পূজায় তারকারা

তারকারা তাঁদের ব্যক্তিগত অনুভূতি, প্রেম, ভালোবাসা, ভালো লাগাসহ নানা প্রসঙ্গ এখন ভক্তদের সঙ্গে সরাসরি ভাগাভাগি করেন। বেশির ভাগ ক্ষেত্রে যোগাযোগের মাধ্যম হিসেবে ফেসবুক বেছে নেন তাঁরা। তারকাদের পোস্ট করা নানামুখী কর্মকাণ্ড নিয়ে ‘মনের কথা’ পড়ুন ফেসবুকের পাতা থেকে।
পূজায় বিভিন্ন মণ্ডপে মণ্ডপে ঘুরছেন। বন্ধুবান্ধবসহ আনন্দও করছেন। রাজধানীর ফার্মগেটের খামারবাড়ি পূজামণ্ডপে স্থিরচিত্র তুলে পোস্ট করেছেন নিজের ফেসবুকে। আর ক্যাপশনে লিখেছেন, ‘বিশ্বাস এবং প্রার্থনা হচ্ছে আত্মার ভিটামিন। এসব ছাড়া মানুষ সুস্থ থাকতে পারে না।’
পূজায় বিভিন্ন মণ্ডপে মণ্ডপে ঘুরছেন। বন্ধুবান্ধবসহ আনন্দও করছেন। রাজধানীর ফার্মগেটের খামারবাড়ি পূজামণ্ডপে স্থিরচিত্র তুলে পোস্ট করেছেন নিজের ফেসবুকে। আর ক্যাপশনে লিখেছেন, ‘বিশ্বাস এবং প্রার্থনা হচ্ছে আত্মার ভিটামিন। এসব ছাড়া মানুষ সুস্থ থাকতে পারে না।’
বছরের এই সময়টায় বেশি ঘোরাঘুরি হয়। বিয়ের পর থেকে স্বামী সনি পোদ্দারকে নিয়ে ঘোরাঘুরি করেন পূজায়। নিত্যনতুন শাড়ি পরে বের হন মণ্ডপে মণ্ডপে। স্বামীর সঙ্গে স্থিরচিত্রটি পোস্ট করে মিম লিখেছেন, ‘আমাদের পূজো। সবাইকে মহানবমীর শুভেচ্ছা।’
পূজায় নিত্যনতুন শাড়ি পরার পাশাপাশি দাদিমার শাড়ি পরে স্মৃতিকাতর হয়েছেন অভিনয়শিল্পী সুষমা সরকার। কয়েকটি স্থিরচিত্র ফেসবুকে পোস্ট করেছেন। লিখেছেন, ‘আমার দিদিমার শাড়ীতে আমি। দিদিমা বেঁচে নেই। কিন্তু তাঁর শাড়িটি রয়ে গেছে। মানুষ চলে যায়, কিন্তু থেকে যায় তাঁর কতো কতো স্মৃতি। দিদিমাকে আমরা দিদি বলে ডাকতাম ,সম্মোধন করতাম তুই বলে। দিদি আমাকে একটু বেশি ভালোবাসতো। কত কিছু যে লুকিয়ে রাখতো আমাকে দেওয়ার জন্য, গাছের আম, বড়ই, নাড়ু কখনো কখনো তাঁর ছেলেমেয়েরা তাকে যে টাকা দিতো সেখান থেকে লুকিয়ে আমাকে টাকাও দিতো। এমন নিঃস্বার্থ ভালোবাসা আর কোথায় পাব।’
একসময়ের জনপ্রিয় অভিনয়শিল্পী দম্পতি টনি ডায়েস দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে থাকেন। তবে পূজার আনন্দ থেকে তাঁরাও নিজেদের দূরে সরিয়ে রাখেননি। ব্যস্ততার ফাঁকে সেখানকার মণ্ডপেও ঘুরছেন। সোমবার ফেসবুকে কয়েকটি স্থিরচিত্র পোস্ট করে ভালোবাসার ইমোজি দিয়ে প্রিয়া ডায়েস সবাইকে দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন।