জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাকিব হাসান স্মারকলিপি গ্রহণ করেন
জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাকিব হাসান স্মারকলিপি গ্রহণ করেন

৬ বছরের আয়–ব্যয়ের হিসাব প্রকাশের পর শিল্পকলা একাডেমি নির্বাচনের তফসিল ঘোষণার দাবি

নতুন সংস্কৃতিকর্মীদের অন্তর্ভুক্তকরণ এবং বিগত কমিটির ছয় বছরের আয়–ব্যয়ের হিসাব উপস্থাপনের পর জেলা শিল্পকলা একাডেমির নির্বাচনের পুনঃ তফসিল ঘোষণার দাবি জানানো হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসক বরাবর দেওয়া এক স্মারকলিপিতে শিল্পকলা একাডেমির ৫০ জনের বেশি সদস্য এই দাবি জানান।
জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাকিব হাসান স্মারকলিপি গ্রহণ করেন। স্মারকলিপি তুলে দেন শিল্পকলা একাডেমির সদস্য ও বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের যুগ্ম সম্পাদক রূশেদ হাসান ও সংগীত শিল্পী ইমরান ফারুকী।  এডিসি রাকিব হাসান বলেন, ‘স্মারকলিপির বক্তব্য ও দাবি আমি ডিসি মহোদয় বরাবরে পৌঁছে দেব।’

স্মারকলিপিতে বলা হয়, তিন বছরের নির্বাচিত কমিটি ছয় বছর ধরে পদ আঁকড়ে বসে থাকলেও একটা সাধারণ সভা আহ্বান করেনি এত বছরে। তাঁদের এত বছরের কার্যক্রমের কোনো বিবরণী এবং আয়–ব্যয়ের হিসাব উপস্থাপন না করে তড়িঘড়ি করে নতুন নির্বাচন ঘোষণা করা হয়েছে। ঈদুল আজহার এক সপ্তাহ আগে ৮ জুন নির্বাচনের তারিখ কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না।

তাই একাডেমির প্রহসনের নির্বাচনের তফসিল বাতিল করে নতুন সদস্যভুক্তির পর পুনঃ তফসিল ঘোষণার দাবি জানানো হয় স্মারকলিপিতে।
এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের নির্বাহী সদস্য মাহবুবুর রহমান ও সেলিম রেজা সাগর, সংস্কৃতিকর্মী মামুরা মুনতাস দীবা প্রমুখ। চট্টগ্রাম–৯ আসনের সংসদ সদস্য শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, সংস্কৃতি প্রতিমন্ত্রী নাহিদ ইজাহার খানকে স্মারকলিপির অনুলিপি দেওয়া হয়।