দ্বাবিংশ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্মাতা লীসা গাজীর বাড়ির নাম শাহানা ও নির্মাতা সৈয়দা নিগার বানুর নোনা পানি সিনেমার প্রিমিয়ার হচ্ছে।
রেইনবো ফিল্ম সোসাইটির আয়োজনে গত শনিবার থেকে শুরু হয়েছে এই চলচ্চিত্র উৎসব, চলবে ২৮ জানুয়ারি পর্যন্ত।
আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় জাতীয় জাদুঘরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মিলনায়তনে বাড়ির নাম শাহানা প্রদর্শিত হবে। নব্বইয়ের দশকের দৃঢ়চেতা এক নারী দীপার বেঁচে থাকার লড়াইয়ের গল্পে নির্মিত হয়েছে সিনেমাটি। এতে দীপা চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী আনান সিদ্দিকা।
লীসা গাজী এক ফেসবুক পোস্টে বলেন, ‘এই সিনেমার বাংলাদেশ প্রিমিয়ারের আগমুহূর্তে আমাকে একধরনের বিহ্বলতা পেয়ে বসেছে। আমরা যারা ছবিটা বানিয়েছি, তাদের প্রত্যেকের শ্রম, মেধা, স্থিরকল্প আর ভালোবাসার ফসল এই ছায়াছবি।’
লন্ডনভিত্তিক প্রযোজনা প্রতিষ্ঠান কমলা কালেক্টিভের এই সিনেমা গত বছর মুম্বাইয়ের জিও মামি মুম্বাই চলচ্চিত্র উৎসবে ‘জেন্ডার সেনসিটিভিটি অ্যাওয়ার্ড’ ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে।
খুলনা অঞ্চলের মানুষের জীবনের গল্প নিয়ে নির্মিত নোনা পানি সিনেমার প্রিমিয়ার হচ্ছে ঢাকায়। ২৬ জানুয়ারি জাতীয় জাদুঘরের একই মিলনায়তনে ছবিটি প্রদর্শিত হবে। এর আগে নোনা পানি কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসা কুড়িয়েছে এবং শ্রীলংকার জাফনা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কার পেয়েছে।
নোনা পানি সিনেমাটি প্রযোজনা করেছে বেঙ্গল চলচ্চিত্র উন্নয়ন ফোরাম। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বিলকিস বানু, রাকিবুল হক রিপন, জয়িতা মহলনাবিশ, রুবল লোদী, জয়ন্ত চট্টোপাধ্যায়, বীণা মজুমদার, সুকান্ত সরকার প্রমুখ।
এই উৎসবে চলচ্চিত্রকার মৃণাল সেনকে নিয়ে নির্মাতা ও গায়ক অঞ্জন দত্তের সিনেমা চালচিত্র এখন-এর দুটি প্রদর্শনী রয়েছে। ছবিটি ২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ জুরি অ্যাওয়ার্ড পেয়েছে।
সিনেমাটি নিয়ে অঞ্জন দত্ত এক ফেসবুক পোস্টে বলেছেন, ‘আমার মনে হয় এযাবৎকাল পর্যন্ত যা যা ছবি বানিয়েছি, এটা তার মধ্যে সব থেকে স্বতঃস্ফূর্তভাবে বানিয়েছি। আমি এখানে কোনো কাল্পনিক গল্প বলিনি। এই মানুষটার সঙ্গে আমার যা যা স্মৃতি আছে, সেটাকেই পরপর তুলে ধরেছি। আমি জানি, দর্শকরা হয়তো অনেকেই এই ছবি পছন্দ করবেন না। তবু আমি বিশ্বাস করি, এখনো এমন কিছু দর্শক গোটা পৃথিবীজুড়ে আছেন, যাঁরা এই ধরনের সিনেমা পছন্দ করেন। সংখ্যাটা কম হলেও আমার জন্য অনেকটাই বড়।’
১৯৮১ সালে মৃণাল সেনের চালচিত্র সিনেমা দিয়েই অভিনয়ে নাম লিখিয়েছিলেন অঞ্জন দত্ত। চালচিত্র এখন সিনেমায় মৃণাল সেনের ভূমিকায় অভিনয় করেছেন অঞ্জন দত্ত। আরও আছেন শাওন চক্রবর্তী, সুপ্রভাত দাস, বিদীপ্তা চক্রবর্তী।
ঢাকা চলচ্চিত্র উৎসবে ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকায় আজ বিকেল সাড়ে চারটায় সিনেমাটির প্রথম প্রদর্শনী রয়েছে। ২৬ জানুয়ারি বিকেল পাঁচটায় জাতীয় জাদুঘরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মিলনায়তনে সিনেমাটির আরেকটি প্রদর্শনী রয়েছে। প্রদর্শনী শেষে দর্শকের মুখোমুখি হবেন নির্মাতা অঞ্জন দত্ত। পরদিন একই মিলনায়তনে মাস্টারক্লাসে থাকবেন অঞ্জন দত্ত।
আজ যেসব সিনেমা দেখতে পারেন
জাতীয় জাদুঘর (বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মিলনায়তন)
সকাল ১০টা ৩০: হ্যাপিনেস, আসগার ওজাবায়েভ (কাজাখস্তান), সন্ধ্যা ৭টা: বাড়ির নাম শাহানা, লীসা গাজী (বাংলাদেশ ও যুক্তরাজ্য)।
জাতীয় জাদুঘর (সুফিয়া কামাল মিলনায়তন)
বেলা ১টা: বাটারফ্লাই ম্যান, মিত্রা রুহিমানেস (ইরান), বিকেল ৫টা: হোয়েন বুদ্ধা রিটার্নস হোম, ইকবাল হাসান খান (বাংলাদেশ)।
বাংলাদেশ শিল্পকলা একাডেমি (জাতীয় চিত্রশালা মিলনায়তন)
সকাল ১০টা ৩০ মিনিট: লং লিভ লাভ, প্রিয়াকার্ন বুটপ্রাসার্ট (থাইল্যান্ড), বেলা ১টা: ক্লাউডি মাউন্টেন, জুন লি (চীন)।
বাংলাদেশ শিল্পকলা একাডেমি (জাতীয় সংগীত ও নৃত্যকলা মিলনায়তন)
সকাল ১০টা ৩০ মিনিট: মোমো ইন দুবাই, আমিন আসলাম (ভারত), বেলা ১টা: মাই গার্লফ্রেন্ড, কাথার ইউনিস (মিসর)।
বাংলাদেশ শিল্পকলা একাডেমি (জাতীয় চিত্রশালা মিলনায়তন, ষষ্ঠ তলা)
সকাল ১০টা ৩০ মিনিট: এম্পটি চার্চ, মাকস ম্যাকসিমোভ (বেলারুশ)
আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকা, ধানমন্ডি
বিকেল ৪টা ৩০ মিনিট: চালচিত্র এখন, অঞ্জন দত্ত (ভারত)।