কিংবদন্তি হলিউড অভিনেত্রী জেনা রোলান্ডস মারা গেছেন। গতকাল বুধবার তাঁর ক্যালিফোর্নিয়ার বাসায় মৃত্যু হয়েছে। তাঁর বয়স হয়েছিল ৯৪ বছর। খবর রয়টার্সের
দীর্ঘদিন ধরে আলঝেইমারে ভুগছিলেন তিনবার এমিজয়ী এই অভিনেত্রী। গত শতকের পঞ্চাশের দশকে মঞ্চ ও টেলিভিশনে ক্যারিয়ার শুরুর পর চলচ্চিত্রেও দেখা গেছে তাঁকে।
এর মধ্যে ‘আ উইমেন আন্ডার দ্য ইনফ্লুয়েন্স’ ও ‘গ্লোরিয়া’ সিনেমায় অভিনয়ের জন্য দুবার অস্কার মনোনয়ন পেয়েছিলেন জেনা রোলান্ডস। ছবি দুটি পরিচালনা করেছেন তাঁর প্রথম স্বামী জন ক্যাসাভেটস।
সত্তর ও আশির দশকে যুক্তরাষ্ট্রের স্বাধীন ধারার চলচ্চিত্রে অগ্রগণ্য ভূমিকা রেখেছেন এই দম্পতি। ক্যাসাভেটসের পরিচালনায় ‘ওপেনিং নাইট’, ‘লাভ স্ট্রিমস’সহ ১০টির মতো সিনেমা করেছেন রোলান্ডস।
জন ক্যাসাভেটস ও জেনা রোলান্ডস দম্পতির তিন সন্তানই নির্মাণ ও অভিনয় করেন। ছেলে নিক ক্যাসাভেটসের পরিচালিত ‘দ্য নোটবুক’ সিনেমায় অভিনয় করেছেন জেনা রোলান্ডস।