চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদের ১২তম মৃত্যুবার্ষিকী আজ। ২০১১ সালের এই দিনে ‘কাগজের ফুল’ চলচ্চিত্রের লোকেশন দেখে ফেরার পথে মানিকগঞ্জের ঘিওর উপজেলার জোকা এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হন তিনি; দুর্ঘটনায় তারেক মাসুদের যাত্রাসঙ্গী চিত্রগ্রাহক মিশুক মুনীরসহ পাঁচজন নিহত হন।
প্রতিবছরের মতো এবারও ‘তারেক মাসুদ স্মরণ এবং তারেক মাসুদ স্মারক বক্তৃতা’ শীর্ষক আয়োজন করছে মুভিয়ানা ফিল্ম সোসাইটি ও তারেক মাসুদ মেমোরিয়াল ট্রাস্ট। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে আজ বিকেল পাঁচটায় শিল্পী এস এম সুলতানের জীবন ও কর্ম নিয়ে তারেক মাসুদ নির্মিত প্রামাণ্যচিত্র ‘আদম সুরত’–এর প্রদর্শনী রয়েছে। সন্ধ্যা সাড়ে ছয়টায় ‘আত্মপরিচয়ের রাজনীতি ও বাংলাদেশের চলচ্চিত্র’ শীর্ষক বক্তৃতা করবেন চলচ্চিত্র গবেষক ও শিক্ষক ফাহমিদুল হক।
টিএসসিতে ‘স্মৃতিতে ও চলচ্চিত্রে: তারেক মাসুদ ও মিশুক মুনীর’ শীর্ষক আয়োজন করছে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ। আজ বিকেল চারটা থেকে টিএসসি মিলনায়তনে তারেক মাসুদ নির্মিত তিনটি চলচ্চিত্র প্রদর্শিত হবে। চলচ্চিত্র প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে। সন্ধ্যা ছয়টায় টিএসসি–সংলগ্ন তারেক মাসুদ ও মিশুক মুনীরের স্মৃতিতে নির্মিত ‘সড়ক দুর্ঘটনা স্মৃতিস্থাপনা’ প্রাঙ্গণে প্রদীপ প্রজ্বালন করা হবে। রাত আটটায় ভার্চুয়াল মাধ্যমে আয়োজিত স্মরণানুষ্ঠানে অংশ নেবেন তারেক মাসুদের সহধর্মিণী ক্যাথরিন মাসুদ, মিশুক মুনীরের সহধর্মিণী মঞ্জুলী কাজী, মিশুক মুনীরের সহোদর আসিফ মুনীর তন্ময় ও ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদকর্মী রোদেলা নিরুপমা ইসলাম।
এদিন বাংলাদেশ ফিল্ম আর্কাইভে ‘তারেক মাসুদ চলচ্চিত্রের আদম সুরত: মর্মান্তিক মৃত্যুর এক যুগ উপলক্ষে তারেক মাসুদ ও মিশুক মুনীরকে স্মরণ’ শীর্ষক আরেকটি আলোচনা সভা করবে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ অ্যালামনাই অ্যাসোসিয়েশন। এতে উপস্থিত থাকবেন বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক মো. জসীম উদ্দিন, চলচ্চিত্র নির্মাতা ও গবেষক মনিস রফিক, শিল্প সমালোচক মইনুদ্দীন খালেদ, চলচ্চিত্র পরিচালক প্রসূন রহমান ও অপরাজিতা সংগীতা।
আজ সন্ধ্যা সাতটায় ফিল্ম আর্কাইভের প্রজেকশন হলে তারেক মাসুদের চলচ্চিত্র ‘রানওয়ে’ প্রদর্শিত হবে। ‘মুক্তির কথা’, ‘মাটির ময়না’, ‘অন্তর্যাত্রা’, ‘নরসুন্দর’ ও ‘রানওয়ে’সহ বেশ কয়েকটি চলচ্চিত্র ও প্রামাণ্যচিত্র নির্মাণ করেছেন তারেক মাসুদ। ‘কাগজের ফুল’ নির্মাণ শুরুর আগেই চলে গেলেন তিনি, সিনেমাটির কাজ এখনো শুরু হয়নি।