সামাজিক যোগাযোগমাধ্যমে তারকারা ব্যক্তিগত মত প্রকাশ করেন। উঠে আসে তারকাদের মনের কথা। এসব পোস্টে কেউ মনের অব্যক্ত ভাব প্রকাশ করেছেন, কেউ ভক্তদের সঙ্গে ভাগাভাগি করছেন বন্ধুত্ব ও পারিবারিক স্মৃতি। একনজরে দেখে নিতে পারেন কয়েকজন তারকার মনের কথা
দেশের বন্যা পরিস্থিতি কোথাও উন্নতির দিকে। আবার কোথাও এখনো পানি আছে। বন্যার পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন অভিনয়শিল্পী জাকিয়া বারী মম তাঁর ফেসবুকে লিখেছেন, ‘বন্যার পানি নেমে যাচ্ছে ...। এই সময়ে শুকনা খাবারের চেয়ে বেশি দরকার ওষুধ, খাবার পানি ও পুনর্বাসন...। মানুষ যেন তার জীবনটা আবার গুছিয়ে নিতে পারে...!’
বিজ্ঞাপন
চলচ্চিত্র পরিচালক খিজির হায়াত খান দেশের বন্যা পরিস্থিতির শুরু থেকে সশরীর ত্রাণ বিতরণ ও উদ্ধার কার্যক্রমের সঙ্গে আছেন। আজ মঙ্গলবার ফেসবুক লাইভ করে জানালেন, ‘কুমিল্লায় আবার অনেক ভারী বর্ষণ হচ্ছে। সবাই দোয়া করবেন, আবার উদ্ধার মিশনে নামতে হবে মনে হচ্ছে।’ পরে একটি পোস্টে এই স্থিরচিত্র প্রকাশ করে লিখেছেন, ‘আজকের গন্তব্য কুমিল্লার ৬ গ্রাম ও তার আশেপাশের বানভাসি মানুষ ও তাদের পরিবার। ফি আমানিল্লাহ।’
বিজ্ঞাপন
অভিনয়শিল্পী নওশাবা লিখেছেন, ‘যেকোনো প্রাণের সাথে যোগাযোগ স্থাপনের সবচেয়ে মৌলিক ও শক্তিশালী রাস্তা হলো শোনা।’অভিনয়শিল্পী সুনেরাহ বিনতে কামাল ‘ন ডরাই’ ছবিতে অভিনয় করে সবচেয়ে বেশি আলোচিত। এর বাইরে টেলিভিশন নাটক এবং ওটিটিতেও তাঁকে নিয়মিত দেখা যায়। এই অভিনয়শিল্পী সঙ্গে স্থিরচিত্রটি পোস্ট করে ইরফান সাজ্জাদ লিখেছেন, ‘বন্ধু আসছে বহুদিন পরে।’