টাইটানিক মুক্তির পর থেকে ২৫ বছর ধরে সেই কাঠের দরজার দৃশ্য নিয়ে বিশ্বজুড়ে বিতর্ক চলছে।
টাইটানিক মুক্তির পর থেকে ২৫ বছর ধরে সেই কাঠের দরজার দৃশ্য নিয়ে বিশ্বজুড়ে বিতর্ক চলছে।

টাইটানিকের সেই দৃশ্য নিয়ে বিতর্ক, নির্মাতার ব্যাখ্যা

টাইটানিক সিনেমার সেই দৃশ্য মনে আছে? বরফখণ্ডের সঙ্গে ধাক্কায় আটলান্টিক মহাসাগরে ডুবে যাওয়া জাহাজের যাত্রীরা বরফজলে তলিয়ে যাচ্ছেন; ক্রমেই তাঁদের সামনে হিমশীতল মৃত্যু ঘনিয়ে আসছে। প্রেমিক যুগল জ্যাক ও রোজ অতল জলে হাতে হাত রেখে বেঁচে থাকার শেষ লড়াই করছেন। এর মধ্যেই জ্যাক ও রোজের সামনে একটি ভাঙা কাঠের দরজা ভেসে আসে, সেই দরজায় প্রথমে রোজ ওঠেন, এরপর জ্যাককে তোলার চেষ্টা করলে দরজাটি ডুবে যেতে থাকে।

সিনেমার পোস্টার।

জীবন নাকি মৃত্যু? পেণ্ডুলামের মতো দুলতে থাকা জীবন–মৃত্যুর সন্ধিক্ষণে প্রেমিকাকে বাঁচাতে মৃত্যুকেই বেছে নিলেন জ্যাক, আর হৃদয়ের সমস্ত উষ্ণতা দিয়ে জ্যাককে বাঁচানোর চেষ্টা চালিয়ে থাকেন রোজ। জ্যাকের হাত শক্ত বাঁধনে জড়িয়ে রেখে কাতরকণ্ঠে রোজ বলেন, ‘ওপরে আসো’। জ্যাক নিরুপায়। ততক্ষণে জ্যাকের হাত অবশ হতে থাকে; ধীরে ধীরে সাগরের গভীর নীলজলে তলিয়ে যান জ্যাক, জ্যাকের স্মৃতি নিয়ে বেঁচে থাকেন রোজ।
এ সিনেমায় জ্যাক চরিত্রে লিওনার্দো ডি ক্যাপ্রিও ও রোজ চরিত্রে কেট উইন্সলেট অভিনয় করে আলোচিত হয়েছেন। ১৯৯৭ সালে আজকের এই দিনে বিশ্বজুড়ে মুক্তি পায় নির্মাতা জেমস ক্যামেরন পরিচালিত টাইটানিক। ১৯৯৮ সালে সেরা সিনেমা, সেরা নির্মাতাসহ মোট ১১ বিভাগে অস্কার পেয়েছিল সিনেমাটি।

২০০৯ সালে অ্যাভাটার সিনেমা মুক্তির আগে সেটিই ছিল বিশ্বের সবচেয়ে ব্যবসাসফল সিনেমা; ২০০ মিলিয়ন ডলার খরচায় নির্মিত সিনেমাটি বক্স অফিসে দুই বিলিয়ন ডলারের বেশি আয় করেছিল। ব্যবসায়িকভাবে সফলতার পাশাপাশি দর্শকের মাঝে তুমুল জনপ্রিয়তা পাওয়া এ সিনেমা নিয়ে বিতর্কও কম হয়নি।
টাইটানিক মুক্তির পর থেকে ২৫ বছর ধরে সেই কাঠের দরজার দৃশ্য নিয়ে বিশ্বজুড়ে বিতর্ক চলছে। দর্শকেরা জ্যাকের মৃত্যু এখনো মেনে নিতে পারেননি। দর্শকেরা বলছেন, সেই দরজার ওপর জ্যাকও উঠতে পারতেন; রোজের সঙ্গে জ্যাকও বেঁচে যেতেন। কিন্তু জ্যাককে মেরে ফেলা হয়েছে।
সেই ভাসমান দরজা কি দুজনের ভার বইতে পারত না?—এমন প্রশ্নে বছরের পর বছর ধরে জর্জর হতে হয়েছে নির্মাতা জেমস ক্যামেরনকে। সিনেমাটি মুক্তির ২৫ বছর পূর্তি উপলক্ষে শুক্রবার টরন্টো সানকে দেওয়া এক সাক্ষাৎকারেও সেই প্রশ্নের মুখে পড়েছেন জেমস ক্যামেরন। তিনি জানান, দুজনকে একটি কাঠের দরজার ওপর রেখে বিশেষজ্ঞদের সহায়তায় ফরেনসিক বিশ্লেষণ করে তাঁরা দেখেছেন, সেই পরিবেশে দরজার ওপর একজনই টিকে থাকতে পারেন। দুজনের টিকে থাকার কোনো সম্ভাবনা নেই।

