গল্পটা গুপ্তধন খোঁজার। তবে বন্ধুত্ব, প্রেম, রহস্য আর অ্যাডভেঞ্চারের মিশেল, এটিকে নিয়ে গেছে ভিন্নমাত্রায়। মুক্তির পর থেকেই সিরিজটিতে বুঁদ সারা দুনিয়ার তরুণেরা। গত মাসে মুক্তি পেয়েছে সিরিজটির চতুর্থ মৌসুম। পঞ্চম মৌসুম দ্রুত নিয়ে আসতে এখন থেকেই তাড়া দিচ্ছেন ভক্তরা। কেন এই সিরিজটি নিয়ে এত আলোচনা? আইএমডিবি, ভ্যারাইটি অবলম্বনে সেটাই জানার চেষ্টা করা যাক।
ড্রামা, অ্যাকশন ঘরানার সিরিজটির নাম ‘আউটার ব্যাংকস’। ২০২০ সালের ১৫ এপ্রিল নেটফ্লিক্সে মুক্তি পায় সিরিজটির প্রথম মৌসুম। তখন কোভিড চলছিল। দ্রুতই সিরিজটিকে আপন করে দেন ঘরবন্দী দর্শকেরা।
এরপর এসেছে এর আরও তিনটি মৌসুম। সবশেষ চতুর্থ মৌসুম মুক্তি পেয়েছে গত ১০ অক্টোবর।
সমালোচকেরা বলছেন, রোমাঞ্চকর গল্প আর দুর্দান্ত পরিচালনা সিরিজটির জনপ্রিয়তার কারণ। রটেন টমাটোজের এক সমালোচক লিখেছেন, সিরিজটিতে অনেক অতিরঞ্জন থাকলেও গল্পের পরতে পরতে রোমাঞ্চের কারণেই দেখতে বিরক্ত লাগে না। সিরিজটিতে এক দ্বীপের গল্প দেখানো হয়েছে। গ্রীষ্মের ছুটিতে সমুদ্র, দ্বীপ আর বন্ধুত্বের গল্প দেখতে আগ্রহী হয়ে উঠেছেন দর্শকেরা।
‘আউটার ব্যাংকস’-এ অভিনয় করে আলোচনায় এসেছেন বেশ কয়েকজন তরুণ অভিনয়শিল্পী। তাঁদের মধ্যে আছেন চেজ স্ট্রোকস, ম্যাডেলিন ক্লিন, ম্যাডিসন বেইলি, জনাথন ডেভিস।
গত মাসে মুক্তি পাওয়া সিরিজটির চতুর্থ মৌসুম প্রথমটির মতো দর্শকের মন ভরাতে পারেনি। তবে এত দিন ধরে সিরিজটির পাত্র–পাত্রীরা হয়ে উঠেছেন দর্শকদের ‘কাছের মানুষ’; তাই ‘আউটার ব্যাংকস’ নিয়ে তাঁদের আগ্রহের কমতি নেই।
কিছুদিন আগেই নেটফ্লিক্স আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছে ‘আউটার ব্যাংকস’-এর পঞ্চম কিস্তি আসবে। তবে সঙ্গে দিয়েছেন একটি দুঃসংবাদও। এটিই হতে যাচ্ছে সিরিজটির শেষ মৌসুম।