ব্যবধান তিন দশকের। এর মধ্যে ক্রিস্টেন ডানস্টের ক্যারিয়ার পৌঁছে গেছে অন্য উচ্চতায়। কমেডি ও রোমান্টিক সিনেমার সেই অভিনেত্রী এখন অনেক পরিণত। স্বাধীন ঘরানার সিনেমায় বিভিন্ন বৈচিত্র্যময় চরিত্রে নিজেকে অন্বেষণে ব্যস্ত তিনি। অভিনেত্রী এখন আলোচনায় তাঁর নতুন সিনেমা ‘সিভিল ওয়ার’ দিয়ে। ১২ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিনেমাটি। এতে আলোকচিত্রী লি স্মিথের চরিত্রে অভিনয় করে আলোচনায় ক্রিস্টেন।
ক্রিস্টেন ডানস্টের ক্যারিয়ার ৩৬ বছরের। ১৯৮৮ সালে মাত্র ছয় বছর বয়সে শিশুশিল্পী হিসেবে পর্দায় অভিষেক। তবে পরিচিতি পান ‘ইন্টারভিউ উইথ দ্য ভ্যাম্পায়ার’ সিনেমা দিয়ে। ১৯৯৪ সালে মুক্তি পাওয়া হরর সিনেমাটি টম ক্রুজ, ব্র্যাড পিটদের মতো সঙ্গে অভিনয় করেছিলেন তিনি। এরপর তাঁকে দেখা গেছে টিনএজ রোমান্টিক, কমেডি ঘরানার সিনেমায়।
প্রথম তিনি সমালোচকদের নজরে পড়েন ‘দ্য ভার্জিন সুইসাইড’ দিয়ে। সোফিয়া কাপোলার সিনেমাটিতে অভিনয় করে প্রশংসিত হন ক্রিস্টেন। তবে দুনিয়াজুড়ে ব্যাপক পরিচিতি পান সুপারহিরো সিনেমা ‘স্পাইডার-ম্যান’-এ অভিনয় করে। ২০০২ সালে মুক্তি পাওয়া ছবিটি তাঁর ক্যারিয়ারই অন্যতম ব্যবসা সফল সিনেমা। পিটার পার্কার ওরফে স্পাইডার-ম্যান-এর প্রেমিকার চরিত্র করে ওয়ে ওঠেন সেই সময়ের শীর্ষ অভিনেত্রীদের একজন।
এরপর বাণিজ্যিক ঘরানার সঙ্গে শৈল্পিক ঘরানার সিনেমাতেও সমানতালে অভিনয় করেন ক্রিস্টেন। তবে ২০১০ সালে এসে তাঁর ক্যারিয়ার নতুন গতি পায়। মূলত স্বাধীন ঘরানার সিনেমায় মনোযোগী হয়ে ওঠেন তিনি। ক্রিস্টেন নির্মাতা ও চিত্রনাট্যকার হিসেবে শুরু করেন। তাঁর স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘বাস্টার্ড’ ট্রাইবেকা উৎসবে প্রিমিয়ার হয়। ২০১০ সালে ‘অল গুড থিংস’ সিনেমায় কেটি ম্যাকার্থি চরিত্রে অভিনয় করেন।
ব্যবসায়িকভাবে ব্যর্থ হলেও কিস্টেন ডানস্টের অভিনয়ের ভূয়সী প্রশংসা করেন সমালোচকেরা। ২০১১ সালে লারস ভন ট্রাইয়ারের ‘মেলানকোলিয়া’য় অভিনয়ের জন্য কানের সেরা অভিনেত্রীর পুরস্কার পান। ছবিটির সাফল্যর পর স্বাধীন ঘরানার নির্মাতারা তাঁকে নিয়ে কাজ করতে আগ্রহী হয়ে ওঠেন।
ক্রিস্টেন ডানস্ট এখন আলোচনায় ‘সিভিল ওয়ার’-এ অভিনয় করে। অ্যালেক্স গারল্যান্ড-এর সিনেমাটিতে তিনি যুদ্ধ কাভার করা আলোকচিত্রীর চরিত্র করেছেন। অনেক সমালোচক মনে করছেন, সিনেমাটি দিয়ে নির্মাতা আসলে যুদ্ধবিরোধী বার্তা দিতে চেয়েছেন।
চলচ্চিত্রবিষয়ক মার্কিন সাময়িকী ভ্যারাইটিকে দেওয়া সাক্ষাৎকারে বিষয়টি স্বীকার করেছেন ক্রিস্টেন নিজেও। ২০২১ সালে মুক্তি পাওয়া ব্যাপকভাবে প্রশংসিত জেন ক্যাম্পিয়নের ‘দ্য পাওয়ার অব দ্য ডগ’-এর পর নতুন কোনো সিনেমায় দেখা গেল অভিনেত্রীকে। ডানস্ট মনে করেন, সিভিল ওয়ার এমন একটি সিনেমা, যা দর্শকের মনে অনেক প্রশ্ন উসকে দেবে।
গত ১৪ মার্চ সাউথ বাই সাউথওয়েস্ট উৎসবে প্রিমিয়ার হয় সিনেমাটির। ৫০ মিলিয়ন ডলার বাজেটের সিনেমাটি এর মধ্যেই বক্স অফিস থেকে প্রায় ৪০ মিলিয়ন ডলার আয় করে ফেলেছে। বক্স অফিস বিশ্লেষকেরা ধারণা করছেন, চলতি বছরের অন্যতম আলোচিত সিনেমাটি হতে যাচ্ছে ‘সিভিল ওয়ার’।