গত আট বছর ধরে ‘জন উইক’ সিনেমা সিরিজে আততায়ী রূপে হাজির হয়ে ভক্তদের রীতিমতো ঘুম হারাম করে দিচ্ছেন কিয়ানু রিভস। বলা হচ্ছে এই সিরিজ দিয়েই নিজের মৃতপ্রায় ক্যারিয়ারকে নতুন জীবন দিয়েছেন অভিনেতা। পর্দায় কাঁপানো রিভস যে লেখক পরিচয়ে আত্মপ্রকাশ করেছেন, সে খবর আগেই জানা ছিল। বেশ ঘটা করে জানিয়েছিলেন তাঁর প্রথম কমিক বই ‘বিজারকার’ লেখার খবর। বই নিয়ে গত শুক্রবার তিনি হাজির হয়েছিলেন এবারের কমিক-কনে।
সেদিন উৎসবে সব আলো নিজের দিকে টেনে নিয়েছিলেন ৫৭ বছর বয়সী অভিনেতা। কমি-কনে রিভস কথা বলেন লেখালেখি ও যৌথভাবে তাঁর লেখা বইটির চলচ্চিত্রায়ন নিয়ে। বইটি নিয়ে অভিনেতা রিভস বলেন, ‘যখন বইটির প্রথম ভলিউম আমার হাতে পৌঁছায়, তখন মনে হচ্ছিল ক্রিসমাস শুরু হয়ে গেছে। পড়ার পর মনে হলো অসাধারণ। আমার জীবনের সেরা সৃজনশীল কাজগুলোর একটি।’
বইটিতে রিভসের সহলেখক ম্যাট কিন্ড। ‘বিজারকার’-এর গল্প এখানেই শেষ নয়, জানা গেছে বইটি অবলম্বনে স্পিন-অফ সিরিজ তৈরি করবে নেটফ্লিক্স। সে সিরিজে প্রধান চরিত্রে কণ্ঠ দেবেন রিভস নিজেই। এ ছাড়া স্ট্রিমিং সাইটটি বইটি থেকে তৈরি করবে পূর্ণদৈর্ঘ্য সিনেমা। যেখানে প্রধান চরিত্রে অভিনয়ের সঙ্গে ছবিটি প্রযোজনাও করবেন রিভস।
বই নিয়ে নানা কথা হলেও ভক্তদের আগ্রহ ছিল কিয়ানু রিভসের সিনেমা নিয়েও। বিশেষ করে মুক্তির অপেক্ষায় থাকা ‘জন উইক ৪’ নিয়ে। তাদেরও নিরাশ করেননি এ অভিনেতা। মুক্তি দিয়েছেন ছবিটির টিজার। ২০২৩ সালের ২৪ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি।