পাশের সিটে কেট, না জেনেই ‘টাইটানিক’-এর গান বাজালেন সহযাত্রী

কেট উইন্সলেট
রয়টার্স

১৯৯৭ সালে মুক্তি পাওয়া সিনেমা ‘টাইটানিক’ সারা দুনিয়ায় দর্শকের হৃদয় ছুঁয়েছিল। সিনেমার গাওয়া সেলেন ডিওনের ‘মাই হার্ট উইল গো অন’ও ব্যাপক জনপ্রিয়তা পায়। ছবিটি দিয়েই রাতারাতি তারকা হয় ওঠেন কেট উইন্সলেট। ‘টাইটানিক’ মুক্তির পর ২৫ বছর পর ফ্লাইটে ফ্রান্সের কান শহর থেকে লন্ডনগামী ফ্লাইটে উঠেছিলেন ক্রিস ওলসেন।

তিনি জানতেন না কান উৎসবে যোগ দিয়ে একই ফ্লাইটে লন্ডন ফিরছেন অস্কারজয়ী অভিনেত্রী কেট উইন্সলেটও। কেবল ফিরছেন না, তিনি বসেছেন ক্রিসের পাশের সিটেই।

ফ্লাইটে উঠেই ‘মাই হার্ট উইল গো অন’ চালিয়ে দেন কনটেন্ট ক্রিয়েটর ক্রিস। গানটি যখন জোরে বেজে ওঠে তখন ফ্লাইট অ্যাটেনডেন্ট এসে জানান, তিনি ভুল সিটে বসেছেন।

‘টাইটানিক’ সিনেমার দৃশ্যে কেট উইন্সলেট। ছবি: আইএমডিবি

জানালার ধারে বসা নারী যাত্রীটির কাছে যখন তিনি দুঃখ প্রকাশ করেন, যাত্রীটিকে চেনা মনে হয়। ক্রিস ওই নারীর ব্যাগে একটি চিত্রনাট্যও দেখতে পান। চট করে ওই নারীর একটি ছবি তুলে ভালো করে দেখেই বুঝতে পারেন—তিনি আর কেউ নন, কেট উইন্সলেট স্বয়ং।

পরে ঘটনার বিবরণ দিয়ে একটি ভিডিও পোস্ট করেছেন ক্রিস, যা মুহূর্তেই নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওতে কেটের কাছে দুঃখ প্রকাশ করে ক্রিস বলেন, ‘কেট, আপনি যদি এটা দেখেন, তাহলে জেনে রাখুন, আপনাকে চিনতে পারিনি। আমি সত্যিই দুঃখিত।’