জেনিফার লরেন্স। এএফপি
জেনিফার লরেন্স। এএফপি

অস্কারের লালগালিচায় আলো ছড়ালেন যাঁরা

বাংলাদেশ সময় আজ ভোর থেকে লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে বসেছে ৯৬তম একাডেমি অ্যাওয়ার্ডসের আসর। সেখানে সর্বোচ্চ সাতটি শাখায় পুরস্কার জিতেছে ক্রিস্টোফার নোলানের ‘ওপেনহেইমার’। অস্কারের মূল অনুষ্ঠান শুরুর আগে লালগালিচায় আালো ছড়ান তারকারা। বিস্তারিত জেনে নেওয়া যাক ছবিতে ছবিতে।
এক অতিথিকে সঙ্গে নিয়ে এসেছিলেন নির্মাতা স্টিভেন স্পিলবার্গ। সেরা পরিচালক ক্রিস্টোফার নোলানের হাতে পুরস্কার তুলে দেন স্পিলবার্গ। এএফপি
এসেছিলেন শার্লিজ থেরন। এএফপি
সেলফি তোলায় ব্যস্ত রায়ান গসলিং। এএফপি
এসেছিলেন ডোয়াইন জনসনও। এএফপি
অভিনেত্রী জেসিকা অ্যালবা। এএফপি
এসেছিলেন গত বছর অস্কারজয়ী অভিনেত্রী মিশেল ইয়ো। এএফপি
লিলি গ্ল্যাডস্টোন। অস্কারে সেরা অভিনেত্রীর অন্যতম দাবিদার ছিলেন তিনি। শেষ পর্যন্ত অবশ্য পুরস্কার পাননি তিনি। এএফপি
আলোচিত ব্রিটিশ অভিনেতা রিজ আহমেদ। এএফপি
ছিলেন অভিনেত্রী ক্যারি মুলিগানও। এএফপি
‘বার্বি’ নির্মাতা গ্রেটা গারউইগ। এএফফি
এই সময়ের অন্যতম আলোচিত অভিনেত্রী ফ্লোরেন্স পিউ। সর্বশেষ ‘ডুন’ ছবিতে দেখা গেছে তাঁকে। এএফপি
পুরস্কার জয়ের আগে লালগালিচায় এমা স্টোন। এএফপি
অভিনেত্রী আনা টেলর জয়। এএফপি