জেমস ক্যামেরন। রয়টার্স
জেমস ক্যামেরন। রয়টার্স

এআই কোম্পানিতে যোগ দিলেন ‘টাইটানিক’ নির্মাতা

কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (এআই) প্রতিষ্ঠান স্ট্যাবিলিটি এআইয়ে যোগ দিলেন ‘টাইটানিক’ নির্মাতা জেমস ক্যামেরন। প্রতিষ্ঠানটির নির্বাহী লিডারশিপ টিমের নতুন সদস্য তিনি। এক বিবৃতিতে খবরটি জানিয়েছে স্ট্যাবিলিটি এআই। খবর বিবিসির

‘জেমস ক্যামেরন ভবিষ্যতে বাস করেন আর অপেক্ষা করেন কখন আমরা পৌঁছাব। তিনি গত জুন মাসে তিনি আমাদের প্রতিষ্ঠানে যোগ দিয়েছেন।’ বিবৃতিতে জানায় স্ট্যাবিলিটি এআই।

সিনেমায় যেসব নির্মাতারা প্রথম সিজিআই (কম্পিউটার জেনারেটেড ইমেজ) ব্যবহার করেন, ক্যামেরন তাঁদের অন্যতম। ‘অ্যাভাটার’ ফ্র্যাঞ্চাইজিসহ তাঁর অনেক সিনেমাতেই ব্যাপকভাবে স্পেশাল ইফেক্ট ব্যবহৃত হয়েছে। জানা গেছে, চলচ্চিত্রে স্পেশাল ইফেক্ট ও সিজিআই কীভাবে আরও সফলভাবে ব্যবহার করা যায়, সেটা নিয়েই কাজ করবেন ক্যামেরন।

এআই প্রতিষ্ঠানে যুক্ত হওয়া প্রসঙ্গে ক্যামেরন বলেন, ‘আমি পুরো ক্যারিয়ারেই নতুন প্রযুক্তি খুঁজে বেড়িয়েছি আর চেয়েছি প্রযুক্তির ব্যবহার করে পর্দায় দুর্দান্ত সব গল্প বলতে।’

হলিউডে অনেক দিন ধরেই এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে বিতর্ক চলে আসছে। গত বছর হলিউডের ধর্মঘটের মধ্যে চলচ্চিত্রে এআইয়ের ব্যবহারের বিষয়টি নতুন করে সামনে আসে।