বিয়ে করলেন ফিলিপিনো অভিনেত্রী

স্বামীর সঙ্গে ন্যাটালি
ছবি: ইনস্টাগ্রাম

বিয়ে করলেন জনপ্রিয় ফিলিপিনো অভিনেত্রী ন্যাটালি হার্ট; গত সোমবার বিয়ের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে তিনি লিখেছেন, ‘এখনো বিশ্বাস করতে পারছি না।’
অস্ট্রেলীয় নাগরিক ব্র্যাড রবার্টের সঙ্গে ছয় মাসের প্রেমের সম্পর্কের পর গত বছরের আগস্টে আংটিবদল করেছেন ন্যাটালি। বাগদানের এক বছর পর সিডনিতে বিয়ের আনুষ্ঠানিকতা সারলেন ‘সিন আইল্যান্ড’ অভিনেত্রী ন্যাটালি।

ন্যাটালি

ইনস্টাগ্রামের মন্তব্যের ঘরে ইজা কালজাডো, দিয়ানা মেদিনাসহ অনেক তারকা নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন। ছবিতে ফ্লোরাল নকশার পোশাকে দেখা গেছে ন্যাটালিকে।

ন্যাটালি

৩১ বছর বয়সী এ অভিনেত্রী টেলিভিশনের ক্যারিয়ার পড়ার পর ফিলিপিনো সিনেমায় নাম লেখান। ‘মাই রেবান্ড গার্ল’, ‘সামবডি টু লাভ’, ‘কুসিনা কিংস’সহ বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন ন্যাটালি।

ন্যাটালি দীর্ঘদিন ধরে সিডনিতে বাস করছেন। এর আগে সিডনিতে ভারতীয় ব্যবসায়ী মৈনাক শর্মাকে বিয়ে করেন তিনি। তাঁদের বিচ্ছেদ হয়েছে, তাঁদের সংসারে এক কন্যাসন্তান রয়েছে।