আসন্ন বিশ্বকাপে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে উৎসাহ দেওয়ার লক্ষ্যে দেশের বিনোদন অঙ্গনের তারকাদের নিয়ে আয়োজন করা হয়েছে সেলিব্রিটি ক্রিকেট লিগ। চলচ্চিত্র, টেলিভিশন এবং সংগীতের তারকারা উৎসাহ ও উদ্দীপনা নিয়েই অংশ নিয়েছেন সে আয়োজনে। কিন্তু গত শুক্রবার রাতের ম্যাচ শেষে ঘটে যায় অপ্রত্যাশিত ঘটনা, খেলার মাঠে হয়েছে হাতাহাতি, মারামারি ও হুমকির মতো ঘটনাও। খেলাকে কেন্দ্র করে মারামারির ঘটনায় ছয়জন এরই মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন। ঘটনার ভিডিও-ছবি ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
এ ঘটনার পরিপ্রেক্ষিতে স্থগিত ঘোষণা হয় সেলিব্রিটি ক্রিকেট লিগের শেষ দিনের খেলা। শুক্রবার রাতের ঘটনায় গতকাল শনিবার সন্ধ্যায় সংবাদ সম্মেলন করে লিগ স্থগিতের ঘোষণা দেয় আয়োজক কমিটি। এ ঘটনায় মামলা হয়েছে। তবে মামলার বিষয়ে বিস্তারিত তথ্য দিতে নারাজ আয়োজকেরা।
মিরপুর ইনডোর স্টেডিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে মারামারির ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আয়োজনের উদ্যোক্তা জিনেক্সের প্রধান নির্বাহী মোহাম্মদ মাসুদ। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমাদের ভুল হয়েছিল, আমরা কয়েকজন সাপোর্টারকে জার্সি দিয়েছিলাম। যার কারণে কিছু লোক খেলার মধ্যে তারকাদের সঙ্গে মিশে গিয়েছিল। এ জন্য অনাকাঙ্ক্ষিত এ ঘটনা ঘটে। তিনি বলেন, ঘটনাটি হঠাৎ করেই মাত্র ৪০ সেকেন্ডের মধ্যে হয়ে যায়। আমরা সব ভিডিও সংগ্রহ করে দেখেছি। যাঁরা এ ঘটনা ঘটিয়েছেন, তাঁরা বহিরাগত। ভিডিও ফুটেজ থেকে দোষীদের শনাক্ত করা হয়েছে এবং তাঁদের বিরুদ্ধে পুলিশি ব্যবস্থা নেওয়া হয়েছে।’
লিগের সব কটি দলের অধিনায়কের সম্মতিতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান আয়োজকেরা। তবে কার কার বিরুদ্ধে, কোন থানায় মামলা করা হয়েছে, সেটা প্রকাশ করা হয়নি। মোহাম্মদ মাসুদ বলেন, কোন থানায় মামলা হয়েছে সেটা আমরা বলতে চাই না। এতে মামলার তদন্ত ব্যাহত হবে। থানার ওসি অনুরোধ করেছেন, থানার নাম না বলতে।’ কয়জনের বিরুদ্ধে মামলা হয়েছে, সে প্রসঙ্গে জিনেক্সের প্রধান নির্বাহী মোহাম্মদ মাসুদের ভাষ্য, ‘সংখ্যাটা পাঁচের অধিক নয়, তিনের কম না।’
সংবাদ সম্মেলনে নির্মাতা দীপংকর দীপন বলেন, ‘মারামারির যে ঘটনাটি ঘটেছে, এটা সাংস্কৃতিক সমাজের প্রতিফলন নয়। আমাদের টিমের কেউ মারামারিতে জড়ায়নি। যে চার-পাঁচজনকে শনাক্ত করা হয়েছে, তারা আমাদের ওপর এসে হামলা করেছে। আমরা সবাইকে অনুরোধ করব, “সেলিব্রিটি লিগে মারামারি” এই বাক্য লিখবেন না। লেখার আগে প্রতিটা ভিডিও ফুটেজ দেখে নেবেন। কেউ মারামারি করেনি। কিছু মানুষ মারতে এসেছিল, বাকি সবাই ঠেকিয়েছে। এমনকি রাজের টিমের সদস্যরাও ঠেকিয়েছে।’ এ সময় তিনি আরও জানান, দুই দলের হয়ে মূল খেলোয়াড় যাঁরাই ছিলেন, তাঁরা এসবের সঙ্গে যুক্ত ছিলেন না। সাপোর্টারের জার্সি পরা কয়েকজন হামলা করেন।
