আড্ডা, গল্প, কথা ও হাসিতে সময় পার

তারকা–শিল্পী–সংস্কৃতিজনেরা মেতে উঠলেন আনন্দ–আড্ডায়। ২২ সেপ্টেম্বর ২০২৩ ঢাকার একটি পাঁচতারা হোটেলে। উপলক্ষ মেরিল–প্রথম আলো পুরস্কার অনুষ্ঠানের সফল আয়োজন—অনুষ্ঠানে তারকাদের অংশগ্রহণ, সাফল্য ও সমর্থন উদ্‌যাপন। কোনো বক্তৃতা নয়, এমনকি নয় কোনো নাচ–গান–কৌতুক। মাইক্রোফোনের কোনো বালাই ছিল না। স্রেফ আড্ডা। গল্প, কথা, হাসি। ছবি তোলা আর নৈশভোজ। কবির হোসেনের তোলা ছবিতে একনজরে দেখে নেওয়া যাক আনন্দ–আড্ডার কিছু মুহূর্ত
‘পরাণ’ ছবিতে অভিনয়ের জন্য তারকা জরিপে সেরা নায়িকার পুরস্কার জিতেছেন বিদ্যা সিনহা মিম। শুক্রবার দেশ ও দেশের বাইরের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘অন্তর্জাল’ ছবিটি। সন্ধ্যায় ছবির বিশেষ প্রদর্শনী শেষে ছুটে আসেন আনন্দ–আড্ডায়। দেখা হয় দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের সঙ্গে। প্রিয় অভিনেত্রীকে কাছে পেয়ে আনন্দে মেতে ওঠেন মিম। দুষ্টুমির মুহূর্তে এভাবে ক্যামেরাবন্দী হন দুজনে।
ছবি : প্রথম আলো
আনন্দ–আড্ডার ফাঁকে ছবিতে এভাবেই ধরা দেন (বাঁ থেকে) মেহজাবীন, কানিজ আলমাস খান, নুজহাত খান, জয়া আহসান, র‌্যাচেল প্রিয়াংকা, চঞ্চল চৌধুরী ও আজমেরী হক বাঁধন।
ছবিতে সাফা কবির, মুমতাহিনা টয়া, প্রার্থনা ফারদীন দীঘি, তানজিয়া জামান মিথিলা, আশনা হাবিব ভাবনা ও সারিকা সাবরিন।
আড্ডার ফাঁকে ছবি তোলায় বেশ স্বতঃস্ফূর্ত ছিলেন তারকা। আড্ডার মুহূর্ত ধরে রাখতে চাইছিলেন তাঁরাও। তেমনি একটি মুহূর্তে (বাঁ থেকে) সজল, সারিকা, বাঁধন, চঞ্চল চৌধুরী, জয়া আহসান, বিদ্যা সিনহা মিম, মুমতাহিনা টয়া ও তানজিয়া জামান মিথিলা।
স্কয়ার টয়লেট্রিজের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরীর (ডান থেকে তৃতীয়) সঙ্গে দেখা হওয়ার মুহূর্তটা ধরে রাখতে চাইছিলেন আনন্দ–আড্ডায় আগত শিল্পীরা। তেমনই এক মুহূর্তে (বাঁ থেকে) সারিকা, সজল, মিম, মিথিলা ও টয়া।
মেরিল–প্রথম আলো পুরস্কারের এবারের আসরে একটি পরিবেশনায় অংশ নেন সজল ও দীঘি। দুজনে তাই আনন্দ–আড্ডার আয়োজনও মিস করতে চাননি। উত্তরায় একটি নাটকের শুটিং শেষে আসেন আয়োজনস্থলে, অন্যদিকে দীঘি এসেছিলেন একটি ইভেন্ট থেকে। দুজনে একসঙ্গে ছবি তুলে মুহূর্তটি ধরে রাখেন এভাবেই।
‘হাওয়া’ ছবির জন্য তারকা জরিপে সেরা অভিনেতা হয়েছেন চঞ্চল চৌধুরী। একই আসরে ‘দুই দিনের দুনিয়া’ ছবিতে অভিনয় করে সমালোচক বিভাগে সেরা অভিনয়শিল্পী নির্বাচিত হন তিনি। আনন্দ–আড্ডায় এসেছিলেন চঞ্চল। সেখানেই দেখা হয় অভিনয়শিল্পী জয়া আহসান ও স্কয়ার টয়লেট্রিজের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরীর সঙ্গে।  
টয়া ও সাফা কবির দুজনে খুব ভালো বন্ধু। আনন্দ–আড্ডায় এসেছিলেন তাঁরা দুজন। একসময় সেলফি তুললেন তাঁরা।
মেরিল-প্রথম আলো পুরস্কারের এবারের আসরে একাধিক পরিবেশনায় গান গেয়েছেন কিশোর, সাব্বির, ঝিলিক, রাজীব ও ইউসুফ। আনন্দ–আড্ডার আয়োজনে এসেছিলেন তাঁরা। মেতে ওঠেন আড্ডায়।