নাটক বানিয়ে হাত পাকিয়েছেন। কুড়িয়েছেন প্রশংসাও। প্রথম সিনেমা ‘নেটওয়ার্কের বাইরে’ বানিয়ে কাঁদিয়েছেন দর্শককেও। এইখানে হয়েছেন প্রশংসিত। এবার স্বীকৃতিও আদায় করে নিলেন এই চলচ্চিত্রের পরিচালক। চরকি প্রযোজিত ‘নেটওয়ার্কের বাইরে’ চলচ্চিত্র পরিচালনা করে সেরা পরিচালকের পুরস্কার অর্জন করেছেন মিজানুর রহমান আরিয়ান। গতকাল শুক্রবার চ্যানেল আই কার্যালয়ে অনুষ্ঠিত ‘স্ন্যাক কিপার চ্যানেল আই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড-২০২১’-এ ওয়েব ফিল্ম ‘নেটওয়ার্কের বাইরে’র জন্য পুরস্কৃত হন তিনি।
আরিয়ানের হাতে পুরস্কার তুলে দেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ, চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা বিভাগের প্রধান শাইখ সিরাজ, পরিচালক জহির উদ্দিন মাহমুদ মামুন।
চ্যানেল আই প্রাঙ্গণে আইসিটি ডিভিশনের পৃষ্ঠপোষকতা ও নিবেদনে বসেছিল চ্যানেল আই-স্ন্যাক কিপার ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ডের আসর। প্রধান অতিথি হিসেবে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ। বিশেষ অতিথি তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ, বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা, চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা বিভাগের প্রধান শাইখ সিরাজ, পরিচালক জহির উদ্দিন মাহমুদ মামুন। অতিথি ছিলেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও চ্যানেল আইয়ের পরিচালক মুকিত মজুমদার এবং ঐক্য ফাউন্ডেশনের সভাপতি শাহীন আক্তার।
প্রথম চলচ্চিত্রে সেরা পরিচালকের পুরস্কার প্রাপ্তি নিয়ে আনন্দিত পরিচালক আরিয়ান। তিনি বলেন, ‘যেকোনো অ্যাওয়ার্ড বা স্বীকৃতির অনুভূতি তো আসলে অনেক ভালো লাগার। আর সেটা যদি হয় প্রথম সিনেমার জন্য, প্রিয় কাজের জন্য, তাহলে সেই ভালো লাগা অনেক গুণ বেড়ে যায়। তাই আমার অনেক বেশি ভালো লাগছে। অনেক বেশি অনুপ্রাণিত হচ্ছি।’
‘স্ন্যাক কিপার ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড’–এর এটি দ্বিতীয় আসর। এই আসরে ‘নেটওয়ার্কের বাইরে’ চলচ্চিত্রটি চারটি বিভাগে মনোনয়ন পায়। প্রথম চলচ্চিত্রে চারটি বিভাগে মনোনয়ন পাওয়াকে অনেক বড় করে দেখছেন এই পরিচালক। তিনি বললেন, ‘দর্শকের যে প্রশংসা বা দর্শকের কাজটি গ্রহণ করার ব্যাপারটা তো আমরা নিজেরাই বুঝতে পেরেছি। সেই সঙ্গে পুরস্কার যখন আমাদের ঘরে এল, বুঝতে পেরেছি সব মিলিয়ে আমরা একটা ভালো কনটেন্ট বানাতে পেরেছি।’
‘নেটওয়ার্কের বাইরে’ ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকি প্রযোজিত চলচ্চিত্র। এই ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মের বিভিন্ন কনটেন্ট মোট আটটি বিভাগে পুরস্কৃত হয়েছে। শ্রেষ্ঠ চলচ্চিত্র, শ্রেষ্ঠ ওয়েব সিরিজ, শ্রেষ্ঠ পরিচালক, শ্রেষ্ঠ অভিনেতা-অভিনেত্রীসহ কয়েকটি শাখায় দেওয়া হয়েছে এসব পুরস্কার। বিষয়টি উল্লেখ করে আরিয়ান বলেন, ‘গতকালকের অনুষ্ঠানে আমরা যাঁরা পরিচিত ছিলাম, সবাই একসঙ্গে বসেছিলাম। সবাই একই কথা বলছিলাম যে আজ চরকির দিন। একের পর এক চরকির কেউ না কেউ পুরস্কার নিতে মঞ্চে উঠছিলেন, এটা অবশ্যই আমাদের জন্য ভালো লাগার। প্রথমত চরকি আমাদের অনেক প্রিয় প্ল্যাটফর্ম, দেশের একটা প্ল্যাটফর্ম আন্তর্জাতিক মানের কাজ করার চেষ্টা করে যাচ্ছে। সে কারণে এটাও অনেক বেশি ভালো লাগার।’