নাটকের জুটি ওয়েব ফিল্মে

ভালো চরিত্র ও গল্পে মেহজাবীনের আগ্রহ
চরকির সৌজন্যে

দুই মাস নাটকে কাজ করবেন না মেহজাবীন চৌধুরী! নাটকের জনপ্রিয় অভিনেত্রীর এমন ঘোষণা, ভাবা যায়! ভক্তদের মধ্যে এই খবর আগুনের মতো ছড়িয়ে গেল। কেউ ভাবল, তিনি কাজ ছেড়ে দিচ্ছেন, আর কাজ করবেন না, বিয়ে করে ফেলেছেন ইত্যাদি। কিন্তু এই সময়ে কী করেছিলেন মেহজাবীন, তার উত্তর মিলবে আজ।
দীর্ঘদিন টেলিভিশন নাটকে কাজ করেছেন। প্রশংসায় তাঁর ঝুলি উপচে পড়ছে বললে অত্ত্যুক্তি হয় না। এবার নতুন মাধ্যমে স্বাদ নেওয়ার পালা। প্রথম কাজ। তাই মনযোগটাও বেশি। সঙ্গী তাঁর টেলিভিশন নাটকের দীর্ঘদিনের সহশিল্পী আফরান নিশো। আগেই ‘মরীচিকা’ ওয়েব সিরিজ দিয়ে নিশো অবশ্য জানিয়ে দিয়েছিলেন ওটিটিতেও সাড়া ফেলতে আসছেন তিনি। নাটকের জনপ্রিয় এই জুটিকে প্রথম ওয়েব ফিল্মে আনল চরকি অরিজিনাল ‘রেডরাম’। পরিচালনার দায়িত্ব ভিকি জাহেদের কাঁধে।
জনপ্রিয় গায়ক সোহেল মারা গেছেন। সেই হত্যাকাণ্ড তদন্ত করতে যুক্ত হন তাঁরই পুরোনো বন্ধু সিআইডি কর্মকর্তা রাশেদ। সন্দেহের তালিকায় আছে সোহেলের স্ত্রী নীলাসহ পরিবারের আরও অনেক সদস্য। রাশেদের তদন্তে একে একে বেরিয়ে আসতে থাকে অতীতের কালো সত্য।

ওয়েব কনটেন্ট, নাটক ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বানিয়ে ইতিমধ্যে নিজেকে চিনিয়েছেন ভিকি জাহেদ। এবার হাঁটলেন ওয়েব ফিল্মের পথে। প্রথম ওয়েব ফিল্মের ঘরানা হিসেবে বাছাই করলেন থ্রিলারকে। বলেন, ‘আমার প্রথম ওয়েব ফিল্ম। স্বাভাবিকভাবেই আমি কাজটা নিয়ে খুব রোমাঞ্চিত। সিনেমাটি আমি ও আমার পুরো টিম খুব যত্ন নিয়ে বানিয়েছি। যাঁরা আমার কাজ দেখেন ও পছন্দ করেন, তাঁরা জানেন আমি থ্রিলার জনরাটা খুব পছন্দ করি।’

এরই মধ্যে ‘রেডরাম’-এর পোস্টার ও ট্রেলার প্রকাশিত হয়েছে

এরই মধ্যে ‘রেডরাম’-এর পোস্টার ও ট্রেলার প্রকাশিত হয়েছে। সেখানে মেহজাবীনের ‘লুক’ নিয়ে আলোচনা চলছে। ভালো চরিত্র ও গল্পে মেহজাবীনের আগ্রহ। গল্পটি শুনেই রাজি হয়ে যান তিনি। রেডরাম-এ নীলা চরিত্রে দেখা যাবে তাঁকে।

মেহজাবীন চৌধুরী বলেন, ‘ভিকি ভাইয়ার গল্প বরাবরই আমার ভালো লাগে। “রেডরাম”-এর গল্পটা পড়ার পরে মনে হয়েছিল এই গল্পই আমার ডেবিউ ফিল্ম হতে পারে।’

নাটকে নানা ধরনের চরিত্রে দেখা গেছে মেহজাবীনকে। এই ছবিতেও তাঁর লুক ছিল চ্যালেঞ্জিং। তাঁর ভুরু কাটতে হয়েছিল। ফেসবুকে এটা নিয়ে একটি ভিডিও তিনি শেয়ার দিয়েছেন। সবকিছু মিলে প্রথম ওয়েব ফিল্ম নিয়ে বেশ রোমাঞ্চিত মেহজাবীন।
ওদিকে ‘মরীচিকা’ দিয়ে মাত করা নিশো এবার সিআইডি কর্মকর্তা রাশেদ। ‘মরীচিকা’র পারফরম্যান্স কি ছাপিয়ে যেতে পারবেন তিনি? সেটাই দেখার বিষয়। তবে অভিনয়ে এতটুকু খুঁত যাতে না থাকে, তার জন্য গোটা ‘রেডরাম’ দল দিন–রাত পরিশ্রম করেছে। নিশো বলেন, ‘এই চরিত্রের জন্য আমার লুক, কথা বলার ধরন, হাঁটাচলা সবকিছুতে পরিবর্তন আনতে হয়েছে। প্রায় ১-২ মাস এটার জন্য আমরা পুরো টিম বেশ পড়াশোনাও করেছি।’

নিশো এবার সিআইডি কর্মকর্তা রাশেদ

‘রেডরাম’-এ মেহজাবীন ও নিশো ছাড়াও দেখা যাবে আজিজুল হাকিম, মনোজ কুমার প্রামাণিক, সালহা খানম নাদিয়া, নাসির উদ্দিন খান, মাসুম বাশার, শিল্পী সরকার অপু প্রমুখকে।
চরকির প্রধান পরিচালন কর্মকর্তা রেদওয়ান রনিও আশাবাদী ছবিটি নিয়ে। তিনি বলেন, ‘বছরের প্রথমেই চরকি অরিজিনাল সিরিজ ও সিনেমা দেখে দর্শক যেভাবে সাড়া দিয়েছেন, তা আমাদের জন্য আশাব্যঞ্জক। ফেব্রুয়ারি মাসেও এর ব্যতিক্রম হবে না। আশা করছি “রেডরাম” দর্শকেরা পছন্দ করবেন।’
সাজগোজ নিবেদিত পেমেন্ট পার্টনার বাই বিকাশ চরকি অরিজিনাল ওয়েব ফিল্ম ‘রেডরাম’ মুক্তি পাচ্ছে আজ রাত আটটায়। এটি হবে চরকির ফেব্রুয়ারি মাসের সিনেমা। মেহজাবীনের প্রথম ওয়েব ফিল্ম। তাই এক্সাইটেড তিনি। ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন এটা লিখে, ‘বৃহস্পতিবার রাতের প্লান কী? আমি “রেডরাম” দেখব’। আর আপনি?