শুক্রবার খেলার একটা পর্যায়ে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনায় লজ্জিত জানিয়ে মোস্তফা কামাল রাজ বলেন, ‘গতকালের (শুক্রবার) অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমি লজ্জিত এবং দুঃখিত। এই ঘটনার সঙ্গে যারা জড়িত, বিশেষ করে আমার টিম থেকে, তাদের পক্ষ থেকেও আমি লজ্জিত। এ বিশৃঙ্খলায় যারা সম্পৃক্ত, তাদের চিহ্নিত করে শাস্তিমূলক একটা ব্যবস্থা করেছে আয়োজক কমিটি। এতে আমাদের কোনো দ্বিমত নেই।’
সংবাদ সম্মেলনে প্রযোজক আরশাদ আদনান তাঁর বক্তৃতায় আয়োজনে জিনেক্সের ভুল-ত্রুটি আছে বলে মন্তব্য করে বলেন, তারা টুর্নামেন্টটা শেষ করার চেষ্টা করছে। আপনারা তাদের সহযোগিতা করুন।’ এ সময় তিনি নির্মাতা দীপন ও মোস্তফা কামাল রাজকে শুভেচ্ছা বিনিময়ের আহ্বান জানান।
সংবাদ সম্মেলনের দ্বিতীয় অংশে দীপংকর দীপনের দলের অভিনেতা মনির খান শিমুল বলেছেন, ‘এত বছর পর আমাদের পরিবারে কিছু ব্ল্যাকশিপ তৈরি হয়েছে। শুধু বাইরের পরিবেশে নয়, আমাদের ভেতরেও দু–চারটা ব্ল্যাকশিপ আছে। সবাই তো শিল্পী নয়, পারফরমারও আছে অনেক। এখানে মারামারি হয়েছে বলবেন না। মারামারি মানে দুই পক্ষ। আমার ভাইয়েরা মার খেয়েছে। আমার দুষ্টু ভাইয়েরা ভদ্র ভাইদের মেরেছে। আমরা মারামারি করতে চাই না, খেলে জিততে চাই। চ্যাম্পিয়ন হতে চাই।’
সেলিব্রিটি ক্রিকেট লিগে বিনোদন অঙ্গনের তারকাদের বেশ উৎসাহ-উদ্দীপনায় ক্রিকেটীয় লড়াইয়ে দেখা গেছে। কিন্তু গ্রুপ পর্বের ম্যাচে নির্মাতা মোস্তফা কামাল রাজ ও দীপংকর দীপনের দলের খেলা চলাকালীন মাঠে থাকা দুই দলের সতীর্থদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি স্বাভাবিক হলে আবার খেলা শুরু হয়। ম্যাচ শেষে গত শুক্রবার রাত সাড়ে ১১টায় পর আবারও উত্তেজিত হয়ে পড়ে দুই দলের সতীর্থরা, যা একটা পর্যায়ে মারামারিতে রূপ নেয়। সেখানে নির্মাতা মোস্তফা কামাল রাজ ও চিত্রনায়ক শরীফুল রাজের বিরুদ্ধে গায়ে হাত তোলার অভিযোগ আনেন চিত্রনায়িকা রাজ রিপা। গণমাধ্যমের সামনে এসে কাঁদতে কাঁদতে এমন ঘটনার সুষ্ঠু তদন্ত শেষে বিচারের দাবি জানিয়েছেন তিনি।
এদিকে দুই দলের মধ্যে সৃষ্ট মারামারিতে আহত ব্যক্তিদের রাতেই ঢাকার আগারগাঁওয়ের জাতীয় অর্থোপেডিক হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আহত ব্যক্তিরা হলেন শিশির সরদার, রাজ রিপা, জয় চৌধুরী, আতিকুর রহমান, শেখ শুভ ও আশিক জাহিদ।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার দেশের বিনোদন অঙ্গনের তারকাদের নিয়ে শুরু হয় ‘সেলিব্রিটি ক্রিকেট লিগ’। এই সেলিব্রিটি ক্রিকেট লিগে (সিসিএল) মোট আটটি দলে লড়ছেন বিনোদন অঙ্গনের তারকা ও কলাকুশলীরা। প্রতি দলে নারী-পুরুষ তারকারা অংশ নিয়েছেন। এসব দলের নেতৃত্বে ছিলেন গিয়াস উদ্দিন সেলিম, সালাহউদ্দিন লাভলু, শিহাব শাহীন, চয়নিকা চৌধুরী, দীপংকর দীপন, সকাল আহমেদ, মোস্তফা কামাল রাজ ও রায়হান রাফী।