৪০ বছর বয়সী নারীর সঙ্গে ২৪ বছরের তরুণের প্রেমের গল্পটি দেখছেন দর্শক

ইন্টারনেট মুভি ডেটাবেজ (আইএমডিবি) বিশ্বের সবচেয়ে বড় অনলাইন চলচ্চিত্রের তথ্যভান্ডার। এখান থেকে জানা যায় বিশ্বের কোন সিনেমা নিয়ে ভক্তদের আগ্রহ বেশি। আইএমডিবি নিয়মিত সপ্তাহের জনপ্রিয়তায় থাকা সিনেমার তালিকা তৈরি করে। আসুন, জেনে নিই এ সপ্তাহের সেরা ৫ সিনেমার তালিকায় কোন কোন সিনেমা রয়েছে।
অ্যামাজন প্রাইম ভিডিওতে গত ১১ এপ্রিল মুক্তি পায় অ্যাকশন, অ্যাডভেঞ্চার ও ড্রামা ঘরানার সিরিজ ‘ফলআউট’। ভবিষ্যৎ পরমাণুর প্রভাব থেকে কীভাবে মানুষ রক্ষা পাবে, সেটাই উঠে এসেছে এই সিরিজে, যা এখনো দর্শকদের পছন্দের তালিকায় রয়েছে। এর আইএমডিবি রেটিং ৮ দশমিক ৫।
ছবি: আইএমডিবি
একজন লেখক ও পারফরমারকে ঘিরেই মিনি কমেডি সিরিজ ‘বেবি রেইন্ডার’। রিচার্ড গাডের এই সিরিজের রেটিং ৭ দশমিক ৯। গত মাসে মুক্তি পাওয়া সিরিজটি দর্শকের পছন্দের তালিকায় ২ নম্বরে রয়েছে।
তরুণ এক জনপ্রিয় গায়কের সঙ্গে হঠাৎ করেই এক নারীর পরিচয়। নারীটির আগে বিবাহবিচ্ছেদ হয়েছে। পরিচয়ের পর তরুণ সেই গায়ক ৪০ বছর বয়সী এই নারীর প্রেমে পড়েন। এ সম্পর্ক নিয়ে নানা ঘটনা ঘটতে থাকে। সেই গল্প নিয়ে ‘দ্য আইডিয়া অব ইউ’। সিনেমাটির রেটিং ৬ দশমিক ৪।
‘কিংডম অব দ্য প্ল্যানেট অব দ্য এপস’ মুক্তি পেয়েছে ১০ মে। সিনেমাটি ইতিমধ্যে ২২ হাজার ভোট পেয়েছে। এর আইএমডিবি রেটিং ৭ দশমিক ৩। অ্যাডভেঞ্চার ঘরানার সিনেমাটির গল্প দর্শক পছন্দ করেছেন।
আত্মজৈবনিক ঘরানার কমেডি সিনেমা ‘আনফ্রস্টেড’। মে মাসের ৩ তারিখে মুক্তি পায় এটি। সিনেমাটির রেটিং কম হলেও দর্শক এখনো দেখছেন গল্পটি। এটি ৫ নম্বরে রয়েছে। এটি পরিচালনা করেছেন জেরি সেইনফেল্ড।