চরকি প্রযোজিত এই ওয়েব ফিল্মের নাম ‘রেডরাম’
চরকি প্রযোজিত এই ওয়েব ফিল্মের নাম ‘রেডরাম’

ট্রেলারে সাড়া ফেলল মেহ্‌জাবীন–নিশোর ‘রেডরাম’

টেলিভিশন নাটকের জনপ্রিয় অভিনয়শিল্পী আফরান নিশোর ওয়েব ফিল্মে অভিষেক আগেই হয়েছিল। এবার হলো হলো জনপ্রিয় অভিনয়শিল্পী মেহ্‌জাবীন চৌধুরীর। এরই মধ্যে ওয়েব ফিল্মের ট্রেলারও প্রকাশিত হয়েছে। চরকি প্রযোজিত এই ওয়েব ফিল্মের নাম ‘রেডরাম’।
বৃহস্পতিবার সন্ধ্যায় ওটিটি প্ল্যাটফর্ম চরকির পেজে উন্মুক্ত হয় সিনেমাটির ট্রেলার। ১ মিনিট ৩৯ সেকেন্ডের ট্রেলারটির প্রতিটি মুহূর্তই ছিল টান টান উত্তেজনা আর রহস্যঘেরা। ইতিমধ্যে সিনেমাটি নিয়ে দর্শক মহলে চলছে তুমুল আলোচনা।
জানা যায়, রোমান্টিক হলেও ‘রেডরাম’ হচ্ছে ওল্ড স্কুল থ্রিলারধর্মী কাজ, যেখানে দর্শকেরা সারাক্ষণ শুধু অপরাধীকে খুঁজবেন। এখানে দর্শক অনেক প্রশ্নের উত্তর খুঁজবেন, কিন্তু সিনেমা শেষ না হওয়া পর্যন্ত কিছুই মেলাতে পারবেন না। সব রহস্যের উত্তর মিলবে ১৭ ফেব্রুয়ারি রাত ৮টায়।

বৃহস্পতিবার সন্ধ্যায় ওটিটি প্ল্যাটফর্ম চরকির পেজে উন্মুক্ত হয় সিনেমাটির ট্রেলার। ১ মিনিট ৩৯ সেকেন্ডের ট্রেলারটির প্রতিটি মুহূর্তই ছিল টান টান উত্তেজনা আর রহস্যঘেরা

রোমান্টিক থ্রিলারধর্মী এই সিনেমার মধ্য দিয়ে মেহ্‌জাবীন চরকির সঙ্গে তাঁর যাত্রা শুরু করলেন। এ বিষয়ে তিনি বলেন, ‘রেডরামে-এ কাজের এক্সপেরিয়েন্স ডেফিনেটলি খুব ভালো। ভিকি ভাইয়ের গল্প বরাবরই আমার ভালো লাগে। এই গল্পটি পড়ার পর মনে হয়েছে, এটাই আমার ডেবিউ ফিল্ম হতে পারে। তারপর তো একের পর এক সিদ্ধান্ত নেওয়া হয়। আমাদের রেডরামের পুরা টিম চমৎকার ছিল।’
কাজের অভিজ্ঞতা যদি বলি বলব, ‘এককথায় খুবই চমৎকার। আর ভিকি ভাইয়ের গল্প এবং নির্মাণ আমার বরাবরই পছন্দের। সহশিল্পী হিসেবে নিশো ভাই তো সব সময় বেশ সাপোর্টিভ। আর মনোজ ভাইয়ার সঙ্গেও আমার বেশ কিছু কাজ হয়েছে, যেগুলো দর্শকেরা অনেক পছন্দ করেছেন। এখানে যাঁরা কাজ করেছেন, সবার সঙ্গেই আমার কাজ করার অভিজ্ঞতা ভালো। ১৭ ফেব্রুয়ারি আমার প্রথম সিনেমা মুক্তি পেতে যাচ্ছে, দর্শকদের প্রতিক্রিয়া দেখার অপেক্ষায় রইলাম।’

অন্যদিকে আফরান নিশো বলেন, ‘বেশি কিছু বলতে চাই না এখন। ইতিমধ্যে সবাই ট্রেলার দেখেছেন নিশ্চয়! এখানে আমি একজন ডিবি অফিসারের চরিত্রে অভিনয় করেছি। চরিত্রের জন্য প্রায় ১–২ মাস পড়াশোনা করেছি। চরিত্রের লুক, কথা বলার ধরন, তার হাঁটাচলা—সবকিছুতেই পরিবর্তন আনতে হয়েছে। দেখার পর কেমন লেগেছে জানাবেন সবাই।
মেহ্জাবীন-নিশো ছাড়া এই ওয়েব ফিল্মে আরও অভিনয় করেছেন আজিজুল হাকিম, মনোজ প্রামাণিক, সালহা নাদিয়া, নাসির উদ্দিন খান প্রমুখ। সাজগোজ নিবেদিত চরকি অরিজিনাল ফিল্ম রেডরাম–এ পেমেন্ট পার্টনার বিকাশ।