ফেসবুকে তারকারা বেশির ভাগ সময়ই সরব থাকেন। ভক্তদের সঙ্গে প্রকাশ করেন তাঁদের কাজের খবরসহ নানা ঘটনা। কখনো সেগুলোই বৈচিত্র্য হয়ে ধরা দেয় ভক্তদের কাছে। একনজরে দেখে নিতে পারেন ফেসবুকের পাতা থেকে তারকাদের মনের কথা।
সম্প্রতি ময়মনসিংহে গান করতে গিয়েছিলেন পান্থ কানাই। সেখানকার সেই স্মৃতি স্মরণ করে তিনি লিখেছেন, ‘কিছু তরুণোদ্যম মুহূর্ত ময়মনসিংহ জিলা স্কুলের সঙ্গে! তোমাদের এই তারুণ্য আমাকে অনুপ্রেরণা জোগায় বারবার ভালো কিছু কাজ নিয়ে আসার। তারুণ্যমুখর ভালোবাসা সত্যিই আমাকে আবেগাপ্লুত করেছে। আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো গানের আয়োজনে, নতুন অনেক গান নিয়ে। জয় হোক।’
প্রায় এক যুগের বেশি সময় পর একসঙ্গে পর্দা ভাগাভাগি করলেন অভিনেত্রী শারমিন জোহা শশী ও জ্যোতিকা জ্যোতি। সেই ছবি পোস্ট করে শশী লিখেছেন, ‘সেই “দহন” থেকে তাঁর সঙ্গে পরিচয়, তারপর বন্ধুত্ব। আমাদের রোজ কথা হয় না, দেখা হওয়ার সুযোগ থাকে না। দীর্ঘ বিরতির পরে দেখা হলো “মিলন হবে কত দিনে” নাটকের সেটে। শুধু এটাই মনে হলো বয়স বেড়েছে, জীবনে কত শত প্রাপ্তি বা না পাওয়া এসেছে, আমাদের দেখতে পরিবর্তন এসেছে কিন্তু বন্ধুত্বে আমরা পুরোনো আমরাই রয়ে গেছি!’
বিজ্ঞাপন
হঠাৎ চটেছেন অভিনেতা শাহেদ আলী। তিনি ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘একজন অভিনয়শিল্পীর কাছে, তার প্রথম করা কাজ, প্রথম প্রেমের মতো। সেই প্রেম নিয়ে যারা মিথ্যাচার করে, তারা জাস্ট ব্যাপারী।’
বিজ্ঞাপন
অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর সঙ্গে বেশির ভাগ নাটকে দেখা যায় আনন্দ খালেদকে। তাঁর পছন্দের অভিনেতা অপূর্ব। আজ তাঁর জন্মদিন। তাঁকে নিয়ে আনন্দ খালেদ ফেসবুকে লিখেছেন, ‘আমরা কত সহজে বিরক্ত হয়ে যাই, কত সহজে মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করে ফেলি। সেখানে অপূর্ব ভাইয়ের ধৈর্য দেখে আমি অবাক হয়ে যাই। একবার এক শুটিংয়ে এক ক্যাম্পাসে ১৫-২০ জনের সঙ্গে অপূর্ব ভাই আলাদা আলাদা সেলফি তুললেন হাসিমুখে। সাধারণ দর্শকদের সঙ্গে কমিউনিকেশনের ব্যাপারে আমি অপূর্ব ভাইকে ১০০–তে ১০০ দেব।’