কানে ডায়না পেন্টি, নিউইয়র্কে মোনালিসা, ছবিতে ছবিতে তারকাদের গল্প
Feed Syndication
নিয়মিতই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের জন্য ছবি পোস্ট করেন তারকারা। সেসব ছবি অনেক সময় বলে দেয় তাঁদের মনের কথা, কাজের কথা। ভক্তদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ছবিতে জেনে নেওয়া যাক তারকাদের যাপিত জীবনের গল্প।
চাকরি আর সংসারের কারণে বেশির ভাগ সময় বিভিন্ন দেশে থাকতে হয়। মিথিলার মতে, বছরের অর্ধেক সময় তাঁকে বাংলাদেশের বাইরে কাটাতে হয়। এরপর সবকিছু সামলে পছন্দের গল্প পেলে অভিনয়ের সিদ্ধান্ত নেন। ভক্তদের সঙ্গে যোগাযোগ রক্ষার্থে সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত স্থিরচিত্র পোস্ট করেন। আজ শনিবার মেয়ে আইরার সঙ্গে একটি স্থিরচিত্র পোস্ট করে মিথিলা লিখেছেন, ‘পাগল ছাড়া দুনিয়া চলে না...’
একসময়ের জনপ্রিয় মডেল ও অভিনয়শিল্পী মোনালিসা এখন স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে থাকেন। সেখানকার বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। মাঝেমধ্যে স্থিরচিত্র পোস্ট করেন। দেখা যায়, যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করা অন্য তারকাদেরসহ বিভিন্ন অনুষ্ঠানে। আজ এই মডেল ও অভিনেত্রী তাঁর ফেসবুকে নিজের একক স্থিরচিত্র পোস্ট করে লিখেছেন, ‘আপনি যখন দৃষ্টিভঙ্গি বদলাবেন তখন দেখবেন চারপাশ এমনি বদলে গেছে।’ছেলে ফারদীন এহসান স্বাধীনকে বিয়ে করিয়ে চিত্রনায়ক ওমর সানী ও চিত্রনায়িকা মৌসুমী শ্বশুর–শাশুড়ি। সময় পেলে দুই পরিবারের সবাইকে নিয়ে ঘুরে বেড়ান, আড্ডা দেন। নতুন পরিবারের সঙ্গে তাঁদের সম্পর্ক আন্তরিক। মাঝেমধ্যে ফেসবুকে তার প্রতিফলন ঘটে। পুত্র–পুত্রবধূ এবং তাঁর পরিবারের সদস্য ও চিত্রনায়িকা স্ত্রী, কন্যাসহ একটি স্থিরচিত্র পোস্ট করে ওমর সানী লিখেছেন, ‘ফ্যামিলি।’
বিজ্ঞাপন
কদিন আগে একটি বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে রত্নগর্ভা মায়ের সম্মাননা পেয়েছেন অভিনয়শিল্পী রওনক হাসানের মা। সেই অনুষ্ঠানে সম্মানিত হন অভিনয়শিল্পী নুসরাত ইমরোজ তিশার মাও। একই অনুষ্ঠানে তিশার সঙ্গে দেখা হওয়ার স্থিরচিত্রটি আজ নিজের ফেসবুকে পোস্ট করে রওনক লিখেছেন, ‘আবারও একই মঞ্চে আমাদের মায়েদের জন্য একসাথে।’‘লালটিপ’ ও ‘পরবাসিনী’খ্যাত চলচ্চিত্র নির্মাতা স্বপন আহমেদ থাকেন প্যারিসে। এ মুহূর্তে তিনি আছেন কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৭৬তম আসরে। বিশ্বের বিভিন্ন দেশের পরিচালক, প্রযোজক, অভিনয়শিল্পীসহ চলচ্চিত্র–সংশ্লিষ্ট অনেকে সেখানে আছেন। বলিউড অভিনেত্রী ডায়না পেন্টির সঙ্গে ভারতীয় প্যাভিলিয়নে দেখা হয় স্বপন আহমেদের। মুহূর্ত ফ্রেমবন্দী করে রাখেন বাংলাদেশি এই পরিচালক। ডায়নার সঙ্গে একটি সেলফি পোস্ট করে নিজের ফেসবুকে স্বপন আহমেদ লিখেছেন, ‘আমি হিল পরিনি, কিন্তু ডায়না পরেছে।’
বিজ্ঞাপন
নতুন প্রজন্মের অভিনয়শিল্পী তানজিম সাইয়ারা তটিনী। নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) ব্যবসায় প্রশাসনের এই শিক্ষার্থী এখন অভিনয়ে বেশ নিয়মিত। যদিও ছোটবেলা থেকে চিকিৎসক হতে চেয়েছিলেন। উচ্চমাধ্যমিকের পর ডাক্তার হওয়ার স্বপ্ন যখন পূরণ হলো না, তখন অনেক খারাপ লেগেছিল। ২০১৯ সালে এক পরিচিত আপুর মাধ্যমে শখের বশে বিজ্ঞাপনের জন্য অডিশন দিয়েছিলেন তটিনী। প্রত্যাশা ছিল না, তবে নিজের সেরাটা দিয়েছিলেন। সেখান থেকেই শুরু। একে একে কাজ করেন ৩০টির বেশি বিজ্ঞাপনচিত্রে। এখন অভিনয়ে যত মনোযোগ। এক দিন আগে তটিনী অভিনীত নতুন নাটক ‘পথে হলো পরিচয়’ মুক্তি পায়। জাকারিয়া সৌখিন পরিচালিত নাটকটিতে অপূর্বর বিপরীতে অভিনয় করেছেন। অপূর্বর সঙ্গে ‘পথে হলো পরিচয়’ নাটকের একটি স্থিরচিত্র পোস্ট করে ফেসবুকে লিখেছেন, ‘ক্রসড ওয়ান মিলিয়ন!’