স্মার্টফোন ব্যবহার করেন না, ইন্টারনেট থেকে দূরে থাকেন এই পরিচালক

ক্রিস্টোফার নোলান
রয়টার্স

দুই যুগ ধরে ক্রিস্টোফার নোলানের সিনেমায় বুঁদ দর্শকেরা। তাঁর সিনেমা নানা কারণেই ব্যতিক্রম। জনপ্রিয় ধারার সুপারহিরো থাকে না তাঁর সিনেমায়, নেই প্রযুক্তির অতি ব্যবহারও। তারপরও নতুন সিনেমায় মুক্তির পর হুমড়ি খেয়ে পড়ে দর্শক। ছবি মুক্তির আগে তাঁকে সেভাবে পাওয়াও যায় না। তাই তাঁর ব্যক্তিজীবন নিয়েও অনেক ভক্তের কৌতূহলের শেষ নেই। ‘ওপেনহাইমার’ মুক্তির আগে হলিউড রিপোর্টারকে দেওয়া সাক্ষাৎকারে নোলান ফাঁস করলেন ব্যক্তিগত জীবনের কিছু কথাও।

হলিউড রিপোর্টারকে ক্রিস্টোফার নোলান জানিয়েছেন, তিনি স্মার্টফোন ব্যবহার করেন না। এ নিয়ে তাঁর স্ত্রী, সন্তানেরাও পরিচালককে বোকা ভাবেন। পরিচালক বলেন, ‘আমি খুব দ্রুতই মনোসংযোগ হারাই।

‘ওপেনহাইমার’ সিনেমার অভিনয়শিল্পীদের সঙ্গে ক্রিস্টোফার নোলান

সেই কারণেই সব সময় নিজেকে ইন্টারনেটের পরিধির মধ্যে রাখি না। কারণ, একঘেয়েমি দেখা দিলেই মানুষ ইন্টারনেটের দিকে ঝোঁকেন। আমি দুটো কাজের মাঝের ফাঁকা সময়টা অন্যভাবে কাজে লাগাই।

ওই সময়েই আমি সব থেকে ভালোভাবে চিন্তা করতে পারি। আমার বেশির ভাগ ভালো ভাবনা সেখান থেকেই আসে। অনলাইনে সময় নষ্ট করার থেকে তাতে আখেরে আমারই লাভ হয়।’

একই সাক্ষাৎকারে পরিচালক আরও জানান, তিনি এমন ফোন ব্যবহার করেন যেটাতে ইন্টারনেট সহজে ব্যবহার করা যায় না। চিত্রনাট্য লেখার সময়ও এমন কম্পিউটার ব্যবহার করেন, যেখানে ইন্টারনেট সংযোগ নেই।

আগামীকাল মুক্তির অপেক্ষায় থাকা ‘ওপেনহাইমার’-এ অভিনয় করেছেন কিলিয়ান মার্ফি, এমিলি ব্লান্ট, ম্যাট ডেমন, রবার্ট ডাউনি জুনিয়র, ফোরেন্স পিউ, কেসি অ্যাফ্লেক, রামি মালিক প্রমুখ।

‘ওপেনহাইমার’ সিনেমার দৃশ্য। আইএমডিবি