অনেকের ধারণা, নিত্যপণ্যের দাম বেড়ে গেলে উচ্চবিত্তদের কীই–বা আসে যায়। বিশেষ করে বলিউড তারকাদের এসব নিয়ে ভাবার সময় কই। তাদের কি সম্পদের অভাব আছে। কিন্তু সবার এই ধারণা ভুল প্রমাণ করলেন বলিউড অভিনেতা সুনীল শেঠি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে এই অভিনেতার কপালে চিন্তার ভাঁজ!
টাটকা সবজি খেতে পছন্দ করেন সুনীল শেঠি। খাবারের মান এবং স্বাদের জন্য আপস করেন না তিনি। তাই বাজারে গেলে এক বা দুই দিনের জন্য সবজি কেনেন। এ ছাড়া নিজের খামারবাড়িতে সবজি চাষ করেন। কিন্তু এখন নাকি তাঁকেও আপস করতে হচ্ছে। খবর বলিউড লাইফের
সুনীলের মতে, সব ধরনের তরকারিতে টমেটোর ব্যবহার খাবারের স্বাদ বাড়িয়ে দেয়। এ ছাড়া চাটনি এবং সালাদেও ব্যবহার করা হয় টমেটো। দাম বৃদ্ধি পাওয়ায় টমেটো খাওয়া কমিয়ে দিয়েছেন এই অভিনেতা। কিছুদিন আগেও ভারতে প্রতি কেজি ১০ রুপিতে পাওয়া যেত। কিন্তু এখন প্রতি কেজি টমেটো কিনতে খরচ করতে হচ্ছে ১৩০ থেকে ২০০ রুপি পর্যন্ত। আর এর প্রভাব পড়েছে সুনীল শেঠির রান্নাঘরেও। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটিই জানিয়েছেন সুনীল শেঠি।
এ ছাড়া রেস্টুরেন্ট ব্যবসার সঙ্গে জড়িত এই অভিনেতা। বলিউডে পা রাখার আগে থেকে তিনি ব্যবসা করেন। এ কারণে দ্রব্যের মূল্যবৃদ্ধিতে তাঁর কপালে ভাঁজ পড়েছে। অনেকে বলছেন, মূলত রেস্টুরেন্টের কারণে সুনীল শেঠি চিন্তিত।
সুনীল শেঠিকে সর্বশেষ দেখা গেছে ওয়েব সিরিজ ‘হান্টার টুটেগা নেহি তোড়েগা’তে। এখানে একজন পুলিশ অফিসারের চরিত্রে তাঁকে দেখা গেছে। সামনে এই অভিনেতাকে দেখা যাবে ‘হেরা ফেরি ৩’ সিনেমায়।