আজ ১০০ বছর পার করলেন এই প্রযোজক, পরিচালক ও অভিনেতা
বিনোদন ডেস্ক
আজ তিনি ১০০ বছরে পদার্পণ করলেন। এখনো নিয়মিত টেলিভিশন সিরিজ, সিনেমা বানিয়ে দাপটের সঙ্গে হলিউডে কাজ করে যাচ্ছেন। ছবি: সংগৃহীত
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর লেখক হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন। পরে অভিনয় করেন। একসময় জড়িয়ে পড়েন পরিচালনায়। তবে সবকিছু ছাপিয়ে তিনি হলিউডের সফল প্রযোজকদের একজন। ছবি: সংগৃহীত
বিজ্ঞাপন
তাঁকে প্রায়ই শুনতে হয়, হলিউডকে বিদায় জানাবেন কবে? কারণ, তাঁরা মনে করেন, এত বয়সে লেয়ারের বেঁচে থাকাটাই আশ্চর্য। তখন লেয়ার সবাইকে চমকে দেন নতুন সিনেমার পরিকল্পনা জানিয়ে। ছবি: সংগৃহীত
বিজ্ঞাপন
বয়সকে কখনোই বাধা মনে করেন না। ৯৯ বছর বয়সেও তিনি ‘ফর অ্যানাদার টাইম’, ‘গুড টাইম’সহ চারটি সিরিজের ঘোষণা দিয়েছেন। প্রযোজনা করেছেন তথ্যচিত্র। এগুলো নিজে জড়িত থেকে অনুমোদন দেন। ছবি: সংগৃহীতনরম্যান লেয়ার এ পর্যন্ত ছয়বার এমি পুরস্কার জিতেছেন। ৯৯ বছর তিনি জিতেছেন গোল্ডেন গ্লোব বিশেষ সম্মাননা ক্যারোল বারনেট পুরস্কার। ছবি: সংগৃহীত২০১৯ সালে কেনেডি সেন্টার সম্মাননা ও পুরস্কার জয় করেন। এটা পাওয়ার কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধে একাধিক বিমান মিশনে অংশ নেওয়ার জন্য। এখন পর্যন্ত এমিতে সবচেয়ে বেশি বয়সী হয়ে পুরস্কার জেতার রেকর্ড তাঁর। ছবি: সংগৃহীতহলিউডে একসঙ্গে তাঁর প্রোডাকশন হাউস থেকে টানা ৯টি সিরিজ প্রকাশ পেয়েছে। এমন ঘটনা হলিউডে খুবই কম ঘটে। তাঁর কাজের অন্যতম ট্রেডমার্ক ছিল, সিচুয়েশন কমেডি। ছবি: সংগৃহীতমজার ব্যাপার হলো তাঁকে কখনোই তেমন একটা ক্যাপ ছাড়া দেখা যায়নি। এর পেছনেও রয়েছে মজার গল্প। শুরুর দিকে তিনি ১৮ ঘণ্টা করে লিখতেন। সেই সময় প্রচুর মাথায় হাত দিয়ে স্বভাববসত চুলকাতেন, এভাবেই গল্প ভাবতেন। এ ঘটনা তাঁর স্ত্রীকে খুবই বিরক্ত করত। স্ত্রীই প্রথম বিরক্ত হয় হয়ে মাথার ক্যাপ কিনে দেন। ছবি: সংগৃহীতজীবনের প্রতিটি ক্ষুদ্রতর আনন্দ তিনি উপভোগ করেন। তিনি ক্ষুদ্র ক্ষুদ্র সুখের মুহূর্তের মধ্যে বড় আনন্দ খোঁজেন। তিনি এক সাক্ষাৎকারে বলেন, ‘কেউ যদি ক্ষুদ্র সুখের মুহূর্তগুলো সংগ্রহ না করে, তাহলে সে বড় সুখকে উপভোগ করতে পারবে না।’ ১৯২২ সালের ২৭ জুলাই তিনি জন্মগ্রহন করেন। জন্মদিনে তিনি গণমাধ্যমে বলেন,‘আমি বিশ্বাসই করতে পারছি না, একটা শতাব্দী পার করে দিলাম।’ ছবি: সংগৃহীত