ন্যূনতম বাজেটে সিনেমা নির্মাণ শেখানো হবে শনিবার

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে মাস্টারক্লাস। ২১ জানুয়ারি শনিবার জাতীয় জাদুঘরের সিনেপ্লেক্সে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই মাস্টারক্লাসের আয়োজন করা হয়েছে। স্বাধীন চলচ্চিত্র নির্মাতাদের কাছে সিনেমার বাজেট একটি গুরুত্বপূর্ণ বিষয়। পর্যাপ্ত বাজেট না পাওয়ায় অনেক সময় প্রবল ইচ্ছা থাকলেও নির্মাণ থেকে সরে আসতে বাধ্য হন অনেক নির্মাতা। তবে চাইলে নির্মাতারা ন্যূনতম বাজেটেও নির্মাণ করতে পারেন সিনেমা।

চলচ্চিত্রকর্মী, নির্মাতা, সমালোচক, দর্শকে একাকার ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব প্রাঙ্গণ

অন্যদিকে আনিয়া স্ট্রেলেক স্টোরি টেলিং, সিনেমাটোগ্রাফি, লোকেশন খুঁজে বের করা এবং তথ্যচিত্রের জন্য সাক্ষাৎকারের কৌশল নিয়ে আলোচনা করবেন। এ ছাড়া ছোট দল নিয়ে কীভাবে কাজ করা যায়, আন্তর্জাতিক পরিবেশে কীভাবে কাজ করতে হয় সেই সম্পর্কেও আলোচনা করা হবে এই মাস্টারক্লাসে।

দিনভর এ আয়োজনের আরেক সেশনে আলোচনা করবেন ঢাকার চিত্রনাট্যকার সাদিয়া খালিদ ও নির্মাতা তাসমিয়াহ্ আফরিন। চিত্রনাট্য কীভাবে উপস্থাপন করতে হয় এবং বৈশ্বিক দৃষ্টিকোণ থেকে চলচ্চিত্র সমালোচনা নিয়ে কথা বলবেন সাদিয়া খালিদ। আর তাসমিয়াহ্ আফরিন ল্যাবের জন্য সিনেমার প্রকল্প লেখা এবং উপস্থাপনের বিষয়ে আলোচনা করবেন। মাস্টারক্লাসের সমন্বয় করবেন ঢাকার চিত্রসমালোচক ও সাংবাদিক বিধান রিবেরু।

এই মাস্টারক্লাস সবার জন্য উন্মুক্ত। বিনা মূল্যে সবাই এই ক্লাসে অংশ নিতে পারবেন স্থান থাকা সাপেক্ষে।

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হয় সাংস্কৃতিক পরিবেশনা দিয়ে। ছবি: তানভীর আহাম্মেদ

‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’ স্লোগান নিয়ে শুরু হওয়া ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব চলবে ২২ জানুয়ারি পর্যন্ত। ৯ দিনের এ উৎসবে এশিয়ান প্রতিযোগিতা বিভাগ, রেট্রোস্পেকটিভ, বাংলাদেশ প্যানারোমা, ওয়াইড অ্যাঙ্গেল, সিনেমা অব দ্য ওয়ার্ল্ড, শিশুতোষ চলচ্চিত্র, স্পিরিচুয়াল, ওমেন ফিল্মমেকারস, স্বল্পদৈর্ঘ্য ও স্বাধীন চলচ্চিত্র বিভাগে ৭১টি দেশের ২৫২টি সিনেমা প্রদর্শিত হবে। প্রতিদিন ৫টি ভেন্যুতে দেখানো হবে ১২৯টি পূর্ণদৈর্ঘ্য ও ১২৩টি স্বল্পদৈর্ঘ্য ও স্বাধীন চলচ্চিত্র।