সিনেমার দৃশ্য।

জ্যাককে না মারলেও তো হতো—দর্শকের এমন অনুযোগের জবাবও দিয়েছেন জেমস ক্যামেরন। তিনি বলেন, ‘জ্যাকের মৃত্যুর দৃশ্যটি চিত্রনাট্য লেখা নিয়ে আমার কোনো অনুশোচনা নেই। তার মৃত্যু দরকার ছিল। এটি রোমিও জুলিয়েট–এর মতো সিনেমা; এতে ভালোবাসার সঙ্গে ত্যাগও রয়েছে। ত্যাগ দিয়েই ভালোবাসা পরিমাপ করা যায়।’
আলোচিত সেই দৃশ্য নিয়ে সব প্রশ্নের উত্তর দিতে ইতিমধ্যে একটি তথ্যচিত্র নির্মাণ করেছেন জেমস ক্যামেরন, তাতে আরও বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হয়েছে। এটি আগামী বছরের ফেব্রুয়ারিতে ন্যাশনাল জিওগ্রাফিকে মুক্তি পাবে।

সেই দৃশ্য নিয়ে রোজ চরিত্রের অভিনেত্রী কেট উইন্সলেটকেও দুষেছেন দর্শকেরা, ‘তাঁর ওজন বেশি হওয়ার কারণেই দরজাটি ডুবে গেছে’ বলে দাবি করেছেন কেউ কেউ। বিষয়টি নিয়ে আলোচনার মধ্যে শুক্রবার এক সাক্ষাৎকারে কথা বলেছেন এই অভিনেত্রী। তাঁর শরীর নিয়ে দর্শকের মন্তব্যকে ‘কটূক্তি’ বলে আখ্যায়িত করেছেন তিনি। সেই সঙ্গে সেই দৃশ্যের ব্যাখ্যাও দিয়েছেন। তিনি বলেন, ‘পায়ে চালিত নৌকায় একসঙ্গে দুজন উঠলেও সেটি ভারসাম্য হারায়। সেখানে একটি কাঠের দরজায় দুজন উঠলে সেটি স্থিতিশীল থাকার কথা নয়।’
স্মৃতিজাগানিয়া সিনেমাটি আবারও সিনেমা হলে আসছে; ২৫ বছর পূর্তি উপলক্ষে আগামী বছরের ১০ ফেব্রুয়ারি সিনেমার ত্রিমাত্রিক, ফোর কে সংস্করণে বিশ্বজুড়ে মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছে হলিউডভিত্তিক গণমাধ্যম ডেডলাইন।
১৯৯৮ সালে বাংলাদেশেও মুক্তি পেয়েছিল টাইটানিক, সিনেমাটি আমদানি করেছিলেন মধুমিতা সিনেমা হলের অন্যতম কর্ণধার ইফতেখার উদ্দিন। তিনি প্রথম আলোকে বলেন, সেই সময় দেশের প্রতিটি সিনেমা হলে ছবিটি চলেছে, খুব ভালো ব্যবসা করেছিল। ফেব্রুয়ারিত আবারও দেশে আনবেন কি না—এমন প্রশ্নের জবাবে ইফতেখার বলেন, ‘এখনো বিষয়টি চূড়ান্ত করা হয়নি। ছবিটি আগের মতো আর দেখবে না।’

সিনেমার দৃশ্য।

১৯১২ সালে আটলান্টিক মহাসাগরে ডুবে যাওয়া বিলাসবহুল ব্রিটিশ জাহাজ টাইটানিক ডুবে যাওয়ার কাহিনিকে উপজীব্য করে সিনেমার চিত্রনাট্য লিখেছেন জেমস ক্যামেরন, প্রযোজনাও করেছেন তিনি। ঐতিহাসিক চরিত্রের পাশাপাশি জ্যাক, রোজসহ বেশ কয়েকটি কল্পিত চরিত্রও নির্মাণ করেছেন তিনি। ছবিটি নির্মাণ শুরু হয়েছিল ১৯৯৫ সালে, নির্মাণ শেষ করতে বেশ সময় লাগায় অনেকে ভেবেছিল, ছবিটি মুখ থুবড়ে পড়বে। তবে মুক্তির পরপরই বদলে যেতে থাকে দৃশ্যপট।