দেখে নিন সর্বকালের সেরা ১০টি সিরিজের তালিকা

সম্প্রতি বিশ্বের সর্বকালের সেরা ১০০টি টেলিভিশন অনুষ্ঠানের তালিকা প্রকাশ করেছে রোলিং স্টোন ম্যাগাজিন। এ তালিকায় জায়গা করে নিয়েছে ১৯৭০ থেকে ২০১৬ সালে মুক্তি পাওয়া টেলিভিশন সিরিজ। তালিকায় নেই গত ৬ বছরে মুক্তি পাওয়া কোনো সিরিজ। তালিকার সেরা ১০ সিরিজ দেখে নিতে পারেন।
‘দ্য মেরি টেইলর মোর শো’ টেলিভিশন সিরিজটি এই তালিকায় ১০ নম্বরে রয়েছে। ১৯৭০ সাল থেকে ৭ বছর ধরে সিরিজটি প্রচার হয়।
ছবি: আইএমডিবি
কমেডি ও ড্রামা ঘরানার সিরিজ ‘আটলান্টা’ দর্শকদের মাঝে তুমুল আলোচনা তৈরি করেছিল। ২০১৬ সাল থেকে শুরু হয়ে চলতি বছরে প্রচার শেষ হয় সিরিটির। এটি তালিকায় ৯ নম্বরে রয়েছে।
‘চেয়ারস’ সিরিজটি এই তালিকায় ৮ নম্বরে রয়েছে। ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত সিরিজটি প্রচার হয়।
ড্রামা ঘরানার সিরিজ ‘ম্যাড মেন’ এ তালিকায় ৭ নম্বরে রয়েছে। ২০০৭ থেকে ২০১৫ সাল পর্যন্ত এটি প্রচার হয়।
কমেডি ঘরানার সিরিজ ‘সেইনফেল্ড’। সিরিজটির আইএমডিবি রেটিং ৮.৯। ১৯৮৯ প্রচার শুরু হয়ে ১৯৯৮ সালে শেষ হয়। তালিকায় ৬ নম্বরে রয়েছে সিরিজটি।
কমেডি ও ড্রামা সিরিজ ‘ফ্লিব্যাগ’ এই তালিকায় ৫ নম্বরে রয়েছে। প্রচারকাল ২০১৬ থেকে ২০১৯ সাল।
‘দ্য ওয়ার’ রয়েছে এই তালিকায় ৪ নম্বরে। ২০০২ সাল থেকে এটি প্রচার শুরু হয়। শেষ হয় ২০০৮ সালে।
‘ব্রেকিং ব্যাড’ সিরিজের নাম শোনেননি এমন সিরিজপ্রেমী পাওয়া কঠিন। সিরিজটি ২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত প্রচারিত হয়। তালিকায় সিরিজটি ৩ নম্বরে রয়েছে।
অ্যানিমেশন ঘরানার সিরিজ ‘দ্য সিম্পসনস’ এ তালিকায় ২ নম্বরে জায়গা করে নিয়েছে। ১৯৮৯ সাল থেকে এখনো এটি প্রচারিত হচ্ছে।
এই তালিকায় ১ নম্বরে রয়েছে ক্রাইম ঘরানার ড্রামা সিরিজ ‘দ্য সপরানোস’। এটি ১৯৯৯ থেকে ২০০৭ সাল পর্যন্ত প্রচারিত হয়।