সেই দ্বীপে ফুরফুরে মেজাজে জিজি হাদিদ

গাঁজা নিয়ে কেইম্যান দ্বীপে গিয়ে আইনি জটিলতার মুখে পড়েছিলেন মার্কিন সুপার মডেল জিজি হাদিদ, আইনি জটিলতা পেরিয়ে ছাড়া পেয়ে ফুরফুরে মেজাজে দিন কাটছে তাঁর।
বন্ধু লিয়াহ ম্যাকার্থিকে নিয়ে সমুদ্রঘেঁষা একটি রিসোর্টে উঠেছেন হাদিদ। কয়েকটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে হাদিদ লিখেছেন, ‘শেষ ভালো যাঁর, সব ভালো তাঁর।’
ছবি: ইনস্টাগ্রাম
নীল জলের সমুদ্রে আসন পেতে সমুদ্রের গর্জন শুনতে দেখা গেছে তাঁদের
ঘোরাঘুরির ফাঁকে সামুদ্রিক খাবারের স্বাদও নিয়েছেন তাঁরা
১০ জুলাই একটি ব্যক্তিগত উড়োজাহাজে চেপে কেইম্যানের রবার্টস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে নামেন তিনি। তল্লাশি চালিয়ে তাঁর লাগেজে গাঁজা পাওয়ায় বন্ধুসহ জিজি হাদিদকে গ্রেপ্তার করা হয়
আদালতে দোষ স্বীকার করে ১২ জুলাই ছাড়া পান তাঁরা। জিজি হাদিদের প্রতিনিধি বলেছেন, মেডিকেল লাইসেন্স দেখিয়ে বৈধভাবে নিউইয়র্ক থেকে গাঁজা কিনেছেন জিজি হাদিদ