মাঝরাতে ‘ষ’-এর সবাই

‘ষ’-এর অভিনয় শিল্পী ও কলাকুশলীদের সঙ্গে চরকির প্রধান পরিচালন কর্মকর্তা রেদওয়ান রনি, নির্মাতা নুহাশ হুমায়ূন, দারাজ-আলীবাবা গ্রুপের প্রধান বিপণন কর্মকর্তা তাজদীন হাসান
ছবি: চরকির সৌজন্যে

ভৌতিক কাহিনিনির্ভর ওয়েব সিরিজ ষ বানিয়েছেন নুহাশ হুমায়ূন। এ কারণেই কি মাঝরাতে অভিনয়শিল্পী ও কলাকুশলীদের নিয়ে করতে হলো মিলনমেলা! জিনকে দেখা গেল না কোথাও, নেই মিষ্টি বিক্রেতাও। তবে মিষ্টি ছিল, পেতনিও ছিল। হয়েছিল অনেক আনন্দ।

নীল হুরেজাহান, মোরশেদ মিশু ও সাঈদা তাসলিমা

বৃহস্পতিবার দিবাগত মাঝরাতে রাজধানীর মাদানী অ্যাভিনিউয়ের শেফস টেবিল কোর্টসাইডে বসেছিল এই সমারোহ। ষ-এর সঙ্গে মিলিয়ে অদ্ভুতুড়ে এক আমন্ত্রণপত্রযোগে সবাইকে ডেকে নিয়ে যাওয়া হয়। সে রাতের ১০টা ৫৯ মিনিটে অবমুক্ত হয় অমনিবাস ধারাবাহিক ষ-এর তৃতীয় পর্ব লোকে বলে। পর্বের অভিনয়শিল্পী সাঈদা তাসলিমা ও মোরশেদ মিশু জানালেন নিজেদের অভিনয়ের অভিজ্ঞতা আর বললেন, বাড়ি গিয়েই যেন সবাই দেখে ফেলেন, লোকে কী বলে।

সঞ্চালক নীল হুরেজাহান, সোহেল মণ্ডল ও শিরিন শিলা

৭ এপ্রিল মুক্তি পেয়েছিল ষ-এর প্রথম পর্ব এই বিল্ডিংয়ে মেয়ে নিষেধ। এরপর ১৪ এপ্রিল মিষ্টি কিছু। ২৮ এপ্রিল মুক্তি পাবে নিশির ডাক। এটি চরকির প্রথম সাইকোলজিক্যাল হরর সিরিজ, যেটি লুফে নিয়েছেন দর্শক। ব্যাপারটা নির্মাতা ও প্রযোজকদের জন্য সত্যিই আনন্দের। বিনা মূল্যের অনলাইন কনটেন্টের যখন মেলা বসেছে, তখন ন্যায্যমূল্যে মানের জিনিস কিনে দেখছেন মানুষ, এটা উদ্‌যাপন না করে পারা যায়? এ জন্যই নিশিতে ডাক পড়ে সবার। তবে ভয়ের বদলে বিমল আনন্দে রঙিন হয়ে ওঠে রাতটি।

নুহাশ হুমায়ূন

নীল হুরেজাহানের উপস্থাপনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন চলচ্চিত্র নির্মাতা ও চরকির প্রধান পরিচালন কর্মকর্তা রেদওয়ান রনি, নাট্যনির্মাতা নুহাশ হুমায়ূন, দারাজ-আলিবাবা গ্রুপের প্রধান বিপণন কর্মকর্তা তাজদীন হাসান, সহপ্রযোজক মাসুদুল আমিন, অভিনেতা সোহেল মণ্ডল, শিরিন শিলা, কাজী নওশাবা আহমেদ, প্রীতম হাসান, মাসুদা খান প্রমুখ। উপস্থিত ছিলেন পেট কাটা ষ-এর অন্য শিল্পী-কলাকুশলী, সহপ্রযোজনা প্রতিষ্ঠান এ ফর অ্যাকশন, দারাজ ও চরকির কর্মকর্তারা।