অস্ট্রেলীয় অভিনেত্রী এলিজাবেথ ডেবিকি নজর কাড়েন বিবিসির সিরিজ দ্য নাইট ম্যানেজার দিয়ে। পরে নেটফ্লিক্সের বহুল চর্চিত সিরিজ ‘দ্য ক্রাউন’-এ প্রিন্সেস ডায়ানার চরিত্রে অভিনয় করে গোল্ডেন গ্লোব, ক্রিটিকস চয়েজ, স্ক্রিন অ্যাক্টরস গিল্ডসহ অনেক পুরস্কার জেতেন। তবে পর্দায় ডায়ানা হতে গিয়ে যে কঠিন সংগ্রাম করতে হয়েছিল, তা থেকে বের হতে পারছিলেন না অভিনেত্রী। সম্প্রতি ফোর্বস সাময়িকীর সঙ্গে সাক্ষাৎকারে ডেবিকি কথা বলেছেন নতুন সিনেমা নিয়ে। জানিয়েছেন, এই সিনেমা তাঁকে ডায়ানার চরিত্র থেকে বের হতে সাহায্য করেছে।
গত কয়েক বছরে বিভিন্ন সিনেমা ও সিরিজে ‘প্রিন্সেস ডায়ানা’কে দেখা গেছে। এমা করিন, ক্রিস্টেন স্টুয়ার্টসহ কয়েক অভিনেত্রীকে দেখা গেছে প্রয়াত রাজকুমারীর চরিত্রে।
মৃত্যুর এত বছর পরও বিশ্বজুড়ে জনপ্রিয় এক চরিত্র প্রিন্সেস ডায়ানা। কেমন ছিল তাঁর চরিত্রে অভিনয়ের প্রস্তুতি? এ প্রসঙ্গে ডেবিকি বলেন, সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল, ডায়ানা সম্পর্কে নানা তথ্য জেনে নিজেকে ঠিকভাবে তৈরি করা। ডায়ানা সম্পর্কে এত তথ্য ছিল যে সেটিকে ‘তথ্যের সুনামি’ বলেও অভিহিত করেন ৩৩ বছর বয়সী অভিনেত্রী।
পর্দার ডায়ানা চরিত্রটি থেকে তিনি যখন বের হতে হিমশিম খাচ্ছেন, তখনই তিনি পান ম্যাক্সিন সিনেমার প্রস্তাব। এটি ২০২২ সালে মুক্তি পাওয়া এক্স সিনেমার সিকুয়েল ও এক্স ফ্র্যাঞ্চাইজির অংশ। স্ল্যাশার অ্যাকশন থ্রিলার সিনেমাটিতে এক নির্মাতার চরিত্রে অভিনয় করেছেন ডেবিকি।
এ ছবির প্রস্তাব পাওয়ার পর আর দ্বিতীয়বার চিন্তা করেননি অভিনেত্রী। ‘ফোর্বস’-এর সঙ্গে সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন, এই সিনেমা তাঁর কাছে ছিল ‘তাজা হাওয়া’র মতোই, যা অনেকটা ওষুধের কাজ করেছে। ডেবিকির ভাষ্যে, ‘“দ্য ক্রাউন” শেষ করার পর এ ছবি করি। এটা আমার সব ক্লান্তি যেন ধুয়েমুছে সাফ করে দিয়েছে।’ ডেবিকি সাধারণত সিরিয়াস ধরনের সিনেমা করেন, তাই এ সিনেমার প্রস্তাব পেয়ে নিজেও চমকে গিয়েছিলেন।
তিনি বলেন, ‘আমি ঠিক জানি না, কেন তাঁরা চরিত্রটির জন্য আমাকে ভেবেছেন। তবে নির্মাতা যেভাবে আপনাকে ভাবেন, সেটা হয়ে ওঠাই অভিনেত্রীর কাজ। চিত্রনাট্য পড়ার পর রীতিমতো মুগ্ধ হই। যেসব চিত্রনাট্য পড়ে আমি সবচেয়ে মজা পেয়েছি, সেগুলোর একটি এটি।’
টাই ওয়েস্ট পরিচালিত ‘ম্যাক্সিন’ ছবিটি গত শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। সিনেমাটিতে এলিজাবেথ ডেবিকি ছাড়াও অভিনয় করেছেন মোসেস সামনি, মিয়া গথ, লিলি কলিন্স প্রমুখ।