গ্রেপ্তার হওয়া কে এই আরব-ইসরায়েলি অভিনেত্রী?

ফিলিস্তিন-ইসরায়েলের চলমান ধ্বংসাত্মক যুদ্ধ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট করায় জনপ্রিয় আরব-ইসরায়েলি অভিনেত্রী মাইসা আবদেল হাদিকে গ্রেপ্তার করেছে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী। ইনস্টাগ্রাম থেকে নেওয়া ছবিতে থাকল আরও তথ্য।
ইসরায়েলের উত্তরাঞ্চলীয় শহর নাজারেথে এক মুসলমান পরিবারে জন্ম মাইসা আবদেল হাদির। অভিনয়ের ওপর পড়াশোনা শেষ করে অভিনয়কেই পেশা হিসেবে বেছে নেন মাইসা
ছবি: ইনস্টাগ্রাম
‘আইজ অব আ থিফ’, ‘৩০০০ নাইটস’, ‘দ্য অ্যাঞ্জেল’, ‘বাগদাদ সেন্ট্রাল’সহ বেশ কয়েকটি ইসরায়েলি ও আন্তর্জাতিক সিনেমায় অভিনয় করে খ্যাতি পেয়েছেন ৩৭ বছর বয়সী এই অভিনেত্রী
মাইসা আবদেল ফিলিস্তিনের নাগরিকদের অধিকার নিয়ে বরাবরই সোচ্চার এবং ইসরায়েল সরকারের সমালোচনা করতে দেখা গেছে তাঁকে। ছবি: ইনস্টাগ্রাম
২০১১ সালে দুবাই আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন মাইসা
ফিলিস্তিন-ইসরায়েলের চলমান ধ্বংসাত্মক যুদ্ধ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করায় মাইসাকে গত সোমবার গ্রেপ্তার করেছে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী। মাইসার বিরুদ্ধে অভিযোগ, ফিলিস্তিনি সংগঠন হামাসের ৭ অক্টোবরের হামলার পর ‘সন্ত্রাসবাদকে উসকে’ দিতে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন তিনি। আগামীকাল বৃহস্পতিবার পর্যন্ত মাইসাকে আটক থাকতে হতে পারে