অভিনয় ও গানের অনেক তারকাই নিয়মিত লেখালেখি করেন। তরুণ থেকে শুরু করে জ্যেষ্ঠ শিল্পীদের অনেকেরই বইমেলায় বই প্রকাশ হয়। এ সময় তারকাদের অনেকেই লাইট–ক্যামেরা–অ্যাকশনের দুনিয়া থেকে মেলা প্রাঙ্গণে বইপ্রেমীদের সঙ্গই বেশি উপভোগ করেন। প্রায় প্রতিদিন কাউকে না কাউকে মেলা প্রাঙ্গণে দেখা মেলে। ভক্তদের অটোগ্রাফও দেন। লেখক পরিচয়ে ভক্ত ও পাঠকদের অটোগ্রাফ দেওয়াটা খুব উপভোগ করেন বলে জানালেন তারকারা।
দুই যুগের অভিনয়জীবনে শতাধিক সিনেমায় অভিনয় করেছেন ফেরদৌস। এবার নতুন এক পরিচয়ে এলেন তিনি। লেখক হিসেবে তিনি প্রথমবার প্রকাশ করলেন ‘এই কাহিনি সত্য নয়’ নামের একটি উপন্যাস। গতকাল বাংলা একাডেমির বইমেলা চত্বরে প্রথমা প্রকাশন থেকে প্রকাশিত উপন্যাসটির মোড়ক উন্মোচন হয়েছে। ফেরদৌস জানালেন, এটি জীবনের অন্যতম সেরা একটি অনুভূতি। প্রথম প্রকাশনের স্টলে বসে তিনি খুদে পাঠকদের মায়েদের সঙ্গে কথা বলেছেন। প্রথম আলোকে বললেন, ‘আমি অভিভাবকদের বলেছি, আপনাদের সন্তানদের বইয়ের সঙ্গে বন্ধুত্ব করে দিন। বই–বন্ধু কখনো প্রতারণা করে না। বইপড়ুয়া মানুষ মানবিক থাকে। অন্যায় থেকে দূরে রাখে।’
কথায় কথায় ফেরদৌস জানালেন, অনেক পাঠককে নিজ হাতে বই তুলে দিয়েছেন, ‘আমি সত্যিই ভীষণ রকম অনুপ্রাণিত। আমি অনেককে বলেছি, বই পড়ে যেন রিভিউ দেয়। কেউ আবারও এমনটাও ভেবেছে, আমি নিজে লিখেছি কি না! এবার ভালো রিভিউ পেলে আরও লেখালেখির উৎসাহ পাব।’ লেখক হিসেবে বইমেলায় এসে ফেরদৌসের পাঠক সময়ের কথা মনে পড়েছে বলেও জানালেন, ‘আমি একটা সময় প্রচুর বই কিনতাম। এমনও দেখতাম, আশপাশের সবাইও আগ্রহ নিয়ে বই কিনছে। কিন্তু গতকাল সেই সময়ের আগ্রহটা সেভাবে দেখিনি। আমার দুই মেয়ে নুজহাত ও নামিরাকে তাদের জন্মদিন ছাড়াও বিভিন্ন সময়ে বই উপহার দিই। তারাও বেশ আগ্রহ নিয়ে বই পড়ে। অনেক পড়ে।’
অভিনয় ও পরিচালনার বাইরে নাট্যজন আবুল হায়াত লেখালেখি করে থাকেন। নিয়মিত পত্রিকায় কলামও লেখেন তিনি। এই অভিনয়শিল্পীর এবারের বইমেলায় প্রকাশিত হয়েছে দুটি বড় গল্পের সংকলন ‘রঞ্জিত গোধূলি’। বইটি প্রকাশ করবে প্রিয় বাংলা প্রকাশন। গতকাল যখন এই অভিনয়শিল্পীর সঙ্গে কথা হয়, তখন তিনি শুটিংয়ে ব্যস্ত। জানালেন, লেখালেখিটা মনের আনন্দে করে থাকেন। বই আকারে প্রকাশ করতে হবে, এমনটা ভেবে কখনো লেখালেখি করেন না।
চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক এবং অভিনয়শিল্পী কাজী হায়াৎ এবারের বইমেলায় তাঁর আত্মজীবনীমূলক বই প্রকাশ করেছেন। ‘একজন সিনেমাওয়ালা’ বইয়ে কাজী হায়াত তাঁর সমগ্র জীবনের ভ্রমণ তুলে ধরেছেন। বললেন, ‘যতটা মনে পড়েছে, জীবনের সেই উল্লেখযোগ্য ঘটনাগুলো বইয়ে তুলে ধরেছি।’ কাজী হায়াত এখনো মেলায় যাননি, দু–এক দিনের মধ্যে যাবেন, পাঠকদের অনুভূতিও জানার চেষ্টা করবেন। ঘুম নামে কাজী হায়াতের লেখা প্রথম কাব্যগ্রন্থ ২০১৫ সালে প্রকাশিত হয়। ‘একজন সিনেমাওয়ালা’ তাঁর প্রকাশিত দ্বিতীয় বই।
প্রতিবছরই বইমেলায় প্রকাশিত হয় বিনোদন অঙ্গনের তরুণ ও জ্যেষ্ঠ শিল্পীদের গল্প, উপন্যাস ও কবিতার বই। এবারও লাক্স–চ্যানেল আই সুপারস্টার শানারৈ দেবী শানুর তিনটি বই প্রকাশিত হয়েছে। এর মধ্যে রয়েছে কাব্যগ্রন্থ ‘ভালোবাসার এপার ওপার’, উপন্যাস ‘লিপস্টিক’, থ্রিলার উপন্যাস ‘রক্ষক’। এই অভিনেত্রী বললেন, ‘লেখালেখি আমার কাছে প্রেমের মতো। নিশ্বাস নিতে পারি যখন শব্দের ভিতর, ভাবনার ভিতর ডুবে থাকি। এটা একদম ঘোরলাগা এক অদ্ভুত অনুভব।’
কয়েক বছর আগে অভিনয়ের পাশাপাশি লেখালেখি শুরু করেন শানু। প্রথম কবিতার বই প্রকাশিত হওয়ার পর পরিচিতজনদের কাছ থেকে উৎসাহ পান। ২০১৯ সালে শিশুতোষ বই প্রকাশ করে মীনা মিডিয়া অ্যাওয়ার্ড অর্জন করেন। এসবের কারণে লেখালেখির প্রতি ভালো লাগা বেড়ে যায়; সেই ভালো লাগা থেকে লেখালেখিতে উৎসাহ বাড়ে।
প্রকাশিত হয়েছে বাংলাদেশের রক আইকন আইয়ুব বাচ্চুর জীবনীভিত্তিক গ্রন্থ ‘রুপালি গিটার’। সংগীতশিল্পী জয় শাহরিয়ারের সংকলন ও সম্পাদনায় বইটিতে আইয়ুব বাচ্চুর জীবনের নানা দিক নিয়ে স্মৃতিচারণ করেছেন শহীদ মাহমুদ, নকীব খান, কুমার বিশ্বজিৎ, সাইদ হাসান, হাসান আবিদুর রেজা, বাপ্পী খান, নিয়াজ আহমেদ, আবদুল্লাহ আল মাসুদ ও লেখক জয় শাহরিয়ার নিজেই। বইটিতে এলআরবির ইতিহাস তুলে ধরেছেন মিলু আমান ও হক ফারুক। এ ছাড়া ২০১২ সালে নেওয়া একটি অপ্রকাশিত দীর্ঘ সাক্ষাৎকার স্থান পেয়েছে বইতে, যা নিয়েছেন আসিফ আসগর। পাশাপাশি ডিস্কোগ্রাফি অধ্যায়ে আইয়ুব বাচ্চুর সব অ্যালবাম ও প্রায় ৬০০ প্রকাশিত গানের তথ্য লিপিবদ্ধ করা হয়েছে।
তরুণ সংগীতশিল্পী পুতুলও লেখালেখি নিয়মিত করেন; কয়েক বছর ধরে ধারাবাহিকভাবে তাঁর লেখা গল্প, কবিতা ও উপন্যাস প্রকাশিত হচ্ছে। এবার এসেছে তাঁর উপন্যাস ‘প্রেমতান্ত্রিক পৃথিবীর স্বপ্ন থেকে বিচ্যুত হওয়ার আগে’।
এ ছাড়া বইমেলায় আসছে পান্থ কানাইয়ের আত্মজৈবনিক বই ‘আমি মুক্তি চেয়েছিলাম’, নিজের প্রথম উপন্যাস ‘কাফনের কথা’ নিয়ে আসছেন অভিনেতা, প্রযোজক ও নির্মাতা শামীম জামান। নাট্য ও চলচ্চিত্র নির্মাতা অনিমেষ আইচের এক ‘বোতল অন্ধকার’ নামের বইও আসছে বইমেলায়। পান্থ কানাই, শামীম ও অনিমেষের বই তিনটি প্রকাশ করছে কিংবদন্তী পাবলিকেশন। মিজান পাবলিশার্স থেকে আসছে আশনা হাবিব ভাবনার কাব্যগ্রন্থ ‘ডানপন্থী কবিতারা’।