চরিত্র দিয়ে বোঝা যায় না বয়স কত। টানা এক যুগ ধরে একই রকমভাবে তাঁর উপস্থিতি দর্শকদের যেন বিভ্রান্তই করে। যে কারণেই হয়তো অনলাইনে এই অভিনেত্রীকে নিয়ে ভক্তরা সবচেয়ে বেশি জানতে চান তাঁর বয়স কত? বলছি আলোচিত অভিনেত্রী এমিলি ব্লান্টের কথা। গতকাল ছিল তাঁর জন্মদিন। বিশেষ এই দিনে ছবিতে জেনে নিতে পারেন জানা–অজানা এমিলিকে।