এমিলির বয়স কত? এটাই ভক্তরা বেশি জানতে চান

চরিত্র দিয়ে বোঝা যায় না বয়স কত। টানা এক যুগ ধরে একই রকমভাবে তাঁর উপস্থিতি দর্শকদের যেন বিভ্রান্তই করে। যে কারণেই হয়তো অনলাইনে এই অভিনেত্রীকে নিয়ে ভক্তরা সবচেয়ে বেশি জানতে চান তাঁর বয়স কত? বলছি আলোচিত অভিনেত্রী এমিলি ব্লান্টের কথা। গতকাল ছিল তাঁর জন্মদিন। বিশেষ এই দিনে ছবিতে জেনে নিতে পারেন জানা–অজানা এমিলিকে।
২০ বছর বয়সে টিভি সিরিজ দিয়ে তিনি অভিনয়ে নাম লেখান। সাড়ে ৫ রেটিংয়ের গড়পড়তা সেই সিরিজের নাম ছিল ‘ওয়ারিওর কুইন’। ২০০৪ সালে ‘মাই সামার অব লাভ’ সিনেমায় নাম লিখিয়ে প্রথম আলোচনায় আসেন।
ছবি: আইএমডিবি
এমিলি ব্লান্ট এখনো সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করেন না।
ছবি: আইএমডিবি
সর্বশেষ ‘ওপেনহাইমার’, ‘দ্য ফল গাই’ সিনেমা দিয়ে আলোচনায় এলেও তিনি সবচেয়ে বেশি আলোচনায় এসেছেন ‘এজ অব টুমরো’ সিনেমা দিয়ে।
ছবি: আইএমডিবি
এমিলি ৪ মাসের সন্তান পেটে নিয়ে ‘দ্য গার্ল অন দ্য ট্রেন’ সিনেমার মারপিটের দৃশ্যে অংশ নেন। এটা ছিল তাঁর দ্বিতীয় সন্তান। তার আগে ৬ মাসের প্রথম সন্তান গর্ভে নিয়ে তিনি ‘ইনটু দ্য উডস’ সিনেমার শুটিং শেষ করেন।
স্টিভেন স্পিলবার্গ ‘জোস’ তাঁর পছন্দের সিনেমা। সিনেমাটি ১০ বছর বয়সে দেখেছিলেন। এখনো পছন্দের সিনেমার তালিকায় এটি শীর্ষে। তাঁর পছন্দের অভিনেত্রী মেরিল স্ট্রিপ।
দীর্ঘ ক্যারিয়ারে এই অভিনেত্রী ৪১ বছর পার করলেন। তাঁর জন্ম ১৯৮৩ সালের ২৩ ফেব্রুয়ারি। অনেকেই এই অভিনেত্রীর উচ্চতা নিয়ে প্রশ্ন করেন। তাঁর উচ্চতা ৫ ফুট ৭ ইঞ্চি।