আজ চরকিতে 'হুইস্পার ইফ আই ফরগেট'

‘হুইস্পার ইফ আই ফরগেট’ –এর একটি দৃশ্য
ছবি: সংগৃহীত

প্রতি সপ্তাহে নতুন কনটেন্ট মুক্তি দেওয়ার প্রতিশ্রুতি থেকে চরকি অরিজিনালের পাশাপাশি মালায়লাম, কোরিয়ান, ইরানি, টার্কিশ ভাষার কনটেন্টও বাংলায় ডাব করে মুক্তি দিচ্ছে। সেই ধারাবাহিকতায় আজ মুক্তি পাবে বাংলায় ডাব করা টার্কিশ সিনেমা ‘হুইস্পার ইফ আই ফরগেট’।

‘হুইস্পার ইফ আই ফরগেট’ –এর একটি দৃশ্য

কেগান ইরমাক পরিচালিত সিনেমাটি দেখা যাবে রাত ৮টায়। এটি চলতি সপ্তাহের চরকির বিদেশি কনটেন্ট। ছবিতে দেখা যাবে, আলঝেইমার রোগে আক্রান্ত পপ তারকা আইপেরি তাঁর পুরোনো বাড়িতে ফিরে যান। সেখানে গিয়ে পুরোনো কথা মনে করেন এবং স্মৃতিচারণা করেন। তাঁর বোন হানিফের সঙ্গে নানা স্মৃতি সামনে আসতে থাকে। কিন্তু হানিফে তাঁর জীবন ধ্বংসের জন্য আইপেরিকে দায়ী করেন।

‘হুইস্পার ইফ আই ফরগেট’ –এর একটি দৃশ্য

‘হুইস্পার ইফ আই ফরগেট’ ২০১৪ সালে মুক্তি পেয়েছিল। ১১৮ মিনিটের সিনেমাটিতে অভিনয় করেছেন ফারাহ জেয়নেপ আবদুল্লাহ, মেহমেত গুনসুর, হুমেয়রা, গোজদে সিগাসি প্রমুখ।

‘হুইস্পার ইফ আই ফরগেট’ –এর একটি দৃশ্য

‘হুইস্পার ইফ আই ফরগেট’ মিউজিক্যাল-রোমান্টিক ঘরানার ছবি। পরিবার নিয়ে এ সিনেমাটি দর্শক উপভোগ করতে পারবেন। ড্রামা, অ্যাকশন, ইমোশন, মিউজিক সব আছে এক সিনেমায়।