প্রতিবছর নভেম্বরের শুরু থেকেই আলোচনায় আসে, কে হচ্ছেন আগামী অস্কারের কান্ডারি। গতবার (পরপর দুবার) জিমি কিমেল ছিলেন। এবারও শোনা যাচ্ছিল জিমি কিমেলসহ আরও বেশ কয়েকটি নাম। নতুন করে চমক দিল আয়োজকেরা। অস্কার রাতটি মাতানোর দায়িত্ব তুলে দিচ্ছেন একসময়ের জনপ্রিয় কমেডিয়ান কোনান ও’ব্রায়েনের হাতে। তিনি হচ্ছেন ৯৭তম অস্কারের উপস্থাপক।
ও’ব্রায়েন পাঁচবার এমিজয়ী কমেডিয়ান। তাঁর বয়স ৬১ বছর। একসময়ের আলোচিত এই কমেডিয়ানকে বেছে নেওয়ার কারণ হিসেবে অস্কার আয়োজকদের পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা বিল ক্রেমার সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, ‘আমরা রোমাঞ্চিত ও সম্মানিত বোধ করছি, অতুলনীয় কোনান ও’ব্রায়েন আমাদের আগামী অস্কার উপস্থাপনা করছেন। আমাদের বিশ্বব্যাপী সিনেমার এই উদ্যাপন তিনিই এগিয়ে নেবেন। তাঁর প্রতিভাদীপ্ত রসবোধ, সিনেমার প্রতি তাঁর ভালোবাসা এবং লাইভ টেলিভিশন অনুষ্ঠানের অভিজ্ঞতা দর্শকদের সঙ্গে দারুণভাবে সংযুক্ত করবে।’
কোনান ও’ব্রায়েন বিশ্বের জনপ্রিয় কমেডিয়ানদের একজন। এক্স হ্যান্ডলে তাঁর ২৭ মিলিয়ন অনুসারী। তিনি নিজেই ভক্তদের সঙ্গে অস্কার সঞ্চালনার কথা জানিয়েছেন। এর আগে দুবার এমি পুরস্কারের সঞ্চালনার দায়িত্ব পালন করেছেন। তিনি আশির দশকে ক্যারিয়ার শুরু করেন। তাঁর উল্লেখযোগ্য অনুষ্ঠানের মধ্যে রয়েছে ‘লেট নাইট উইথ কোনান ও’ব্রায়েন’। এ অনুষ্ঠান দিয়েই নব্বই দশকে আলোচনায় আসেন এই তারকা। ‘দ্য টুনাইট শো উইথ কোনান ও’ব্রায়েন’ ও ‘কোনান শো’ অনুষ্ঠানগুলোও বেশ সাড়া ফেলে। সর্বশেষ তিনি ‘কোনান ও’ব্রায়েন মাস্ট গো’ শো করেছেন। একসময়ের ব্যস্ত এই তারকার হাতে অবশ্য খুব বেশি কাজ ছিল না। এর মধ্যেই ডাক পেলেন অস্কারের সঞ্চালক হিসেবে।
প্রতিবছর বিশ্বের কয়েক কোটি দর্শক সরাসরি এই অনুষ্ঠান দেখেন। যে কারণে আয়োজনটি উপস্থিত তারকা, কলাকুশলী ও অনলাইনের দর্শকদের কাছে প্রাণবন্ত করতে আয়োজকেরা এর আগেও কমেডিয়ানদের ওপর নির্ভর করেছেন। কমেডিয়ানদের মধ্যে এর আগে বিলি ক্রিস্টাল ৯ বার অস্কার সঞ্চালনা করেন, চারবার সঞ্চালনা করেন উইপি গোল্ডবার্গ। এ ছাড়া বিভিন্ন সময় কমেডিয়ানদের নিয়মিত অস্কার সঞ্চালনায় দেখা গেছে। ৯৭ অস্কার আয়োজনটি হবে ক্যালিফোর্নিয়ায়, আগামী ২ মার্চ।