টিকটকার পিংকি ক্যাট হিসেবে আজ পাওয়া যাবে সাফা কবিরকে। তিনি এমন জনপ্রিয় যে জন্মদিনে অনেকেই টিকটক করে তাঁকে শুভেচ্ছা জানায়, তবে মিজান কিছুই করতে পারে না। কিন্তু জন্মদিনে পিংকিকে খুশি করা দরকার তার! এই গল্প নিয়ে নিশান মাহ্মুদ বানিয়েছেন স্বল্পদৈর্ঘ্যের কাহিনিচিত্র হ্যাপি বার্থডে।
চরকিতে প্রথম কাজ নিয়ে আশাবাদী সাফা। তিনি বলেন, ‘হ্যাপি বার্থডেতে কাজ করে আমি খুব হ্যাপি। এর আগে অনেক রকম কাজ করেছি, কিন্তু এ রকম কাজ কখনো করা হয়নি। এই এক গল্পে ফান, ইমোশন, থ্রিল, টুইস্ট—সব আছে। সেই সঙ্গে সামাজিক কিছু বার্তাও আছে, যেটার সঙ্গে দর্শক নিজেকে মেলাতে পারবেন। আর চরকির সঙ্গে যেহেতু আমার প্রথম কাজ, তাই আমি চাচ্ছিলাম কাজটা যেন স্পেশাল হয়। দর্শক যেন এখানে আমার ফার্স্ট এন্ট্রিটা মনে রাখে।’ অ্যালেন শুভ্র হ্যাপি বার্থডেতে নিজের চরিত্র নিয়ে বলেন, ‘এ রকম চরিত্র আমার আগে কখনো করা হয়নি। যে চরিত্র আমি আগে করিনি আর আনকমন, সেই চরিত্র করতে আমার ভালোও লাগে, আবার ভয়ও লাগে। এই কাজে ভয় কাটিয়ে উঠতে সাহায্য করেছে পরিচালক। দারুণ এই গল্পে পরিচালক যে টুইস্টগুলা রেখেছে, দর্শক দেখে মজা পাবে।’
হ্যাপি বার্থডে নিয়ে নিশান বলেন, ‘এই কনটেন্টটি বানানোর সময় আমার মাথায় ছিল সোশ্যাল মিডিয়া ও তরুণসমাজ। এই দুটি বিষয় বর্তমানে একে–অপরের পরিপূরক হিসেবে কাজ করছে। তরুণসমাজ কীভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে বুঁদ হয়ে আছে, হ্যাপি বার্থডে দেখলেই দর্শক সেটা বুঝতে পারবেন।’ চরকির প্রধান পরিচালন কর্মকর্তা রেদওয়ান রনি বলেন, ‘হ্যাপি বার্থডে কাজটার মধ্য দিয়ে চরকিতে নতুন একটা ক্যাটাগরি শুরু হলো। “চরকি ফ্লিক” নামে এই ক্যাটাগরিতে মূলত একটানে কনটেন্ট দেখা যাবে। পিংকি ও মিজানের দারুণ রসায়ন ও সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাব নিয়েই হ্যাপি বার্থডে।’
দারাজ নিবেদিত চরকি ফ্লিক হ্যাপি বার্থডে পাওয়ার্ড বাই মাই ফুয়েল পাম্প দেখা যাবে আজ বৃহস্পতিবার রাত আটটা থেকে চরকিতে। এতে আরও অভিনয় করেছেন রোজী সিদ্দিকী, ইকবাল হোসাইন, আবদুল্লাহ আল সেন্টু, প্রীতি চৌধুরী, হোসেইন জীবন, কাজী আবরার হাসান, ইশরাক রহমান প্রমুখ।