মা নেই শুনেই ছুটলেন দেশে, পুরস্কার নিতে পারলেন না নিকোল

মায়ের সঙ্গে নিকোল। ছবি: ইনস্টাগ্রাম
মায়ের সঙ্গে নিকোল। ছবি: ইনস্টাগ্রাম

ভেনিস চলচ্চিত্র উৎসবের সমাপনী দিন ছিল গতকাল শনিবার। সমাপনী এই আসরে যোগ দিতে ভেনিসে পৌঁছেছিলেন অভিনেত্রী নিকোল কিডম্যান। উৎসবে প্রতিযোগিতা বিভাগে জায়গা পেয়েছিল এই অভিনেত্রীর ‘বেবিগার্ল’ সিনেমা। সিনেমাটিতে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জয় করেন নিকোল। কিন্তু সেই পুরস্কার ভেনিসে পৌঁছেও হাতে নিতে পারলেন না। এর কারণ, গতকাল ভেনিসে পৌঁছে মা মারা যাওয়ার দুঃসংবাদ পান তিনি।

নিকোল কিডম্যান। ছবি: ইনস্টাগ্রাম

মায়ের মৃত্যুর খবর শোনার সঙ্গে সঙ্গেই দেশে ফিরতে হয় নিকোল কিডম্যানকে। তাঁর মায়ের নাম জানেলি অ্যানি কিডম্যান। তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান জানিয়েছে, নিকোলের হয়ে পুরস্কার গ্রহণ করেন সিনেমাটির পরিচালক হালিনা রেজন। তিনি দর্শকদের জানান, নিকোল তাঁর মাকে হারিয়েছেন। শোকে বিহ্বল এই অভিনেত্রী আর পুরস্কার প্রদান অনুষ্ঠানে অংশ নিতে পারেননি।

নিকোল কিডম্যান। ছবি: ইনস্টাগ্রাম

তবে নিকোল কিডম্যানের পাঠানো বার্তা পড়ে শোনান হালিনা। নিকোল লিখেছেন, ‘আমি খুবই ভেঙে পড়েছি। আমাকে মায়ের কাছে যেতে হচ্ছে। কিন্তু এই পুরস্কার মায়ের জন্য। আমার মা-ই আমাকে গড়েছেন, আমাকে নির্দেশনা দিয়েছেন। আমাকে তৈরি করেছেন।’

চিঠিতে নিকোল আরও লিখেছেন, ‘জীবন ও শিল্পের সংঘর্ষ হৃদয়বিদারক, আমার হৃদয়টা ভেঙে যাচ্ছে।’ ২০১৪ সালে এই অভিনেত্রী তাঁর বাবা অ্যান্টনি কিডম্যানকে হারান।

মায়ের সঙ্গে নিকোল। ছবি: ইনস্টাগ্রাম

গত রাতে পৃথিবীর সবচেয়ে পুরোনো চলচ্চিত্র উৎসব ভেনিস চলচ্চিত্র উৎসবের ৮১তম আসরের পর্দা নামে। সমাপনী অনুষ্ঠানে মূল প্রতিযোগিতা বিভাগসহ বিভিন্ন শাখার পুরস্কার ঘোষণা করা হয়। এতে সর্বোচ্চ পুরস্কার স্বর্ণসিংহ (গোল্ডেন লায়ন) জিতলেন স্প্যানিশ নির্মাতা পেড্রো আলমোদোভার। তাঁর পরিচালিত ‘দ্য রুম নেক্সট ডোর’ সিনেমার জন্য পুরস্কার পেয়েছেন তিনি। গত ২৮ আগস্ট শুরু হয়েছিল ভেনিস উৎসব।