ফেসবুকে তারকারা বেশির ভাগ সময়ই সরব থাকেন। প্রকাশ করেন তাঁদের কাজের খবরসহ নানা রকম ব্যস্ততার কথা। কখনো সেগুলোই বৈচিত্র্য হয়ে ধরা দেয় ভক্তদের কাছে। একনজরে দেখে নিতে পারেন ফেসবুকের পাতা থেকে তারকাদের মনের কথা।
অভিনেত্রী গোলাম ফরিদা ছন্দার দুই মেয়ে ভারতের দার্জিলিংয়ে পড়াশোনা করে। সেখানেই বেশি সময় থাকতে হয় তাদের। ছুটি পেলে তারা দেশে আসে। সম্প্রতি গোলাম ফরিদা ছন্দার দুই মেয়ে আবারও দেশে এসেছে। তাদের সঙ্গে ছবি পোস্ট করে ছন্দা লিখেছেন, ‘আসছে আমার মায়েরা। নয় বছর ধরে এই একটা সময়ে আমার মন ফুরফুরে হয়ে যায়। যখনই তাদের দেশে আসার সময় হয়, তখন। আমি গিয়েই সাধারণত তাদের নিয়ে আসি। আর এই সময়ের দু–তিন দিন আগে থেকেই মনের মধ্যে এক অদ্ভুত ভালো লাগা তৈরি হতে থাকে। মা-মেয়ে ছাড়া এই আনন্দের অর্থ বোঝা কঠিন। কঠিনেরেই ভালোবাসিলাম।’
নিয়মিত ফেসবুকে ছবি পোস্ট করতে দেখা যায় গায়িকা আঁখি আলমগীরকে। তিনি ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘মনকে যদি প্রশ্ন করো, তোমার আপন কে, মন বলবে, এখন তোমায় চেয়ে দেখছে যে।’ তিনি লিখেছেন, কথাগুলো ইন্টারনেট থেকে সংগ্রহ করা।
বিজ্ঞাপন
প্রতি ঈদে চ্যানেল আইয়ে প্রচারিত হয় ‘ছোট কাকু’ সিরিজ। এবারও এর ব্যতিক্রম হবে না। এবার এতে অভিনয় করছেন আশনা হাবীব ভাবনা। ছবিটি পোস্ট করে তিনি লিখেছেন, ‘ছোটকাকু কি পারবে আমার বিয়ে দিতে?’
বিজ্ঞাপন
শুটিংয়ের ফাঁকে প্রায়ই ঘুরতে বের হন অভিনেত্রী তাহমিনা সুলতানা মৌ। এবার গিয়েছিলেন পুরোনো ঐতিহ্যের খোঁজে। সেখান থেকে ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘নিজের ধৈর্যশক্তি দেখে, নিজেই মুগ্ধ’।দুই সপ্তাহ আগে মুক্তি পেয়েছে ইরফান সাজ্জাদ ও সাদিয়া আয়মান অভিনীত নাটক ‘শেষ প্রহরে তুমি’। নাটকটি দিয়ে প্রশংসিত হন তাঁরা। সেই নাটকের প্রচারণায় ছবিটি পোস্ট করে সাজ্জাদ লিখেছেন, ‘তুমি কি আমার সারা জীবন বেঁচে থাকার কারণ হবে?’ এটি নাটকের একটি সংলাপ।