মামলার সমাধান করতে, নাকি উন্মোচিত হয় আরও কোনো অমীমাংসিত রহস্য?

‘রুমি’ সিরিজে চঞ্চল চৌধুরী

ভিকি জাহিদের পরিচালনায় ‘রুমি’ সিরিজের প্রধান চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। সিরিজটি দেখতে পারবেন ওটিটি প্ল্যাটফর্ম হইচই থেকে। চঞ্চল চৌধুরীর অভিনয় সিরিজটির বড় প্রাপ্তি।

‘কালপুরুষ’
সময় পরিভ্রমণ নিয়ে রহস্যে ঘেরা ওয়েব সিরিজ ‘কালপুরুষ’। পার্কে হাঁটতে গিয়ে খুন হয়ে যান এক নারী। সেই খুনের ঘটনার তদন্ত করতে নামেন পুলিশ অফিসার মিরাজ। তদন্ত করতে গিয়ে অদ্ভুত এক ফোন কল এবং সিসিটিভির ফুটেজে খোঁজ পাওয়া যায় রহস্যময় ব্যক্তি শেহজাদ চৌধুরীর।

‘কালপুরুষ’–এ নাঈম ও তানজিকা। ছবি : চরকির সৌজন্যে

তিনি কি কোনোভাবে খুনের সঙ্গে জড়িত, নাকি ঘটনা অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য তাঁর উপস্থিতি? সালজার রাহমানের পরিচালনায় ‘কালপুরুষ’ সিরিজের প্রধান চরিত্রে অভিনয় করেছেন এস এফ নাঈম, চঞ্চল চৌধুরী, তানজিকা আমিন।

সিরিজটি দেখা যাবে ওটিটি প্লাটফর্ম চরকিতে। দেশে এ ধরনের গল্প নিয়ে খুব বেশি সিরিজ হয় না। সেদিক থেকে উজ্জ্বল ব্যতিক্রম ‘কালপুরুষ’। সিরিজজুড়েই একটা ধূসর আবহ দর্শককে ভিন্ন অভিজ্ঞতা দেবে। সঙ্গে প্রধান চরিত্রে নাঈমের অভিনয়ও ছিল দুর্দান্ত।